CSK vs RR Playing XI: হারের পর বদলাবে চেন্নাইয়ের প্রথম একাদশ? এই ক্রিকেটারের উপর ঝুলছে খাঁড়া

CSK Playing XI: সিএসকে-র ওপেনার হিসেবে রাচিন রবীন্দ্র এবং রুতুরাজ গায়কোয়াড় দায়িত্ব সামলাতে পারেন। কারণ গত ২ ম্য়াচে চেন্নাই ওপেনার হিসেবে একেবারে নজর কাড়তে পারেননি রাহুল ত্রিপাঠী।

CSK Playing XI: সিএসকে-র ওপেনার হিসেবে রাচিন রবীন্দ্র এবং রুতুরাজ গায়কোয়াড় দায়িত্ব সামলাতে পারেন। কারণ গত ২ ম্য়াচে চেন্নাই ওপেনার হিসেবে একেবারে নজর কাড়তে পারেননি রাহুল ত্রিপাঠী।

author-image
IE Bangla Sports Desk
New Update
Chennai Super Kings Playing XI

রাজস্থানের বিরুদ্ধে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

২০২৫ আইপিএল (IPL) টুর্নামেন্টে ১১ নম্বর ম্য়াচে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) খেলতে নামবে। গত ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সিএসকে ব্রিগেড হেরে গিয়েছে। অন্যদিকে, রাজস্থান রয়্যালস অবশ্য গত ২ ম্য়াচেই হেরে গিয়েছে। এই পরিস্থিতিতে আগামী ৩০ মার্চ গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান এবং চেন্নাই খেলতে নামবে। এই ম্য়াচে সিএসকে-র প্রথম একাদশে একাধিক পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে।

Advertisment

কেমন হতে পারে ওপেনিং জুটি

সিএসকে-র ওপেনার হিসেবে রাচিন রবীন্দ্র এবং রুতুরাজ গায়কোয়াড় দায়িত্ব সামলাতে পারেন। কারণ গত ২ ম্য়াচে চেন্নাই ওপেনার হিসেবে একেবারে নজর কাড়তে পারেননি রাহুল ত্রিপাঠী। এই পরিস্থিতিতে টিম ম্য়ানেজমেন্ট কিন্তু গায়কোয়াড় এবং রাচিনের উপর ভরসা দেখাতে পারে। গায়কোয়াড়ের কাছে ইনিংস ওপেন করার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। একাধিক ম্য়াচ জিতিয়েছেন তিনি।

মিডল অর্ডারেও হতে পারে পরিবর্তন

Advertisment

আগামী ম্য়াচে তিন নম্বরে রাহুল ত্রিপাঠীকে সুযোগ দিতে পারে সিএসকে। এরপর চার নম্বরে দীপক হুডার নাম বাদ পড়তে পারে। গত দুটো ম্য়াচেই দীপক ফ্লপ পারফরম্য়ান্স করেছেন। পাশাপাশি তিনি একেবারে ছন্দেও নেই। সেকারণেই এই ডানহাতি ব্যাটারকে রিজার্ভ বেঞ্চে বসানো হতে পারে। অন্যদিকে, লোয়ার মিডল অর্ডারে স্যাম কারেন, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে দেখা যেতে পারে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে পরাজয়ের পর আশা করা হচ্ছে, রাজস্থানের বিরুদ্ধে ধোনি (MS Dhoni) হয়ত কিছুটা হলেও উপরের দিকে ব্যাট করতে পারেন। আরসিবি-র বিরুদ্ধে তিনি ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। অনেকে মনে করছেন, এই কারণেই চেন্নাই গত ম্যাচে হেরে গিয়েছিল।

একনজর বোলিং ডিপার্টমেন্টেও

স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব বর্তমানে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ এবং রবীন্দ্র জাদেজার হাতে। নূর আহমেদ আপাতত দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। এখনও পর্যন্ত ৩ ম্য়াচে তিনি মোট ৭ ব্যাটারকে আউট করেছেন। প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি ৪ এবং আরসিবি-র বিরুদ্ধে ৩ উইকেট শিকার করেছিলেন। পেস বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলতে হয়, তাহলে খলিল আহমেদ, মাথিশা পাথিরানা এবং স্যাম কারেনের কাঁধে তুলে দেওয়া হতে পারে।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশ:

রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, স্য়াম কারেন, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, মাথিশা পাথিরানা, খলিল আহমেদ।

IPL MS DHONI Chennai Super Kings