/indian-express-bangla/media/media_files/2025/04/05/cIoDTLGB3xdbcm2O9QT7.png)
একনজরে দেখে নিন, চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্য়াচের লাইভ আপডেটস
CSK vs DC IPL 2025 Highlights: চেন্নাই সুপার কিংসকে তাদের হোম ম্য়াচে ১৫ বছর পর হারাতে পারল দিল্লি ক্যাপিটালস। সময়টা যে অনেকটাই, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে এই নিয়ে তৃতীয়বার চেন্নাইকে তারা চিপক স্টেডিয়ামে হারাতে পেরেছে। যে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস সমর্থকরা ভরসা করেছিলেন, শনিবার (৫ এপ্রিল) যে তারা কিছুটা হলেও আশাহত হবেন, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
তবে চিপক কী আদৌ আর চেন্নাই সুপার কিংসের ডেরা? তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ চলতি মরশুমেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রায় ১৭ বছর পর চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে পরাস্ত করেছে। এবার সেই কাটা ঘায়েই কার্যত নুনের ছিটে লাগাল দিল্লি ক্যাপিটালস। হারের হ্যাটট্রিকের পর সিএসকে সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েছেন। যে দলটা পাঁচবার আইপিএল খেতাব জয় করেছে, তাদের থেকে এমন পারফরম্য়ান্স একেবারেই আশা করা যায় না।
কী বললেন চেন্নাই অধিনায়ক?
ম্যাচের শেষে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বললেন, 'আজও আমরা জিততে পারলাম না। শেষ তিনটে ম্য়াচে কোনওকিছুই যেন ঠিক হচ্ছে না। আমরা তিনটে ডিপার্টমেন্টে নিজেদের সেরা পারফরম্য়ান্স উজাড় করে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু, প্রত্যেকটা ম্য়াচে পাওয়ারপ্লে আমাদের উদ্বেগের কারণ হয়ে উঠছে। সেটা ব্যাটিং হোক কিংবা বোলিং।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'দ্বিতীয় ম্য়াচ থেকেই আমরা এই জিনিসটা লক্ষ্য করেছি। ভুল শোধরানোর চেষ্টাও করেছি। কিন্তু, শেষপর্যন্ত কোনও লাভ হয়নি। আমার মনে হয়, কোনও বিষয় নিয়ে আমরা অতিরিক্ত চিন্তাভাবনা করছি। পাওয়ারপ্লে চলাকালীন কে বল করতে আসবে, তা নিয়ে অযথা রক্তচাপ বাড়াচ্ছি। এই কঠিন সময়ে আমাদের একজোট হয়ে খেলতে হবে। তাহলেই সাফল্য আসবে। এমনকী, এই ম্য়াচে শিবম দুবে যখন ব্যাট করছিলেন, সেইসময়ও ভেবেছিলাম যে এই ম্য়াচটা হয়ত জিততে পারব। কিন্তু, তারপর আর হল না।'
-
Apr 05, 2025 19:29 IST
২৫ রানে পরাস্ত চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংসকে ২৫ রানে হারাল দিল্লি ক্যাপিটালস। এই ম্য়াচে চেন্নাই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলতে পারে। মুকেশ কুমার শেষ ওভারে ১৫ রান দেন। বিজয় শঙ্কর ৫৪ বলে ৬৯ রান করেন। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি ২৬ বলে করেছেন ৩০ রান। এই নিয়ে টানা তৃতীয় ম্য়াচ জিতল দিল্লি ক্যাপিটালস। সেইসঙ্গে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল। চেন্নাই সুপার কিংস হারের হ্যাটট্রিক করল।
-
Apr 05, 2025 18:46 IST
চেন্নাই সুপার কিংসের সামনে ৩৬ বলে দরকার ৮৮ রান
চেন্নাই সুপার কিংস ১৪ ওভাপে ৫ উইকেট হারিয়ে ৯৬ রান করেছে। ৩৬ বলে এখনও ৮৮ রান দরকার। বিজয় শঙ্কর ৩৬ এবং মহেন্দ্র সিং ধোনি ৯ রানে ব্যাট করছেন। ২১ বলে ২২ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে।
-
Apr 05, 2025 18:34 IST
রবীন্দ্র জাদেজাকে ফেরত পাঠালেন কুলদীপ যাদব
কুলদীপ যাদবকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন রবীন্দ্র জাদেজা. মাত্র ২ রান করে জাদেজাকে ফিরতে হল। ক্রিডে এলেন মহেন্দ্র সিং ধোনি। বিজয় শঙ্কর ২৪ রানে ব্যাট করছেন। ১০.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে চেন্নাই ৭৪ রান করেছে। জয়ের জন্য ৫৬ বলে ১১০ রান দরকার।
-
Apr 05, 2025 18:27 IST
শিবম দুবেকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন বিপরাজ নিগম
শিবম দুবেকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন বিপরাজ নিগম। তিনি ১৮ রান করেন। বিজয় শঙ্কর ১৭ রানে ব্যাট করছেন। চেন্নাই সুপার কিংস ৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৫ রান করেছে। জয়ের জন্য ৬৪ বলে ১১৯ রান দরকার।
-
Apr 05, 2025 18:07 IST
এবার আউট হলেন ডেভিন কনওয়ে
ডেভন কনওয়েকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন বিপরাজ নিগম। তিনি ১৩ রান করেছেন। আপাতত ১১ রান করে উইকেটে রয়েছেন বিজয় শংকর। চেন্নাই সুপার কিংস ৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান করেছে। জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ৮৭ বলে ১৪৩ রান।
-
Apr 05, 2025 18:06 IST
রুতুরাজ গায়কোয়াড়ের উইকেট নিলেন মিচেল স্টার্ক
রুতুরাজ গায়কোয়াড়কে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন মিচেল স্টার্ক। তিনি ৫ রান করেন। অন্য়দিকে, ৫ রানে ব্যাট করছেন ডেভন কনওয়ে। ২.৩ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ২ উইকেট হারিয়ে ২০ রান করেছে। জয়ের জন্য দরকার ১৬৪ রান।
-
Apr 05, 2025 18:04 IST
রাচিন রবীন্দ্রকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন মুকেশ কুমার
রাচিন রবীন্দ্রকে আউট করলেন মুকেশ কুমার। এই ম্য়াচে রাচিন ৩ রান করে আউট হলেন। ডেভন কনওয়ে ৫ রানে ব্যাট করছেন। রুতুরাজ গায়কোয়াড় আপাতত ব্যাট করতে এসেছেন। ১.৫ ওভারে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ১৪ রান। জয়ের জন্য এখনও ১৭০ রান দরকার।
-
Apr 05, 2025 18:02 IST
চেন্নাই সুপার কিংসের ব্যাটিং শুরু
শুরু হল চেন্নাই সুপার কিংসের ব্যাটিং। ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র ব্যাট করতে নামলেন। মিচেল স্টার্ক দিল্লি ক্যাপিটালসের হয়ে বল শুরু করছেন। রাচিন রবীন্দ্র ২ এবং ডেভন কনওয়ে ৩ রানে ব্য়াট করছেন। ৭ বলে ১০ রানের পার্টনারশিপ হয়েছে।
-
Apr 05, 2025 18:00 IST
শুরু হচ্ছে দিল্লি ক্যাপিটালসের ব্য়াটিং
দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান করেছে। কেএল রাহুল ৭৭, অভিষেক পোড়েল ৩৩ এবং ট্রিস্টান স্টাবস অপরাজিত ২৪ রান করেন। এছাড়া অক্ষর প্যাটেল ২১ এবং সমীর রিজভি ২০ রান করেছেন। অন্যদিকে, চেন্নাইয়ের হয়ে জোড়া উইকেট শিকার করেন খলিল ২ উইকেট শিকার করেন। রবীন্দ্র জাদেজা, নূর আহমেদ এবং মাথিশা পাথিরানা একটি করে উইকেট শিকার করেন।
-
Apr 05, 2025 17:57 IST
চেন্নাইকে ১৮৪ রানের টার্গেট দিল দিল্লি
দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান করেছে। বিপরাজ নিগম ১ এবং ট্রিস্টান স্টাবস ২৪ রান করে অপরাজিত রইলেন। কেএল রাহুল করেছেন ৭৭ রান। চেন্নাইয়ের হয়ে খলিল আহমেদ ২ উইকেট শিকার করেছেন।
-
Apr 05, 2025 17:12 IST
রান আউট আশুতোষ
পরের বলেই আশুতোষ শর্মাকে রান আউট করলেন মহেন্দ্র সিং ধোনি। আশুতোষ রানের খাতা খুলতে পারলেন না।
-
Apr 05, 2025 17:11 IST
আউট কেএল রাহুল
১৯.২ ওভারে আউট হলেন কেএল রাহুল। ৫১ বলে ৭৭ রান করলেন রাহুল। পাথিরানার বলে ক্যাচ ধরলেন ধোনি।
-
Apr 05, 2025 16:59 IST
সমীর রিজভিকে প্য়াভিলিয়নে ফেরত পাঠালেন খলিল আহমেদ
সমীর রিজভিকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন খলিল আহমেদ। তিনি ২০ রান করেছেন। কেএল রাহুল ৬৮ রানে ব্যাট করছেন। দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান করেছে।
-
Apr 05, 2025 16:57 IST
হাফসেঞ্চুরি কেএল রাহুলের
কেএল রাহুল ৩৩ বলে ২ চার এবং ৩ ছক্কা হাঁকিয়ে ৫০ রান করলেন। সমীর রিজভি ৭ রানে ব্য়াট করছেন।দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান করেছে। ১৬ বলে ২৫ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে।
-
Apr 05, 2025 16:56 IST
অক্ষর প্যাটেলকে আউট করলেন নূক আহমেদ
দিল্লি ক্যাপিটালস বড় ধাক্কা খেল। অক্ষর প্যাটেলকে বোল্ড করলেন নূর আহমেদ। তিনি ১৪ বলে ২১ রান করেছেন। কেএল রাহুল ৩৬ রানে ব্যাট করছেন। দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩ উইকেটে ৯০ রান। ব্যাট করতে এলেন সমীর রিজভি।
-
Apr 05, 2025 16:07 IST
