Advertisment

IPL 2019 KKR vs CSK Highlights: শাহরুখের সামনে এবার জয় ধোনি ব্রিগেডের, হারের হ্যাটট্রিক নাইটদের

CSK vs KKR 2019 Match Highlights: শাহরুখের সামনেই টানা হারের হ্যাটট্রিক কেকেআরের। রূদ্ধশ্বাস ম্যাচে ৫ উইকেটে জয়ী সিএসকে। সিএসকে-র হয়ে এদিন ফিনিশার রায়না ও জাদেজা।

author-image
IE Bangla Web Desk
New Update
KKR vs CSK Live Score, IPL 2019 KKR vs CSK Live Score

KKR vs CSK Live Score, IPL 2019 KKR vs CSK Live Score

Kolkata Knight Riders vs Chennai Super Kings Highlights: ইডেনে ৪৮ ঘণ্টা আগেই সৌরভের দিল্লির কাছে হারতে হয়েছিল শাহরুখের নাইটদের। এবার ধোনিও ইডেনে বাদশা-র সামনে জিতে দেখিয়ে দিলেন। প্রথমে ব্যাট করে ক্রিস লিনের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে কেকেআর তুলেছিল ১৬১ রান।

Advertisment

Live IPL 2019: KKR vs CSK Playing 11 Highlights

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি ভাল হলেও মাঝে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল চেন্নাই। কুলদীপ, নারিন, চাওলার সামনে রীতিমতো নাভিশ্বাস উঠে গিয়েছিল চেন্নাইয়ের। সেখান থেকে ধোনি-রায়নার পার্টনারশিপে ভর করে চেন্নাই ম্যাচে ফিরে আসে। ধোনি আউট হয়ে গেলেও জাদেজার ক্যামিও ইনিংসে ভর করে শেষ ওভারে চার বল বাকি থাকতেই জিতে যায় চেন্নাই। পুত্র আব্রামকে সঙ্গী করে কেকেআরের খেলা দেখতে হাজির হয়েছিলেন মালিক শাহরুখ। হার হজম করেই মুম্বইয়ের বিমানে উঠছেন তিনি।

Live Blog



























19:47 (IST)14 Apr 19










































দুরন্ত জয় ধোনিদের

কেকেআর বনাম সিএসকে দ্বৈরথে ২-০ ধোনিদের

19:41 (IST)14 Apr 19










































জয় সিএসকে-র

শেষ ওভারে জয় ছিনিয়ে আনা সিএসকে-র ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে। ইডেনেও তার ব্যতিক্রম ঘটল না। হাতে ৫ উইকেট নিয়ে ৪ বল বাকি থাকতেই জয় সিএসকে-র।

19:36 (IST)14 Apr 19










































জাদেজার দাপটে জয়ের সামনে সিএসকে

হ্যারি গার্নির ওভারে রীতিমতো তাণ্ডব চালালেন জাদেজা। ১৯তম ওভার জাদেজার! পুরো ওভারে জাদেজা-রায়না তুললেন ১৬ রান। বাউন্ডারির হ্যাটট্রিক জাদেজার ব্যাট থেকে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৮ রান।

19:31 (IST)14 Apr 19










































নারিনের টাইট বোলিং

টাইট বোলিং নারিনের। মারমুখী রায়নাকে শান্ত রাখলেন ক্য়ারিবিয়ান স্পিনার। ১২ বলে ২৪ দরকার সিএসকে-র জয়ের জন্য।

19:27 (IST)14 Apr 19










































উত্তেজক ম্যাচে লড়ছেন রায়না

চলতি আইপিএলে নিজের প্রথম অর্ধশতরান করার পরে সিএসকে-র হয়ে লড়ছেন রায়না। সঙ্গী জাদেজা। শেষ ৩ ওভারে সিএসকে-র জয়ের জন্য প্রয়োজন ৩২ রান।

19:22 (IST)14 Apr 19










































ধোনিকে আউট করলেন নারিন

সিএসকে ভক্তদের জন্য দুঃসংবাদ। ফিনিশ করার আগেই এবার বিদায় ধোনিকে। মহাতারকাকে ফিরিয়ে মোক্ষম সময়ে সিএসকেকে ঝটকা দিলেন নারিন। ১৩ বলে ১৬ রানের ইনিংস খেললেন ধোনি। জাদেজা-রায়নারা কী ম্যাচ ফিনিশ করতে পারবেন! সেটাই আপাতত দেখার। সিএসকে আপাতত ১২১৫।

