এবার করোনায় আক্রান্ত হলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য বটেই, সিআর সেভেনের ভক্তদের জন্যও দুঃসংবাদ। পর্তুগাল ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে ইউরোপা নেশনস লিগ খেলতে ব্যস্ত ছিলেন জুভেন্তাসের তারকা ফুটবলার। তাঁর আরোগ্য কামনায় গোটা দুনিয়ার ফুটবল মহল।
পর্তুগাল ফুটবল ফেডারেশন মঙ্গলবার জানিয়েছে, রোনাল্ডোর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে ৩৫ বছরের তারকা ফরোয়ার্ডের কোনও উপসর্গ নেই। কিন্তু সতর্কতার খাতিরে তিনি আইসোলেশনের রয়েছেন। তাঁর সঙ্গে যাঁরা যাঁরা গত কয়েকদিন সংস্পর্শে এসেছিলেন তাঁদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। প্রসঙ্গত, বুধবারই সুইডেনের বিরুদ্ধে নেশনস লিগের ম্যাচে নামতে চলেছিলেন রোনাল্ডো। কিন্তু এখন তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফত।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন