scorecardresearch

রোনাল্ডোর সঙ্গে ভিডিও রয়েছে, মহাতারকাকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য মডেলের

রোনাল্ডোর ভিডিও ফাঁসের হুমকি এবার মডেলের

রোনাল্ডোর সঙ্গে ভিডিও রয়েছে, মহাতারকাকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য মডেলের

নারীসঙ্গে জড়িয়ে বারবার বিতর্কের মুখে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইরিনা শায়েক থেকে প্যারিস হিল্টন বহু নামিদামি মডেল সেলেবের সঙ্গে নাম জুড়ে গিয়েছে মহাতারকার। বর্তমানে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে চুটিয়ে লিভ-ইন করছেন। রয়েছে পাঁচ সন্তানও। ২০১০-এ প্ৰথমবার বাবা হন রোনাল্ডো। ক্রিশ্চিয়ানো জুনিয়রের মায়ের পরিচয় যদিও আজকেও রহস্যে ঢাকা রয়েছে। ২০১৭-য় সারোগেসির মাধ্যমে জমজ সন্তান ইভা এবং মাতেও-কে স্বাগত জানান।

বান্ধবী জর্জিনার সঙ্গে রোনাল্ডোর প্ৰথম সন্তান আলানা। ২০১৭-য় জন্ম হয় আলানার। রোনাল্ডো-জর্জিনার এক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সময়েই মৃত্যু ঘটে।

মা, বান্ধবী, সন্তানদের সঙ্গে ভরা সংসার স্বত্ত্বেও রোনাল্ডো সম্প্রতি জোড়া কাণ্ডে ফেঁসে গিয়েছেন। ভেনেজুয়েলার এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর জানিয়েছেন, বিশ্বকাপের ঠিক আগে রোনাল্ডোর সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক হয়েছিল।

আরও পড়ুন: রোনাল্ডোর সঙ্গে হোটেলের বিছানায় অস্থির গরম মুহূর্ত! মহাতারকার সঙ্গম-কাহিনী ফাঁস করে ঝড় লাস্যময়ীর

ভেনেজুয়েলার ব্লগারের পর এবার রোনাল্ডোকে নিশানা করলেন এবার চিলির মডেল ড্যানিয়েলা শ্যাভেজ (Daniella Chavez)। জানিয়ে দিলেন, তাঁর কাছে রোনাল্ডোর পর্ণ ভিডিও রয়েছে। নিজের টুইটার হ্যান্ডেল থেকে চিলির মডেল বোমা ফাটান। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে টার্গেট করে শ্যাভেজের টুইট, “যদি কোনও ব্যক্তি তাঁর পার্টনার ছাড়া অন্য কারোর সঙ্গে যৌন সম্পর্ক করেন এবং সেই সঙ্গী যদি খোলামেলা মনের মানুষ হন, তাহলে কী সেটা প্রতারণা বলে গণ্য হবে? তাহলে কি আমি এবং ক্রিশ্চিয়ানো বিশ্বাসঘাতক? এটা স্রেফ যৌনতার সম্পর্ক ছিল।”

তবে রোনাল্ডোর ব্যক্তিগত পরিসরকে সম্মান জানিয়ে কখনই তিনি সেই ভিডিও ফাঁস করবেন না বলে জানিয়েছেন। বিষ্ফোরক ভঙ্গিতে মেসির নাম-ও উঠে এসেছে শ্যাভেজের টুইটে, “এমন কোনও কিছু সংযোজন করার প্রয়োজন নেই যা সত্যি নয়। এমন অনেক মহিলাদের জানি যাঁরা আর্জেন্টিনার এক বিখ্যাত ১০ নম্বর জার্সিধারীর সঙ্গে ডেটিং করেছিলেন। এই ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য ভিডিও রয়েছে আমার হাতে। তবে এটা কখনই আপলোড করব না। এটা ব্যক্তিগত বিষয় এবং আমাদের শরীরে জামাকাপড় ছিল না।”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Cristiano ronaldos affair with chilean model daniella chavez x rated video