রোনাল্ডো এখনও ফুরিয়ে যাননি। শীঘ্রই ইউরোপের ফুটবলে প্রত্যাবর্তন করবেন। এমনটাই এবার জানিয়ে হৈচৈ ফেলে দিলেন রোনাল্ডোর ক্লাব আল নাসেরের কোচ রুডি গার্সিয়া। সাংবাদিক সম্মেলনে আল নাসেরের ফরাসি কোচ জানিয়ে দিয়েছেন, "ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলের পক্ষে দারুণ সংযোজন। ও ডিফেন্ডারদের ঘেঁটে দিতে পারে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার ও। আল নাসেরেই ও কেরিয়ার খতম করবে না। ইউরোপে রোনাল্ডো আবার ফিরবে।"
পিয়ার্স মর্গ্যানকে দেওয়া বিষ্ফোরক সাক্ষাৎকারের পর রোনাল্ডোর সঙ্গে চুক্তি বাতিল করে দেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই সাক্ষাৎকারেই রোনাল্ডো জানিয়েছিলেন, তাঁর ইউরোপে অবসর নেওয়ার ইচ্ছা ছিল।
আরও পড়ুন: মেসির অ্যাসিস্টে দুর্ধর্ষ গোল নেইমারের, তবু রেইমস ম্যাচে হোঁচট খেল এমবাপের PSG
আল নাসেরে সই করে রোনাল্ডো বলেছিলেন, "আমি একজন অনন্য ফুটবলার। ইউরোপে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছি। এখানেও নতুন কিছু রেকর্ড ভাঙতে চাইব। এখানে খেলতে, জিততে, দেশের সাফল্য, সংস্কৃতির অংশীদার হতে চাইছি।"
ম্যান ইউ থেকে বিদায়ের পর রোনাল্ডো চাইছিলেন চ্যাম্পিয়ন্স লিগের কোনও ক্লাবে সই করতে। সৌদি আরবে প্ৰথমবার খেলতে নেমেই রোনাল্ডো অভিষেক ঘটিয়েছিলেন জোড়া গোলের মাধ্যমে। তারপর সিআরসেভেন সৌদি প্রো লিগের অভিষেক হোক বা সৌদি কাপের সেমিফাইনালে নজর কাড়তে পারেননি। গোলের মুখ যেমন দেখেননি তারকা, তেমন দলও সেমিতে হেরে বসেছে আল ইত্তিহাদের বিপক্ষে।
আরও পড়ুন: সৌদিতে সই করে মেসিকে টেক্কা দিয়েছেন রোনাল্ডো! বিষ্ফোরক মন্তব্যে হাসির খোরাক ‘কুখ্যাত’ সাংবাদিক
সেই ম্যাচেই ১-৩ গোলে হারের জন্য রোনাল্ডোকে পরোক্ষে দায়ী করেছিলেন কোচ গার্সিয়া। ম্যাচে সুপারস্টার একটি সহজ সিটার নষ্ট করেন। ম্যাচের পরেই বিষ্ফোরকভাবে গার্সিয়া যে জন্য বলে দেন, "যে ঘটনা ম্যাচের মোড় ঘুরিয়ে দিল, তা হল প্রথমার্ধে রোনাল্ডোর গোলের সুযোগ নষ্ট করা।"
Read the full article in ENGLISH