19:10 (IST)14 Apr 19










































নজরে ধোনি

জয়ের জন্য ধোনিদের শেষ ছ ওভারে তুলতে হবে ৫২ রান।

19:09 (IST)14 Apr 19










































ছন্দে ধোনি-রায়না জুটি

সেই চেনা পরিচিত ধোনি-রায়না জুটি। ক্রমশ বাড়ছে আস্কিং রেট এমন অবস্থায় ব্যাট করতে নেমে ধোনি কুলদীপ যাদবের ওভারে ছক্কা হাকিয়ে বিপজ্জনকত হওয়ার ইঙ্গিত দিচ্ছেন। ১৩ ওভারে ১৩ রান ওঠার পরে পীযূষ চাওলার উপরে আক্রমণ জারি রাখলেন রায়না। শনিবারে কেকেআরের সবথেকে সফলতম বোলারের বিরুদ্ধে ধোনি-রায়না তুললেন ১৩ রান। ওভারে একটি-দুটি করে বাউন্ডারি, ওভার বাউন্ডারি এবং দ্রুত সিঙ্গলস- এটাই আপাতত ধোনিদের রণনীতি। কেকেআরকে জিততে হলে এই জুটিতে ভাঙন ধরাতেই হবে।

18:55 (IST)14 Apr 19










































চতুর্থ উইকেট পতন সিএসকের

ফের চাওলার ভেলকি। ক্রমাগত চাপ রেখে চলেছেন কেকেআর স্পিনাররা। সেই চাপের কাছেই আত্মসমর্পণ করে এবার লেগ বিফোর কেদার যাদব (১২ বলে ২০)।

18:49 (IST)14 Apr 19










































আস্কিং রেট বাড়ছে ধোনিদের

১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে সিএসকে ৭০! বাকি ১০ ওভারে ধোনিদের তুলতে হবে ৯২ রান। আস্কিং রেট ক্রমশই বাড়ছে।

18:47 (IST)14 Apr 19










































চাওলা এবার ঘাতক

স্ট্র্যাটেজিক টাইম আউটের পরের ওভারের প্রথম বলেই আউট রায়াড়ু। পীযূষ চাওলার আক্রমণে এসেই প্রথম বলে তুললেন ধোনির দলের নির্ভরযোগ্য মিডলঅর্ডার ব্যাটসম্যানকে। চেন্নাই ক্রমশ বিপদের দিকে এগোচ্ছে।

18:38 (IST)14 Apr 19










































চেন্নাইয়ের খুদে সমর্থক

18:26 (IST)14 Apr 19










































ত্রাতা নারিন

হাতে বেশি রানের পুঁজি নেই, এমন অবস্থায় ভেলকি নারিনের। কেকেআরের তারকা স্পিনার আক্রমণে এসে প্রথম ওভারেই তুলে নিলেন ফাফ ডুপ্লেসিসকে। যথেষ্ট বিপজ্জনক দেখাচ্ছিল প্রোটিয়াজ ব্যাটসম্যানকে। তবে ক্লিন বোল্ড করে ইডেনে উচ্ছ্বাস ফিরিয়ে আনলেন নারিন।

18:18 (IST)14 Apr 19










































বাঁচলেন রায়না

গার্নির বলে আম্পায়ার আউট দিয়ে দিয়েছিলেন সদ্য ক্রিজে আসা সুরেশ রায়নাকে। তবে ডিআরএস নেওয়ার পরে দেখা যায় বল প্যাডে লাগার আগে ব্যাট ছুয়েছিল।

18:13 (IST)14 Apr 19










































আউট ওয়াটসন

ডুপ্লেসিস যেখানে আগের ওভারেই টানা চারটে চার মেরেছেন, সেখানে নিজের ভূমিকা পালন করতে ব্যর্থ ওয়াটসন। গার্নির ইনসুইঙ্গার বুঝতে না পেরে প্রথম বলেই লেগ বিফোর অস্ট্রেলিয়ান তারকা

18:11 (IST)14 Apr 19










































রাসেলকে ওড়ালেন ডুপ্লেসিস

এতদিন তিনি ছিলেন সংহারকের ভূমিকায়। তবে এবার আর শাসক নয়, শাসিতের ভূমিকায় দেখা গেল আন্দ্রে রাসেলকে। ব্যাটে দলের হয়ে অবদান রাখতে পারেননি। তাই দলনেতা কার্তিক তৃতীয় ওভারের বোলিংয়ে এনেছিলেন রাসেলকে। সেই রাসেলের ওভারেই ডুপ্লেসিস তুললেন ১৬ রান। পরপর চারটে বাউন্ডারি সমেত।

