হ্যাটট্রিক দিয়েই বিশ্বকাপের শুভারম্ভ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের বিরুদ্ধে তাঁর আগুনে পারফরম্যান্স নিয়েই মাতোয়ারা ফুটবলবিশ্ব। কিন্তু ম্যাচে নামার আগে অন্য একটি খবর সিআর সেভেনকে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে।
জানা গিয়েছে স্পেনে কর ফাঁকি মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। দু’বছরের হাজতবাস এবং ১৮.৮ মিলিয়ন ডলারের জরিমানাও নাকি মাথা পেতে নিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ জাদুকর। এমনটাই খবর করেছে স্প্যানিশ পত্রিকা ‘এল মুন্ডো’।
স্পেনের নিয়ম অনুযায়ী প্রথম অপরাধের ক্ষেত্রে দু’বছর পর্যন্ত কারাবাসের সাজা ঘোষণা হলে অভিযুক্তকে হাজতবাস করতে হয় না। রোনাল্ডোকেও সেক্ষেত্রে জেলে যেতে হবে না। মোটা অঙ্কের জরিমানা দিয়েই এ যাত্রায় রেহাই পেয়ে যাবেন বিশ্বের অন্যতম ধনী ফুটবলার। গত বছর জুনেও সিআর সেভেনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এসেছিল। সেবছরও জরিমানা দিয়েই নিস্পত্তি হয়ে যায় বিষয়টার।
আরও পড়ুন: FIFA World Cup 2018: বল গড়ানোর আগেই মেসিকে মাত রোনাল্ডোর!
শুধু রোনাল্ডোই কর ফাঁকির দায়ে অভিযুক্ত এমনটা নয়, ফুটবল গ্রহে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও ২০১৬-তে কর ফাঁকির অভিযোগে ২১ মাসের হাজতবাসের সাজা শোনানো হয়েছিল। মেসি এবং তাঁর বাবার বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল। ইমেজ রাইট বিক্রি করে ৪.১ মিলিয়ন ইউরো আয়ের অসঙ্গতি ধরা পড়েছিল তাঁদের। বেশ কয়েকবার আদালতের দ্বারস্থও হন মেসি এবং তাঁর বাবা। বিশাল টাকার জরিমানা দিয়েই এলএম টেন রেহাই পান।
মেসি-রোনাল্ডোই বাদেও ফুটবলারদের মধ্যে মার্সেলো, রিকার্ডো কার্ভালো, অ্যালেক্সিস স্যাঞ্চেজ, জেভিয়ার মাসচেরানো, রাদামেল ফালকাও এভং ফ্যাবিও কোয়েন্ত্রাও রয়েছেন, যাদের নিয়ে স্প্যানিশ কর আধিকারিকরা তদন্ত চালাচ্ছেন। কোচেদের মধ্যে হোসে মোরিনহোও রয়েছেন।