Advertisment

একবার নয়, দুবার করোনা আক্রান্ত রোনাল্ডো, ফুটবল বিশ্বে আশঙ্কা তীব্র

চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালীন সেরা গোলদাতা রোনাল্ডোকে শেষবার দেখা গিয়েছিল উয়েফা নেশনস লিগে ফ্রান্সের বিপক্ষে জাতীয় দল পর্তুগালের জার্সিতে। সেই ম্যাচ গোলশূন্য ড্র-এ শেষ হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দ্বিতীয়বারের জন্য করোনা টেস্টে পজিটিভ ধরা পড়লেন রোনাল্ডো। বৃহস্পতিবার পুনরায় কোভিড টেস্টে ধরা পড়ার পর রোনাল্ডো যে জুভের জার্সিতে আগামী সপ্তাহে বার্সেলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে নামতে পারবেন না, তা পরিষ্কার।

Advertisment

৩৫ বছরের মহাতারকা জাতীয় দলের হয়ে খেলার সময় চলতি মাসের ১৩ তারিখ কোভিড পজিটিভ হন। তার পরেই আইসোলেশনে চলে যান তিনি। সেই সময় তিনি উপসর্গহীন ছিলেন। উয়েফা নেশনস গেম- এ রোনাল্ডো সুইডেনের বিপক্ষে খেলতে পারেননি। জুভের হয়েও দুটো ম্যাচ মিস করছেন তিনি। বার্সেলোনার পাশাপাশি সিরি এ-তে চলতি সপ্তাহে হেলাল ভেরোনার বিরুদ্ধে খেলতে পারবেন না।

আরো পড়ুন: বিজেপির পুজোয় ডোনার নৃত্য পরিবেশন, সৌরভের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে

ইতালির প্রচারমাধ্যমের খবর অনুযায়ী জুভের তরফে উয়েফাকে জানানো হয়েছে, রোনাল্ডো একদম ফিট রয়েছেন। বুধবারই রোনাল্ডো মাথা কামিয়ে নিজের অনুশীলনরত একটি ভিডিও পোস্ট করেন। তারপরে ক্যাপশনে লিখেছিলেন, "তুমি যা অর্জন করছ, সেট নয়, বরং কত বাধা তুমি অতিক্রম করছ, সেটাই আসল সাফল্য।"

চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালীন সেরা গোলদাতা রোনাল্ডোকে শেষবার দেখা গিয়েছিল উয়েফা নেশনস লিগে ফ্রান্সের বিপক্ষে জাতীয় দল পর্তুগালের জার্সিতে। সেই ম্যাচ গোলশূন্য ড্র-এ শেষ হয়। চ্যাম্পিয়ন্স লিগের শুরুর ম্যাচে জুভেন্টাস মঙ্গলবার ডায়নামো কিয়েভকে হারায় ২-০ গোলের ব্যবধানে। নতুন সই করা আলভারো মোরাতা জোড়া গোল করে জুভেকে জেতান। গ্রুপ জি-তে বার্সেলোনার পর দ্বিতীয় স্থানে রয়েছে জুভেন্টাস। বার্সেলোনা প্রথম ম্যাচে ফেরেনভারসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cristiano Ronaldo COVID-19
Advertisment