ফুটবল বিশ্বে পেনাল্টি কিং বলা হয় তাঁকে। পেনাল্টি থেকে গোল করতে অনেকেই ভুল করে বসেন। তবে তিনি নার্ভ শক্ত রেখে শয়ে শয়ে গোল করেছেন গোলকিপারকে বোকা বানিয়ে। তবে এবার উলট পুরাণ। পেনাল্টি পেয়েও রোনাল্ডো রেফারিকে বললেন, যেন এই সিদ্ধান্ত বদলে নেওয়া হয়।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছিল আল নাসের এবং ইরানের পার্সিপোলিস-এর মধ্যে। সেই ম্যাচেই ঘটল ব্যতিক্রম ঘটনা। সেই ম্যাচেই ইরানের ক্লাবটির বিরুদ্ধে পেনাল্টি জিতে নিয়েছিলেন সিআরসেভেন। তবে রেফারিকে তিনি জানিয়ে দেন, এটা মোটেও পেনাল্টি ছিল না।
ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই লিভারপুলে খেলে আসা সাদিও মানে দুর্ধর্ষ ক্রস বাড়িয়েছিলেন রোনাল্ডোকে লক্ষ্য করে। সেই বল-ই গোলের জন্য হাঁকাতে গিয়ে মাটিতে পড়ে যান প্রতিপক্ষ ডিফেন্ডারের ট্যাকলে। তারপরেই পেনাল্টির জন্য বাঁশি বাজান রেফারি। রোনাল্ডো স্বয়ং রেফারিকে জানান, এটা মোটেও পেনাল্টি ছিল না।
রিপ্লে-তেও দেখা যায়, তাঁকে ট্যাকল করার সময় ডিফেন্ডারের সঙ্গে তাঁর কোনও শারীরিক স্পর্শ-ই হয়নি। রোনাল্ডো নিজেও রেফারিকে আঙ্গুল নাড়িয়ে বোঝাতে থাকেন, এটা পেনাল্টি নয়।
ব্যতিক্রমী এই স্পোর্টসম্যানশিপ স্পিরিটের জন্য রোনাল্ডোকে সাধুবাদ জানাচ্ছে গোটা ফুটবল বিশ্ব। রোনাল্ডোর রেফারির ভুল শুধরে দেওয়া ম্যাচের আসল ক্ষতিপূরণ দিতে হল তাঁর দল আল নাসেরকে। ম্যাচ শেষ হল গোলশূন্য ড্র-য়ে।
তবে পার্সিপোলিসের বিপক্ষে পয়েন্ট নষ্ট করলেও আল নাসের গ্রুপ টেবিলের শীর্ষেই রইল। পাঁচ ম্যাচের চারটিতে জিতে। ইতিমধ্যেই আল নাসের নকআউট পর্বে কোয়ালিফাই করে ফেলেছে। সৌদি লিগেও আল নাসের দ্বিতীয় স্থানে রয়েছে। লিগ টপার আল হিলালের থেকে চার পয়েন্টে পিছিয়ে রয়েছেন রোনাল্ডোরা।