Advertisment

রোনাল্ডোর উপস্থিতি দলের কাছে সমস্যার! বিষ্ফোরক স্বীকারোক্তিতে বিতর্ক ওস্কালেন আল নাসেরের ব্রাজিলীয় তারকা

রোনাল্ডোর জন্যই বারবার বিপদে পড়ছে আল নাসের, একী বললেন আল নাসেরের ব্রাজিলীয় ফুটবলার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সৌদি আরবে রোনাল্ডোর কেরিয়ার এবার ইউটার্ন নিল। রোনাল্ডোর ব্রাজিলীয় সতীর্থ লুইস গুস্তাভো জানিয়ে দিয়েছেন, রোনাল্ডোর উপস্থিতি আল নাসেরের জন্য আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

Advertisment

গুস্তাভো আরটি আরাবিক চ্যানেলে বলে দিয়েছেন, "রোনাল্ডোর উপস্থিতি আমাদের জন্য কঠিন পরিস্থিতি হাজির করেছে। সকল দলই এখন সংঘবদ্ধ হয়ে ওঁকে টার্গেট করছে। রোনাল্ডোও বাকিদের উদ্দীপনা জোগাচ্ছেন।"

পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী মহাতারকা সৌদি প্রো লিগে অবশেষে গোলের দেখা পেয়েছেন আল ফাতেহ ম্যাচে। আল ফাতেহ-র বিরুদ্ধে রোনাল্ডো শেষ লগ্নে পেনাল্টি থেকে গোল করে ২-২ ড্র করতে সাহায্য করেন। আল নাসেরের জার্সিতে সেটাই ছিল রোনাল্ডোর প্ৰথম গোল। তার আগে টানা সুপারফ্লপ হয়েছেন মহাতারকা।

প্রতিপক্ষের আক্রমণের মূল লক্ষ্যই হয়ে দাঁড়াচ্ছেন সিআরসেভেন। সমস্যা সত্ত্বেও রোনাল্ডো দলকে সাহায্য করছেন। কীভাবে, সেটাই জানাচ্ছেন ব্রাজিল জাতীয় দলের প্রাক্তন তারকা লুইজ গুস্তাভো। জানাচ্ছেন, "আল নাসেরে রোনাল্ডোর উপস্থিতি দারুণ সংযোজন। কারণ আমরা প্রতিনিয়ত ওঁর কাছ থেকে শিখছি। শারীরিকভাবে টেকনিক্যাল বিভিন্ন বিষয় আমরা শেখার সুযোগ পাচ্ছি।"

গুস্তাভোর আরও সংযোজন, "চ্যালেঞ্জের জন্যই যেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বানানো হয়েছিল। সেই চ্যালেঞ্জ অতিক্রম করে ও বরাবর সফল হয়েছে। ও এখানে দলকে কী উপহার দেবে, সেটার জন্যই সবাই অধীর আগ্রহে অপেক্ষায়। ও প্ৰথম গোল করে ফেলায় এখন অনেকটাই চাপমুক্ত।"

Read full article in ENGLISH

Cristiano Ronaldo Cristinao Ronaldo saudi arabia Saudi Arab
Advertisment