Advertisment

সৌদিতে গোলের ঝড় রোনাল্ডোর, হ্যাটট্রিক সহ ৪ গোলে লন্ডভন্ড করলেন ময়দান

সৌদিতে রোনাল্ডোর পায়ে গোলের বিস্ফোরণ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

প্রথম কয়েক ম্যাচে গোল খরায় ভুগছিলেন। এবার স্বমেজাজে ফিরছেন পর্তুগিজ মহাতারকা। আগের ম্যাচেই পেনাল্টি থেকে প্রথমবার আল নাসেরের জার্সিতে গোল করেছিলেন। এবার আল ওয়াহেদার বিপক্ষে গোলেই বন্যা বইয়ে দিলেন রোনাল্ডো। দুই অর্ধ মিলিয়ে হ্যাটট্রিক সহ চার গোল করে কেরিয়ারের ৫০০ গোলের মাইলফলকে পৌঁছে গেলেন তিনি।

Advertisment

স্পোর্টিং সিপির হয়ে ৩ গোল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দুই স্পেল মিলিয়ে ১০৩ গোল, রিয়েল মাদ্রিদের জার্সিতে ৩১১ এবং জুভেন্তাসের হয়ে ৮১ গোলের পাশাপাশি আল নাসেরের হয়েও পাঁচ গোল করে ৫০০তম গোলের মাইলস্টোনে এবার মহাতারকা।

বিরতির আগেই জোড়া রোনাল্ডোর জোড়া গোলে আল নাসের ২-০ করে ফেলেছিল। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটেই ১২ গজ দূর থেকে চমৎকার ফিনিশিংয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করে যান সিআরসেভেন। তারপরে নিজের চতুর্থ গোল-ও পেয়ে যান কিছুক্ষণ পরে। এর আগে দলের এওয়ে ম্যাচে আল ফাতেহ-র বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচে রোনাল্ডো পেনাল্টি থেকে শেষ মুহূর্তে গোল করে দলের হার বাঁচিয়েছিলেন।

গত সপ্তাহের গোলেই উদ্বোধনী ঘটানোর আগে রোনাল্ডো সৌদিতে পা রেখে মাত্র ২ গোল করেছিলেন। সেটা অবশ্য আল নাসেরের জার্সিতে নয়। আল নাসের এবং আল হিলালের বাছাই একাদশের হয়ে প্রদর্শনী ম্যাচে পিএসজির বিপক্ষে জোড়া গোল করেছিলেন। রোনাল্ডোর জোড়া গোল সত্ত্বেও পিএসজি প্রদর্শনী ম্যাচে ৫-৪ ব্যবধানে জেতে।

সেই ম্যাচের পরে সৌদি সুপার কাপের সেমিফাইনালে চরম ফ্লপ হয়েছিলেন পর্তুগিজ তারকা। সেমিফাইনালে আল ইত্তিহাদের কাছে হেরে ছিটকে যাওয়ার পর আল নাসের বস রুডি গার্সিয়া প্রকাশ্যে রোনাল্ডোকে হারের জন্য দায়ী করেছিলেন। বিষ্ফোরকভাবে সরাসরি বলে দেন, "যে ঘটনা ম্যাচের মোড় ঘুরিয়ে দিল তা হল প্রথমার্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সুযোগ নষ্ট।"

এর পর আল ফাতেহ ম্যাচে শেষলগ্নে পেনাল্টি গোল করলেও পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গোলেই সুযোগও নষ্ট করেছিলেন। আল ওয়েহিদা ম্যাচেও সহজ গোল মিসের অভ্যাস বজায় রাখলেন। প্রথমার্ধে বাঁ প্রান্তিক আক্রমণে নাসেরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিসকা শট দ্বিতীয় পোস্টে লেগে প্রতিহত হয়েছিল। রিবাউন্ড থেকে ফাঁকা জালেও বল জড়াতে পারেননি রোনাল্ডো। ডাইভ দেওয়ার পর আল ফাতেহ গোলকিপার মাটিতে পড়ে গিয়েছিলেন। সেই সময় অরক্ষিত গোলেও বল ঠেলতে পারেননি সিআরসেভেন। বল সোজা ওপর দিয়ে হাঁকিয়ে দেন।

Saudi Arab saudi arabia Cristiano Ronaldo Cristinao Ronaldo
Advertisment