ফের একবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মূর্তি বিভ্রাট! বেশি দিন আগের কথা নয়, সিআর সেভেনের মূর্তি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছিল সম্পূর্ণ অন্য় কারণে। বলা ভালো সেসময় তাঁর মূর্তির নির্মাণ নিয়ে উঠেছিল প্রশ্ন।
পর্তুগালের প্রথম ইউরো কাপ জয়ী মহানায়কের মূর্তি বসানো হয়েছিল মাদেইরা আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। ভাস্কর রিকার্ডো ভেলোজার বানানোর দোষেই সেই এগারো ফুটের মূর্তির পুরুষাঙ্গটি অদ্ভূত ভাবে উঁচু হয়ে এগিয়ে থাকে। যা দেখে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে নিয়ে চূড়ান্ত ট্রোলড হয়। আবারও সেই একই কারণে খবরে রোনাল্ডোর সেই মূর্তি। তবে এবারের ঘটনাটা একটু অন্যরকম।
আরও পড়ুন: মেয়ের জন্মদিন বলে কথা, দু’বোতল ওয়াইনের জন্য় ২৫ লক্ষ টাকা দিলেন রোনাল্ডো
!
এখন দেখা যাচ্ছে যে, যাঁরা এই মূর্তিটি দেখেছেন তাঁরাই মূর্তির ওই বিশেষ জায়গাটি ধরে সেলফি বা ছবি তুলেছেন। দ্য সান এর রিপোর্ট বলছে ওই জায়গায় এতবার হাতের ঘষা লেগেছে যে, ওখান থেকে ব্রোঞ্জের আস্তরণ খয়ে গিয়েছে। মিউজিয়ামে আসা এক পর্যটক ডেইলি মেইলকে জানিয়েছেন, “আমি রোনাল্ডোর মূর্তির সঙ্গে একটা ছবি তুলতে চেয়েছিলাম। কিন্তু যখনই ওটা আমি ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করি, তখন সবাই হাসাহাসি শুরু করে দেয়। রোনাল্ডোর দু’পায়ের মাঝের জায়গাটাই তাঁদের দৃষ্টি আকর্ষণ করে।”