/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/Cristiano-Ronaldo.jpg)
রোনাল্ডোকে বর্ষসেরা না-বাছায় উয়েফাকে একহাত নিলেন মেন্ডিস
২০১৩-১৪ মরসুমের পর শেষ দু’বারই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতেই উঠেছিল উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। কিন্তু ২০১৭-১৮ মরসুমে উয়েফা রোনাল্ডোকে মরসুমের সেরা ফরোয়ার্ড হিসেবে বেছে নিয়েছে। সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন রোনাল্ডোরই প্রাক্তন সতীর্থ রিয়াল মাদ্রিদের লুকা মডরিচ। আর এই সিদ্ধান্তটা মেনে নিতে পারেননি সিআর সেভেনের সুপার এজেন্ট জর্জ মেন্ডেস। উয়েফার ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।
পর্তুগিজ সংবাদপত্র ‘রেকর্ড’-এ মেন্ডেস বলেছেন, “ রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগে ১৫টা গোল করেছে। রিয়ালকে আবারও একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছে। উয়েফার এই অদ্ভূত সিদ্ধান্ত অত্যন্ত বিরক্তিকর। এটাতে কোনও সন্দেহ নেই যে, কে প্রকৃত বিজেতা। রোনাল্ডোই এই জায়গায় সেরা।”
আরও পড়ুন: ”ক্ষমতায় থাকলে ৩৩ বছরের রোনাল্ডোর পেছনে এত টাকা কখনই খরচ করতাম না”: প্রাক্তন জুভেন্তাস ম্যানেজার
Keylor Navas ????
Luka Modrić ????????
Sergio Ramos ????#UEFAawards#UCLdrawpic.twitter.com/QvbSCQEstr— UEFA Champions League (@ChampionsLeague) August 30, 2018
চ্যাম্পিয়ন্স লিগের কোচ ও ইউরোপের আমন্ত্রিত সাংবাদিকদের ভোটের ভিত্তিতে উয়েফা সেরা ফুটবলার বেছে নেয়। বিশ্বকাপে দেশেকে রানার্স করা ক্রোয়েশিয়ার ক্যাপ্টেন ৩১৩ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়েছেন। রোনাল্ডোকে ছাপিয়ে গিয়েছেন তিনি। তৃতীয় হয়েছেন প্রিমিয়র লিগে বর্ষসেরা হওয়া লিভারপুলের মহম্মদ সালাহ। চ্যাম্পিয়ন্স লিগের সুবাদেই উয়েফার মঞ্চে আলো ছড়ালেন রিয়ালের ফুটবলাররা। সেরা গোলকিপার হয়েছেন কিলর নাভাস। রক্ষণভাগের সেরা হয়েছেন সের্জিও র্যামোস। এদিনই আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের ড্র ঘোষণা হয়েছে। গ্রুপ এইচে রোনাল্ডোর প্রাক্তন ও বর্তমান ক্লাবকে রাখা হয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও জুভেন্তাস রয়েছে এই দলে। আবার একবার ওল্ড ট্র্যাফোর্ড দেখবে সিআর সেভেনকে।
The official result of the #UCLdraw! ????
Toughest group? ???? pic.twitter.com/G6rPKtQuU8
— UEFA Champions League (@ChampionsLeague) August 30, 2018
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us