scorecardresearch

একই রাতে জোড়া পুরস্কার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সোমবার রাতে প্য়ারিসে ব্য়ালন ডি’অরের অনুষ্ঠানে আসেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বাজিমাত করেছেন লিওনেল মেসি। ভোটের বিচারে সিআর সেভেন বিশ্বের তৃতীয় সেরা ফুটবলার হয়েছেন তিনি।

Cristiano Ronaldo won the Serie A Player of the Year award
একই রাতে জোড়া পুরস্কার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সোমবার রাতে প্য়ারিসে ব্য়ালন ডি’অরের অনুষ্ঠানে আসেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বাজিমাত করেছেন লিওনেল মেসি। ভোটের বিচারে সিআর সেভেন বিশ্বের তৃতীয় সেরা ফুটবলার হয়েছেন তিনি।

রোনাল্ডো প্য়ারিসে যাননি ঠিকই, কিন্তু ছিলেন মিলানে। আর সেখান থেকে তিনি একটি নয়, জোড়া ট্রফি নিয়েই। সেরি-আ-র বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি সেরা স্ট্রাইকারও হয়েছেন তিনি। এই প্রথমবার মহিলাদেরও পুরস্কৃত করল সেরি আ। রোমার ইতালিয়ান ফরোয়ার্ড ম্য়ানুয়েলা জিউগ্লিয়ানো সেরার সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন।

আরও পড়ুন-Ballon d’Or: মেসির ক্য়াবিনেটে এল ষষ্ঠ ট্রফি, মহিলাদের সেরা মেগান র‌্যাপিনো

 

২০১৮ সালের জুলাইয়ে রোনাল্ডো জুভেন্তাসে যোগ দেন। রিয়ালের সঙ্গে ন’বছরের সম্পর্ক ছিন্ন করে স্পেন ছেড়ে ইতালিতে আসেন তিনি। ইতালি অভিষেকেই ক্লাবকে সেরি-আ ট্রফি দেন তিনি। ৩৪ বছরের ফুটবলার জুভেন্তাসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২৮টি গোল। এর মধ্য়ে সেরি-আতে রয়েছে ২৩টি।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Cristiano ronaldo won the serie a player of the year award