ফিফার কাছ থেকে প্রাপ্য সম্মান পায়নি ক্রোয়েশিয়া। তাই এবার ফিফার বর্ষসেরার বাছাইয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকলেন ক্রোয়েশিয়ান কোচ জলাটকো দালিচ। প্যারিসে গালা অনুষ্ঠানে মেসির হাতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার তুলে দিয়েছে ফিফা।
কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর ৩৫ বছরেও ফিফার বর্ষসেরার খেতাব পেয়েছেন মেসি। অন্যদিকে রিয়েল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো করিম বেঞ্জিমার ফিফার বর্ষসেরার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। দুইয়ে বেঞ্জিমার জাতীয় দলের সতীর্থ এমবাপে।
আরও পড়ুন: ফিফায় ‘শত্রু’ মেসিকে কেন ভোট! বড় ‘অপরাধে’ রিয়েল মাদ্রিদে একঘরে কৃষ্ণাঙ্গ আলাবা
বর্ষসেরার বাছাই তালিকায় থাকা ফুটবলারদের ভোট দেন ফিফার সদস্য দেশগুলির জাতীয় দলের ক্যাপ্টেন এবং কোচ। এছাড়াও বাছাই কিছু সাংবাদিক এবং সমর্থকরাও এই ভোটিং প্রক্রিয়ায় অংশ নেন। এরপরে ফিফার নির্ধারিত প্যানেল বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করে।
তবে এই ভোটপ্রক্রিয়াতেই অংশ নেননি ক্রোয়েশিয়ান কোচ দালিচ। ক্রোয়েশিয়ান ফুটবল সংস্থার প্রকাশ করা এক বিবৃতিতে দালিচ জানিয়েছেন, "ক্রোয়েশিয়ার প্রতি ফিফার বিমাতৃসুলভ আচরণে আমি অত্যন্ত হতাশ। কারণ আমি দৃঢ়ভাবে বলছি আমরা যা অর্জন করেছি, তাতে ফুটবলের নিয়ামক সংস্থার কাছ থেকে আমাদের আরও সম্মান প্রাপ্য।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায় নিশ্চিত করে ক্রোয়েশিয়া। শেষমেশ সেমিফাইনালে ক্রোটদের রূপকথার দৌড় থেমে যায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে। ফিফার বর্ষসেরার বাছাইয়ে লুকা মদ্রিচ চতুর্থ স্থানে রয়েছেন। এই আগে ২০১৮-য় ফাইনালে পৌঁছয় ক্রোয়েশিয়া। তবে ফ্রান্সের কাছে হেরে রানার্স হয় ক্রোটরা। সেবার ক্রোয়েশিয়া ক্যাপ্টেন লুকা মদ্রিচ ফিফার বর্ষসেরার পুরস্কার পান। ২০১৮-য় বর্ষসেরা কোচের তালিকায় তৃতীয় হওয়া দালিচ জানিয়েছেন ফিফা ক্রোয়েশিয়ার ফুটবলারদের এবার পাত্তাই দেয়নি।
আরও পড়ুন: মেসির হাতেই বর্ষসেরার ট্রফি! হিংসায় জ্বলেপুড়ে এই কাণ্ড করলেন রোনাল্ডো, ফাঁস করল FIFA
তিনি প্রশ্ন করছেন, "এই বর্ষসেরা একাদশ তালিকায় মাতেও কোভাসিচের কি সত্যিই জায়গা হয় না? চেলসির হয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া, কাতারে দুর্ধর্ষ খেলার কি কোনও দামই নেই? জসকো গার্দিওলের নাম কোথায়? আর এত কিছু করার পরেও ফিফার সেরা পাঁচ গোলকিপারের তালিকায় কি ডমিনিক লিভাকোভিচের জায়গা হয় না? এই সব বিষয় বিবেচনা করেই ফিফার ভোটিংয়ে অংশ নেওয়া থেকে বিরত থাকলাম।"
ফিফাকে আরও বিব্রত করে দালিচ বিষ্ফোরকভাবে জানিয়েছেন, "ওয়ার্ল্ড কাপে যে টাইম স্লটে আমাদের খেলতে হল এবং রেফারিংয়ের মান বিশেষ করে সেমিফাইনাল ম্যাচে- আমাদের মনে হচ্ছে আমরা ফিফার থেকে পর্যাপ্ত সম্মান পাচ্ছি না।"
ফিফার তরফে অবশ্য ক্রোয়েশিয়ান দলের এমন বিস্ফোরক অভিযোগের জবাব দেওয়া হয়নি।
Read the full article in ENGLISH