Croatia vs Denmark Score FIFA World Cup 2018: বিশ্বকাপে শেষ আটে ওঠার লড়াইয়ে ফেভারিট টিম ছিল ক্রোয়েশিয়াই। ড্য়ানিশ ফুটবলারদের সঙ্গে রূদ্ধশ্বাস লড়াইয়ের শেষে নিজেদের ফেভারিট তকমাকে সম্মান জানিয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন মদ্রিচরা। স্পেন-রাশিয়া নকআউটের ম্য়াচের মতোই পেনাল্টি শ্য়ুটআউটের মুখোমুখি হতে হয়েছিল ডেনমার্ক ও ক্রোয়েশিয়ার গোলরক্ষকদের। দুরন্ত ফর্মে থেকে দুই গোলরক্ষকই টাইব্রেকারে ম্য়াচের উত্তেজনা দ্বিগুণ করে দিয়েছিলেন। কিন্তু শেষমেশ ক্রোয়েশিয়ার ইভান রাকিতিচের কাছে হার মানতে হল ডেনমার্কের গোলরক্ষককে। পেনাল্টি শ্য়ুটআউটে গোল করে ম্য়াচের নায়ক হয়ে রইলেন ইভান।
এদিন ম্য়াচ শুরুর ১ মিনিটের মাথায় প্রথমে ইয়োর্গেনসেনের গোলে ১-০ ব্য়বধানে এগিয়ে যায় ড্য়ানিশরা। এরপর গোল শোধ করতে বেশি দেরি করেনি ক্রোয়েশিয়া। ম্য়াচের ৪ মিনিটের মাথায় ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন মান্দজুকিচ। খেলা শুরুর ৪ মিনিটের মধ্য়েই দুই গোল, এ নিয়ে দ্বিতীয় বার এমন ঘটনার সাক্ষী হল বিশ্বকাপ ফুটবল। এরপর ১-১ ব্য়বধানে থেকে কেউ কাউকে এতটুকুও জায়গা ছাড়েনি। এমনকি নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও খেলার ফয়সালা হয়নি। অতিরিক্ত সময়ের খেলায় একবার পেনাল্টি মিস করেন মদ্রিচ। শেষমেশ টাইব্রেকারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তাতেও একে অপরকে ভালই টেক্কা দেয় দুই দল।
Croatia vs Denmark Score FIFA World Cup 2018 : Croatia vs Denmark in World Cup 2018: Read in English
2.16 AM: নাটকীয় ভাবে ৩-২ গোলে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া।
2.14 AM: টাইব্রেকারে খেলার ফল ২-২
Pivaric sees his saved too! Anything Subasic can do, Schmeichel can match! Stunning!#CRODEN
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 1, 2018
2.12 AM: টাইব্রেকারে ২-১ গোলে এগিয়ে ডেনমার্ক।
2.07 AM: দুই গোলরক্ষকের কাছে অগ্নিপরীক্ষা! শুরু টাইব্রেকার।
2.02 AM: স্পেন-রাশিয়া ম্য়াচের মতোই ক্রোয়েশিয়া-ডেনমার্ক ম্য়াচের ভাগ্য় নির্ভর করছে পেনাল্টি শ্য়ুটআউটের উপর। অতিরিক্ত সময় পার হলেও, খেলার ফয়সালা হল না।
1.57 AM: পেনাল্টি মিস করলেন মদ্রিচ, খেলার ফল ১-১
DRAMA! KASPER SCHMEICHEL SAVES A PENALTY!
Ante Rebic was brought down, but Luka Modric couldn't convert! ????
Does this mean even more penalties?!?#CRODEN pic.twitter.com/kOqn2caoc6
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 1, 2018
1.40 AM: গোলের অপেক্ষায় স্টেডিয়াম। চলছে অতিরিক্ত সময়ের খেলা, এখনও ফয়সালা হল না ক্রোয়েশিয়া-ডেনমার্ক ম্য়াচের।
1.21 AM: ক্রোয়েশিয়া-ডেনমার্ক ম্য়াচও গড়াল অতিরিক্ত সময়ে। নির্ধারিত সময়ের মধ্য়ে ম্য়াচের রফা হল না, খেলার ফল ১-১
1.10 AM: গোলের দেখা নেই, ৮০ মিনিটের শেষে খেলার ফল ১-১
12.50 AM: ৬০ মিনিট পার, খেলার ফল ক্রোয়েশিয়া ১, ডেনমার্ক ১
12.30 AM: ক্রোয়েশিয়া-ডেনমার্ক ম্য়াচের টুকরো মুহূর্ত
12.15 AM: প্রথমার্ধের খেলা শেষ, ক্রোয়েশিয়া ১, ডেনমার্ক ১
That start really was something ????#CRODEN pic.twitter.com/HBWyIzYJDU
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 1, 2018
11.56 PM: ম্য়াচের শুরুতেই আক্রমণাত্মক দুই দল।
The phrase "good things come to those who wait" clearly hasn't been translated into Croatian ????????#CRODEN pic.twitter.com/CECY6b24Is
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 1, 2018
Have you calmed down now, #CRO & #DEN?
Two goals inside the first four minutes, from a Social Media point of view, is a bit much! ????
*Quietly has a word with oneself to up their game*#CRODEN pic.twitter.com/ZHMmjDDuZH
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 1, 2018
11.37 PM: মান্দজুকিচের হাত ধরে ৪ মিনিটের মাথায় গোল শোধ করল ক্রোয়েশিয়া, খেলার ফল ১-১
What is going on!?#CRO have already equalised!#CRODEN 1-1 pic.twitter.com/J64ZMyuvvO
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 1, 2018
11.31 PM: খেলার শুরুতেই গোল! ১-০ গোলে এগিয়ে ডেনমার্ক। ১ মিনিটের মাথায় গোল ইয়োর্গেনসেনের।
#DEN GOAL!
What a start!#CRODEN 0-1 pic.twitter.com/9kQrrmoP41
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 1, 2018
11.28 PM: রেডি স্টেডি গো...
Heart-rate back to normal? Sounds like you're ready for another serving of #WorldCup action, then!
TV listings ???? https://t.co/xliHcye6wm
Live Blog ???? https://t.co/tnoXzqLc1L #CRO ???? @FIFAWorldCupCRO#DEN ???? @FIFAWorldCupDEN
#⃣ #CRODEN pic.twitter.com/mD60u8aMnT— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 1, 2018
11.20 PM: আর কিছুক্ষণের মধ্য়েই শুরু খেলা। পরিবেশিত হল দু'দেশের জাতীয় সংগীত।
ক্রোয়েশিয়া যতই ফেভারিট হোক না কেন, ম্য়াচের ৯০ মিনিটেই ফয়সালা করার হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন ড্য়ানিশ তারকা এরিকসন।