আউট হয়ে গেলেন অভিষেক পোড়েল
৬.৫ ওভারে আউট হয়ে গেলেন অভিষেক পোড়েল। রবীন্দ্র জাদেজার বলে পাথিরানার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। ২০ বলে ৩৩ রান করলেন অভিষেক। ৭ ওভার শেষে দিল্লির স্কোর ৬০-২।
-
Apr 05, 2025 16:02 IST
দিল্লি ক্য়াপিটালসের ব্যাটিং ধামাকা
পাঁচ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ১ উইকেট হারিয়ে ৪৩ রান করেছে। অভিষেক পোড়েল ১৫ বলে ২৬ রান এবং কেএল রাহুল ১০ বলে ১৭ রান করেছেন। ২৫ বলে ৪৩ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে।
-
Apr 05, 2025 16:00 IST
অভিষেক পোড়েলের ঝোড়ো ইনিংস
অভিষেক পোড়েল ১০ বলে ৩ চার এবং ১ ছক্কার দৌলতে ২২ রান করেছেন। ২ রানে ব্যাট করছেন কেএল রাহুল। দিল্লি ক্যাপিটালস ৩ ওভরে ১ উইকেট হারিয়ে ২৪ রান করেছে।
-
Apr 05, 2025 15:56 IST
প্রথম ওভারেই ধাক্কা দিল্লির
নূর আহমেদের পঞ্চম বলে আউট হলেন জেক ফ্রেজার। অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। রানের খাতা খুলতে পারেননি ম্যাকগর্ক। দিল্লির স্কোর ০-০।
-
Apr 05, 2025 15:11 IST
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, মুকেশ চৌধুরী, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা।
-
Apr 05, 2025 15:09 IST
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ
কেএল রাহুল, জেক ফ্রেশার-মাকগর্ক, অভিষেক পোড়েল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, সমীর রিজভি, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম। কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, মোহিত শর্মা।
-
Apr 05, 2025 15:06 IST
টস আপডেট
টসে জিতল দিল্লি ক্যাপিটলস। এই ম্য়াচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল।
-
Apr 05, 2025 13:35 IST
দিল্লি ক্যাপিটালসের পূর্ণাঙ্গ স্কোয়াড
জ্যাক ফ্রেজার ম্য়াকগর্ক, ফাফ ডু প্লেসি, অভিষেক পোড়েল, কেএল রাহুল, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার, আশুতোষ শর্মা, করুণ নায়ার, সমীর রিজভি, ডোনোভান ফরেরা, ত্রিপুরানা বিজয়, দর্শন নালকোন্ডে, দুষ্মন্ত চামিরা, টি নটরাজন, অজয় যাদব মণ্ডল, মনবন্ত কুমার এল, মাধব তিওয়ারি।
-
Apr 05, 2025 13:29 IST
ফের অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পাারে ধোনিকে
শোনা যাচ্ছে, চোটের কারণে নাকি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে পারবেন না রুতুরাজ গায়কোয়াড়। এই পরিস্থিতিতে দলের 'আনক্য়াপড ক্রিকেটার' মহেন্দ্র সিং ধোনির কাঁধে ফের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। প্রসঙ্গত ধোনির নেতৃত্বে চেন্নাই ইতিমধ্যে পাঁচবার আইপিএল খেতাব জয় করেছে।
-
Apr 05, 2025 13:29 IST
মহাসংগ্রামের জন্য প্রস্তুত চেন্নাই
Ready For The Race 4⃣ 🦁
— Chennai Super Kings (@ChennaiIPL) April 5, 2025
Let's marvel at the DC game, Superfans! 🥳💛#CSKvDC #WhistlePodu #Yellove🦁💛 pic.twitter.com/BiygbQntrI -
Apr 05, 2025 13:28 IST
চেন্নাই সুপার কিংসের পূর্ণাঙ্গ স্কোয়াড:
রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, জেমি ওভারটন, রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, মাথিশা পাথিরানা, খলিল আহমেদ, মুকেশ চৌধুরী, ডেভন কনওয়ে, শেখ রশিদ, স্যাম কারেন, কমলেশ নাগরকোটি, শ্রেয়স গোপাল, অংশুল কম্বোজ, নাথান এলিস, গুরজাপনীত সিং, রামকৃষ্ণ ঘোষ, আন্দ্রে সিদ্ধার্থ সি, বংশ বেদী, দীপক হুডা।
-
Apr 05, 2025 13:28 IST
চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাাপিটালস
নমস্কার! ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ১৭ নম্বর ম্য়াচে আপনাদের স্বাগত। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে। ভারতীয় সময় অনুসারে, বেলা সাড়ে তিনটে থেকে শুরু হবে এই ম্য়াচ। ম্যাচ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেটসের জন্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা ওয়েবসাইটে চোখ রাখুন।