Advertisment

MS Dhoni-CSK: অথৈ জলে চেন্নাইয়ে ধোনির ভবিষ্যত! আচমকা বিক্রি হয়ে গেল শ্রীনির India Cements

CSK ownership: ২০১৫ সাল থেকেই সিএসকে আইপিএলে অংশ নিচ্ছে পৃথক সংস্থা চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড (CSKCL) নামে। অধিগ্রহণ পর্বের চুক্তিতে সিএসকেকে আলাদা রাখা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Chennai Super Kings, CSK ownership not affected, UtraTech Cements, IPL franchise CSK, Dhonis CSK, indian express news

এমএস ধোনি, চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক। (ফাইল ছবি)

CSK ownership not affected: রবিবারই ইন্ডিয়া সিমেন্টস অধিগ্রহণ পর্ব সমাপ্ত করেছে আল্ট্রাটেক সংস্থা। তবে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ এন শ্রীনিবাসন এবং তাঁর পরিবারের হাতেই থাকবে। এমনটাই জানা গিয়েছে সূত্রে।

Advertisment

২০১৫ সাল থেকেই সিএসকে আইপিএলে অংশ নিচ্ছে পৃথক সংস্থা চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড (CSKCL) নামে। অধিগ্রহণ পর্বের চুক্তিতে সিএসকেকে আলাদা রাখা হয়েছে। তবে এই মুহূর্তে মহেন্দ্র সিং ধোনির পজিশন কী হবে, তা চূড়ান্ত নয়। ধোনি ইন্ডিয়া সিমেন্টস-এর ভাইস প্রেসিডেন্ট। ধোনি ছাড়াও ইন্ডিয়া সিমেন্টস-এর সঙ্গে চুক্তি রয়েছে আর অশ্বিন, রাহুল দ্রাবিড়ের মত মহারথীদেরও।

রবিবার সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে অল্ট্রাটেক-এর তরফে জানানো হয়, প্রোমোটারদের কাছ থেকে ইন্ডিয়া সিমেন্টস-এর ৩২.৭২ শতাংশ অংশীদারিত্ব কিনে নিচ্ছে আল্ট্রাটেক। তবে এই চুক্তির আওতায় পড়ছে না চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড (CSKCL)। আইপিএলে স্বার্থ সংঘাতের অভিযোগ ওঠার পরেই ইন্ডিয়া সিমেন্টস থেকে বিচ্ছিন্ন করে পৃথক সংস্থা হিসাবে গড়ে তোলা হয় চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড (CSKCL)। বোর্ডের সমস্ত দায়িত্ব থেকেও অব্যাহতি নিতে হয় ইন্ডিয়া সিমেন্টস-এর মালিক এন শ্রীনিবাসনকে।

চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড-এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে জানা যাচ্ছে এন শ্রীনিবাসনের ইন্ডিয়া সিমেন্টস-এর ২৯ শতাংশ অংশীদারিত্ব রয়েছে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির সংস্থায়। তামিলনাড়ু ক্রিকেট সংস্থায় প্রশাসক হিসাবে এন শ্রীনিবাসন কন্যা রুপা গুরুনাথ যুক্ত হওয়ার সঙ্গেসঙ্গেই গোটা হোল্ডিং ছিল ইন্ডিয়া সিমেন্টস শেয়ারহোল্ডার ট্রাস্ট-এর অধীনে। যে অংশ আবার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকা ক্রিকেটারদের সাহায্য করার উদ্দেশ্যে গড়া হয়েছিল। পরবর্তীতে রুপা গুরুনাথ তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর পর অংশীদারিত্বের ২৯ শতাংশ ফেরত যায় শ্রীনিবাসনের পরিবারের কাছে। সিএসকের বার্ষিক আর্থিক রিপোর্টে এই বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, শ্রীনিবাসন এবং তাঁর পরিবারের হাতে রয়েছে CSKCL-এর ২৮.১৪ শতাংশ শেয়ার। তবে ইন্ডিয়া সিমেন্টস-এ যে সমস্ত প্রাক্তন ক্রিকেটাররা চাকরি করছেন, তাঁদের ভবিষ্যৎ কী হতে চলেছে, তা এখনও সুস্পষ্ট নয়। প্রাক্তন তো বটেই একাধিক বর্তমান ক্রিকেটারও যুক্ত রয়েছেন ইন্ডিয়া সিমেন্টস-এর সঙ্গে। যাঁরা দীর্ঘদিন তামিলনাড়ু প্রিমিয়ার লিগে অংশ নিয়ে চলেছেন। তাঁদের ভবিষ্যতে কী লেখা রয়েছে, তা সময়-ই উত্তর দেবে।

IPL Mahendra Sing Dhoni CSK MS DHONI Chennai Super Kings
Advertisment