scorecardresearch

রোনাল্ডোর সঙ্গে সময় কাটিয়েছেন! মহাতারকার ‘কাহিনী’ ফাঁস করে ঝড় তুললেন মডেল

রোনাল্ডোর পরকীয়া সামনে চলে এল বিষ্ফোরকভাবে

Ronaldo 3

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মানেই ক্যাসানোভা। বারেবারেই নারীসঙ্গে জড়িয়ে পড়েছেন তিনি। ধর্ষনের অভিযোগেও বিদ্ধ হতে হয়েছে মহাতারকাকে। কেরিয়ারের শেষ লগ্নে পৌঁছে সিআরসেভেন খেলতে গিয়েছেন সৌদি আরবের আল নাসেরে। সেখানে গিয়েও নারী-কাণ্ডে উঠে এল।পর্তুগিজ তারকাট নাম।

তবে আল নাসেরে খেলার সময় ঘটনা প্রকাশ্যে এলেও আসল কাণ্ড নাকি গত বছরের। এমনটাই দাবি ভেনেজুয়েলার ব্লগারের। ভেনেজুয়েলান ইনফ্লুয়েন্সর জর্জিলায়ার দাবি গত বছরেই রোনাল্ডোর সঙ্গে এক হোটেলের বিছানায় সময় কাটিয়েছেন তিনি।

বিশ্বকাপে সময়টা মোটেই ভালো যায়নি বিখ্যাত ৭ নম্বর জার্সিধারীর। দল নকআউটে পৌঁছলেও মরোক্কার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল। রোনাল্ডো জাতীয় দলের হয়েও আর প্ৰথম একাদশে জায়গা ধরে রাখতে পারেননি।

ভেনেজুয়েলান সেই ইনফ্লুয়েন্সর জানিয়েছেন, পর্তুগাল কাতার বিশ্বকাপের জন্য যেখানে ট্রেনিং ক্যাম্প করেছিল সেই ভিলা নোভা দি গাইয়া-র সলভার্ডে হোটেলে তাঁর সঙ্গে গভীর সময় কাটিয়েছেন রোনাল্ডো।

ব্রিটিশ প্রচারমাধ্যম দ্যা সানের রিপোর্টে বলা হয়েছে, রোনাল্ডো নাকি ইন্সটা-য় জর্জিলায়ার ছবি দেখে তাঁকে হোটেলের রুমে আমন্ত্রণ জানান। ভেনেজুয়েলান কন্যাও প্রিয় তারকার সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে ছিলেন। সঙ্গেসঙ্গেই আমন্ত্রণ রক্ষা করতে তিনি পৌঁছে যান রোনাল্ডোর রুমে। তিনি ভেবেছিলেন, কাছ থেকে আরও ভালোভাবে জানতে পারবেন ফুটবল সুপারস্টারকে। রোনাল্ডোর সঙ্গে সেলফি তোলার জন্যও মুখিয়ে ছিলেন জর্জিলায়া। তবে শেষমেশ সেই সাক্ষাৎ দাঁড়ায় শারীরিক সম্পর্কে।

জর্জিলায়া জানিয়েছেন, পারস্পরিক সহমতের ভিত্তিতেই শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন তিনি। তবে ইদানিং তিনি উপলব্ধি করতে পারছেন, রোনাল্ডোর প্রভাব এবং খ্যাতির কাছে কার্যত নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম একাউন্টে রোনাল্ডোর সঙ্গে নিজের বেশ কিছু অন্তরঙ্গ ছবি শেয়ার করেন জর্জিলায়া। দুটো ছবিতে রোনাল্ডোকে দেখা গিয়েছে লাস্যময়ীকে নিজের বাহুতে আটকে রাখতে। অন্য এক ছবিতে আবার দেখা যাচ্ছে জর্জিলায়া চুম্বন করতে উদ্যত হয়েছেন রোনাল্ডোকে। সিআরসেভেন সেই ছবি তোলার সময় যে বেশ অস্বস্তিতে ছিলেন তা অভিব্যক্তিতেই প্রকট।

রোনাল্ডোর তরফে অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Cristiano ronaldos affair with venezuelan blogger georgina rodriguez