scorecardresearch

টানা ২০ বছরের বন্ধুত্বে ইতি! প্রবল ঝামেলার মধ্যেই রোনাল্ডোর সঙ্গে এজেন্ট মেন্ডেসের সম্পর্ক শেষ

রোনাল্ডোর সঙ্গে এবার প্রবল ঝামেলা এজেন্ট জর্জে মেন্ডেসের

টানা ২০ বছরের বন্ধুত্বে ইতি! প্রবল ঝামেলার মধ্যেই রোনাল্ডোর সঙ্গে এজেন্ট মেন্ডেসের সম্পর্ক শেষ

টানা ২০ বছরের সম্পর্ক। সেই সম্পর্কে হয়ত এবার ইতি ঘটতে চলেছে। রোনাল্ডো এবং বন্ধু-এজেন্ট জর্জে মেন্ডেসের সম্পর্কে এবার বড়সড় ফাটল। রোনাল্ডো অনেক করেই চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চেয়েছিলেন। জর্জে মেন্ডেসও বারবার চেষ্টা করেছিলেন বায়ার্ন মিউনিখ, রিয়েল মাদ্রিদ যেন নেয় সিআরসেভেন।

তবে রিয়েল-বায়ার্ন তো বটেই শীর্ষ পর্যায়ের ইউরোপীয় ক্লাব-ই সই করতে রাজি হয়নি রোনাল্ডোকে। রোনাল্ডোর কাছে বহুদিন ধরেই আল নাসেরের বিশাল আর্থিক চুক্তি রয়েছিল। তবে আর্থিক কারণ নয়, রোনাল্ডো চেয়েছিলেন কোনও ইউরোপীয় ক্লাবেই সই করতে। এমনকি জর্জে মেন্ডেস ক্লাবগুলির কাছে জানিয়েছিলেন, রোনাল্ডোর বেতনের অধিকাংশই বহন করবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তা সত্ত্বেও রোনাল্ডোর ভাগ্যে ক্লাব জোটেনি। জানা যাচ্ছে আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর চুক্তি এজেন্টের মাধ্যমে হয়নি। এতেই ইউরোপীয় ফুটবল মহলে জল্পনা শুরু হয়েছে, তাহলে হয়ত রোনাল্ডোর সঙ্গে জর্জে মেন্ডেসের সম্পর্কে ইতি ঘটেছে। জানা যাচ্ছে, ইউরোপীয় ক্লাবের চুক্তি আদায় করতে ব্যর্থ হওয়ায় মেন্ডেসের ওপর চটে গিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।

আরও পড়ুন: তাঁকে নেওয়ার জন্য কার্যত ‘ভিক্ষা চেয়েছিলেন’ রোনাল্ডো, তবুও নেয়নি রিয়েল মাদ্রিদ

স্পেনের দ্যা এথলেটিক-এ বলা হয়েছে, গ্রীষ্মে রোনাল্ডোকে কেনার প্রস্তাব দিয়ে একাধিকবার বার্তা পাঠান এজেন্ট জর্জে মেন্ডেজ। তবে কোনও কিছুই তাঁকে এই বার্নাব্যুতে ফেরাতে পারেনি। এমনকি ম্যান ইউনাইটেড রোনাল্ডোর বেতনের অধিকাংশই বহন করবেন, এমন প্রস্তাব থাকা সত্ত্বেও ইউরোপের অন্যান্য ক্লাবগুলি নিতে চায়নি পর্তুগালের সুপারস্টারকে।

গত ডিসেম্বরে পর্তুগাল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর রোনাল্ডো রিয়েলের ভালদেবেবাস-এর ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনে নেমেছিলেন। ২০১৮-য় রিয়েল ছেড়ে জুভেন্টাসে সই করানোর পর এই প্ৰথমবার রিয়েলে পা রেখেছিলেন তিনি। তারপরেই পুরোনো ক্লাবে রোনাল্ডোর প্রত্যাবর্তন ঘটানোর সম্ভবনা জোরালো হয়েছিল।

আরও পড়ুন: রোনাল্ডোর পাঙ্গা নিতে সৌদির ক্লাবে সই করতে পারেন মেসি, বিরাট আপডেটে তোলপাড় বিশ্ব

মার্কার প্রতিবেদনে বলা হচ্ছে, আল নাসেরকে ‘হ্যাঁ’ বলার আগে রোনাল্ডো রিয়েল মাদ্রিদের উত্তরের জন্য ৪০ দিন অপেক্ষায় ছিলেন। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সৌদির ক্লাবে চুক্তি সম্পন্ন করার পর বলে দিয়েছিলেন, “অন্য দেশে নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম। ইউরোপের ফুটবলের প্রায় সমস্ত কিছুই অর্জন করে নিয়েছি। তাই এই মুহূর্তই নতুন কোনও চ্যালেঞ্জ নেওয়ার উপযুক্ত।”

পিয়ার্স মর্গ্যানকে দেওয়া বিষ্ফোরক টিভি সাক্ষাৎকারে ইউনাইটেড এবং কোচ এরিক টেন হ্যাগকে নিশানা করার পরে রেড ডেভিলসদের সঙ্গে চুক্তি ছিন্ন হওয়ার পর ফ্রি এজেন্ট ছিলেন রোনাল্ডো।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Cristiano ronaldo relationship with agent jorge mendes is under cloud