শনিবার উরুগুয়ের কাছে ২-১ হেরেই বিশ্বকাপের নক-আউট থেকে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ফুটবলের শ্রেষ্ঠ আসর থেকে ছিটকে গিয়েও রোনাল্ডো জিতেছেন মানুষের মন।
এদিন বিশ্বকাপের অন্যতম সেরা মুহূর্তটা রোনাল্ডোই উপহার দিলেন খেলার মাঠে । সোচির ফিস্ত স্টেডিয়ামে চোট পেয়ে ৭৪ মিনিটে মাঠ ছাড়তে হয় কাভানিকে। তাঁর জোড়া গোলেই এদিন পর্তুগালের বিদায়ঘণ্টা বেজে যায়। কিন্তু রোনাল্ডো এদিন আরও একবার বুঝিয়ে দিলেন হার-জিতের অনেক উপরে স্পোর্টসম্যানশিপ। কাভানিকে খোঁড়াতে দেখে ছুটে আসেন সিআর সেভেন।
The picture of the World Cup so far - Cristiano Ronaldo helping off an injured Edinson Cavani pic.twitter.com/cNkw69uTUX
— Jonas Giæver (@CheGiaevara) June 30, 2018
কাভানির হাতটা নিজের কাঁধে তুলে নিয়ে তাঁকে ছেড়ে দিয়ে আসেন সাইডলাইন পর্যন্ত। চলতি টুর্নামেন্টে স্পোর্টসম্যানশিপের সেরা বিজ্ঞাপনটা দিয়ে দিলেন সিআর সেভেন। রোনাল্ডোর এই ছোট্ট অথচ দাগ কেটে যাওয়ার মতো খেলোয়াড়চিত আচরণ নিয়েই কথা বলছেন সবাই। ইন্টারনেটের মন জয় করে নিয়েছেন সিআর সেভেন।
#PORURU #Russia2018
Great Sportsmanship by Ronaldo to help a injured Cavani off the field— @Georgebakhos1 (@GeorgeBakhos1) July 1, 2018
আরও পড়ুন:FIFA world cup 2018: নক্ষত্র পতন; মেসির পর রোনাল্ডোকেও হারাল বিশ্বকাপ
রোনাল্ডোর এই স্পোর্টসম্যান স্পিরিটের নজির এই প্রথম নয়। মাস দুয়েক আগের ঘটনা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল লিভারপুল। হাইভোল্টেজ এই ম্যাচে সের্জিও র্যামোসের কড়া ট্যাকেলে চোখের জলে মাঠ ছাড়তে হয়েছিল লিভারপুলের স্টার মহম্মদ সালাহকে। তখনও ছুটে এসেছিলেন সেই রোনাল্ডো। গালে সহমর্মীতার হাত ছুঁইয়ে সালাহর সঙ্গেই ছিলেন তিনি।
#PORURU #Russia2018
Great Sportsmanship by Ronaldo to help a injured Cavani off the field— @Georgebakhos1 (@GeorgeBakhos1) July 1, 2018
You can be rivals but not necessarily enemies .. the best examples of sportsmanship #Legends all the way Ronaldo - Cavani .. Messi - Mbappe #FifaWorldCup18 #URUPOR #FRAARG pic.twitter.com/CTIuCv7NZV
— Randeep Hooda (@RandeepHooda) June 30, 2018
চোট পেয়ে ফাইনালের মঞ্চ ছেড়ে বেরিয়ে আসার কষ্টটা সম্ভবত সিআর সেভেনের চেয়ে ভাল কেউ বোঝেন না। ২০১৬-র ইউরো কাপের ফাইনালে মাত্র ২৪ মিনিটেই মাঠ ছাড়তে হয়েছিল পর্তুগিজ ক্যাপ্টেনকে। ফরাসি ফুটবলার দিমিত্র পায়েতের কড়া ট্যাকেলে মারাত্মক জখম হন তিনি। চোখের জলে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন রোনাল্ডো। এরপর থেকে বিপক্ষের ফুটবলারেরও তাঁর মতো করুণ দশা হলেই ছুটে যান রোনাল্ডো।