/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/ronaldo-2.jpeg)
সৌদি প্রো লিগে দামাক এফসির বিরুদ্ধে খেলা ছিল আল নাসেরের। সেই ম্যাচেই জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথমার্ধেই হ্যাটট্রিক করে যান সুপারস্টার। ১৮ মিনিটে দামাক ডিফেন্ডার ইব্রাহিম আল নাখলি বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসায় পেনাল্টি পায় আল নাসের। স্পটকিক থেকে গোল করে যান সিআরসেভেন।
প্ৰথম গোলের ঠিক পাঁচ মিনিটের মাথাতেই দ্বিতীয় গোল পর্তুগিজ সুপারস্টারের। অনভ্যস্ত বাঁ পায়ের ভলিতে রোনাল্ডো নিজের দ্বিতীয় গোল কফে যান। সবমিলিয়ে নিজের দুর্বল বাঁ পা দিয়ে রোনাল্ডো কেরিয়ারের ১৫৩তম গোল করে ফেললেন শনিবার।
সৌদি লিগে শেষ চার ম্যাচে রোনাল্ডো সাত গোল সহ জোড়া এসিস্ট করে ফেললেন। যাইহোক, বিরতির আগে কাউন্টার এটাক থেকে রোনাল্ডো দামাকের দুঃখ আরও বাড়িয়ে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করে যান।
⚽️ || GOOOOOAAAAL! 🤩🤩🤩🐐
Ronaldo scores the hat-trick 45’ for @AlNassrFC#AlNassr 3:0 #Damacpic.twitter.com/y1ny9eDWgs— AlNassr FC (@AlNassrFC_EN) February 25, 2023
সবমিলিয়ে এই নিয়ে কেরিয়ারের ৬২তম হ্যাটট্রিক করে ফেললেন রোনাল্ডো। এর মধ্যে ৩০টি হ্যাটট্রিকই করেছেন ৩০-এ পা দেওয়ার আগে। ৩০ বছরের পর করেছেন আরও ৩২টি হ্যাটট্রিক। রোনাল্ডোর হ্যাটট্রিকে খুশির ছোঁয়া সোশ্যাল মিডিয়ায়। একজন লিখেছেন, "রোনাল্ডো আবার ফুটবল উপভোগ করছে, দেখে ভালো লাগছে।" অন্য একজন লিখেছেন, "৫০ বছরের রোনাল্ডো এখনকার ওয়েঘর্স্টের তুলনায় ভালো।" তৃতীয় ব্যক্তির কমেন্ট, "বিস্ট মোডে আবার ফিরে আসা নিয়মে পরিণত করে ফেলেছেন রোনাল্ডো। এই মরসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেভাবে যাচ্ছেন, তার আশেপাশেও কেউ থাকবে না।"
রোনাল্ডো হ্যাটট্রিক করে জয় এনে দিতেই সৌদি প্রো লিগের শীর্ষে পৌঁছে গেল আল নাসের। দ্বিতীয় স্থানে থাকা আল ইত্তিহাদের থেকে দু-পয়েন্ট এগিয়ে রোনাল্ডোরা। আল ইত্তিহাদ ঘরের মাঠে আল রায়েদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার পয়েন্ট নষ্ট করেছে। অন্যদিকে দামাক টানা তিনটে ম্যাচে হারল।
Read the full article in ENGLISH