Advertisment

জানুয়ারিতেই মাঠে মেসি বনাম রোনাল্ডো! আরবের ক্লাবে CR7 সই করতেই এল বিরাট আপডেট

মেসির বিরুদ্ধে এবার মাঠে নামছেন রোনাল্ডো

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের আল নাসের-এ সই করার পরেই জোরালো গুঞ্জন শুরু হয়ে গেল মেসির বিরুদ্ধে খেলতে নামা নিয়ে। জানুয়ারিতে সম্ভবত দুই তারকা পরস্পরের মুখোমুখি হবেন ক্লাবের জার্সিতে। একাধিক রিপোর্টে বলা হচ্ছে, পিএসজি জানুয়ারিতে সৌদি আরব রওনা হচ্ছে সৌদির আল নাসেরের বিরুদ্ধে এক ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। সৌদি লিগে খেলা আল নাসের এবং আল হিলাল-এর বাছাই একাদশ মুখোমুখি হবে পিএসজির। শুক্রবারই রোনাল্ডো বিরাট টাকার চুক্তিতে সই করেছেন সৌদি আরবের আল নাসের ক্লাবে।

Advertisment

২০২৫-এর জুন পর্যন্ত সৌদি আরবের ক্লাবে সিআরসেভেনের চুক্তি সম্পন্ন হতেই আল নাসের ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে পাঁচবারের ব্যালন ডি'ওর জয়ী তারকার ছবি পোস্ট করেন। যে ছবিতে সৌদির ক্লাবের জার্সি ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মহাতারকাকে। ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, "এই চুক্তি যে কেবলমাত্র আমাদের সাফল্যকে অনুপ্রাণিত করবে, তা নয়, গোটা লিগ, আমাদের দেশ এবং ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে।"

আরও পড়ুন: হালান্ড এখনও আমার লেভেলে আসেনি! এমবাপের তীব্র অপমানের জবাবে এবার পাল্টা Man City তারকার

পিয়ার্স মর্গ্যানকে দেওয়া বিষ্ফোরক সাক্ষাৎকারে রোনাল্ডো কোচ এরিক টেন হ্যাগ এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তাদের তুলোধোনা করেছিলেন। তারপরেই ক্লাবের শৃংঙ্খলাভঙ্গের জন্য সাময়িকভাবে সাসপেন্ড করা হয় মহাতারকাকে। পরে সিজনের মাঝপথেই চুক্তি ছেঁটে ফেলা হয় ম্যান ইউয়ের তরফ থেকে। ক্লাব ছেড়ে দেওয়ার পর ফ্রি এজেন্ট হিসাবেই ছিলেন। সেই অবস্থাতেই দেশের হয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে শোচনীয় বিপর্যয়ের মুখোমুখি হতে হয় তাঁকে।

আরও পড়ুন: মেয়েদের সম্মান করতে শেখো! মার্টিনেজের মা-কে গাল পাড়তেই ফ্রান্স তারকাকে ঝটকা দি মারিয়ার বউয়ের

অন্যদিকে, লিওনেল মেসি দেশকে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসাবে নিজের দাবিকে আরও প্রতিষ্ঠিত করেছেন। ছাপিয়ে গিয়েছেন সমসাময়িক তারকা তো বটেই সর্বকালের একের পর এক কিংবদন্তিকে। গত দেড় দশক ধরেই মেসির সঙ্গে বারবার তুলনায় মাপকাঠিতে ফেলা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তবে কাতার বিশ্বকাপ সেই তুলনায় ছেদ ফেলে দিয়েছে। মেসিকে সর্বকালের শ্রেষ্ঠ সম্মান দিয়েছে কাতারের ফুটবল যজ্ঞ।

Cristiano Ronaldo PSG Lionel Messi
Advertisment