18:07 (IST)14 Apr 19










































জমজমাট ইডেন

18:06 (IST)14 Apr 19










































ধীরে চলো নীতি সিএসকের

অযথা তাড়াহুড়ো নয়, কেকেআরের ১৬১ রান তাড়া করতে নেমে সিএসকের দুই ওপেনার ডুপ্লেসিস ও ওয়াটসন ধীরে চলার নীতি নিয়েছেন। প্রসিধ কৃষ্ণ ও গার্নিক দুওভারে উঠল মাত্র ১৩ রান।

17:43 (IST)14 Apr 19










































কেকেআর থামল ১৬১ রানে

নির্ধারিত ২০ ওভারে কেকেআর আটকে গেল ১৬১ রানে। অর্থাত জয়ের জন্য কেকেআকরকে তুলতে হবে ১৬২ রান।  শার্দুল ঠাকুরের শেষ ওভারে পীযূষ চাওলা-শুবমান গিল জুটি তুলল মাত্র ৪ রান। শেষ দু'বলে আবার আউট হলেন দুই নাইট তারকা। সবমিলিয়ে ধোনিদের সামনে এই রান কতটা চ্যালেঞ্জ খাঁড়া করবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।

17:26 (IST)14 Apr 19










































আউট নাইট নেতা

রান তোলার গতি বাড়াতি গিয়ে এবার আউট দীনেশ কার্তিক (১৪ বলে ১৮)। দীপক চাহারের বল স্ট্রেট ড্রাইভে তুলে ছয় মারতে গিয়ে লং অনে ক্যাচ। ক্যাচ তালুবন্দি করলেন সেই ডুপ্লেসিস। এই নিয়ে ম্যাচে চারটে ক্যাচ হয়ে গেল দক্ষিণ আফ্রিকান তারকার।

17:25 (IST)14 Apr 19










































স্পেল শেষ তাহিরের

শেষ ইমরান তাহিরের স্পেল। কেকেআরের ইনিংসে লাগাম পড়ানো শুধু নয়। ৪ উইকেট নিয়ে কেকেআরের বড় রানের স্বপ্নও ভেঙে দিয়েছেন তিনি। ৪ ওভারে তিনি খরচ করেছেন মাত্র ২৭ রান। ১৭ ওভার শেষে কেকেআরের স্কোর ১৪৯।

17:15 (IST)14 Apr 19










































ইডেনে তারারা

17:13 (IST)14 Apr 19










































রাসেলকে ফিরিয়ে নায়ক সেই তাহির

তাহির বনাম রাসেল যুদ্ধে জয়ী তদক্ষিণ আফ্রিকান। লিনের পরে ক্রিজে ব্যাট করতে এসেছিলেন রাসেল। এক বলের ব্যবধানে দক্ষিণ আফ্রিকান স্পিনারকে একটা বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাকানোর পরে মনে হচ্ছিল, রাসেল বোধহয় শনিবাসরীয় সন্ধেয় ফের একবার টর্নেডো তুলবেন। তবে ৩ বলে ১০ রানের ইনিংস স্থায়ী হল না। তাহিরকেই তুলে মারতে গিয়ে এবার সাজঘরে ফিরলেন রাসেল।

17:09 (IST)14 Apr 19










































আউট লিন

শেষ লিন ঝড়। ঘাতক সেই ইমরান তাহির। ইডেনের পিচে ভেলকি দেখাচ্ছেন প্রোটিয়াজ তারকা। লিন যখন ক্রমশই বিপজ্জনক হয়ে উঠেছেন, তাকে ফিরিয়ে ফের ঝটকা তাহিরের। ৩ উইকেট হয়ে গেল তাঁর।

17:07 (IST)14 Apr 19










































লিনের ধুন্ধুমার ব্যাটিং

যখনই মনে করা হয়েছিল কেকেআর ক্রমশ চেন্নাইয়ের স্পিনের ঘূর্ণিতে আটকে পড়ছে, তখনই বিধ্বংসী মেজাজে অবতীর্ণ ক্রিস লিন। ১৪ তম ওভারে জাদেজার কাছ থেকেই লিন তুললেন ২৩ রান। তিনটে বিশাল ছক্কা এবং একটি বাউন্ডারি সমেত। ৫০ বলে ৮২ রানে ব্যাট করছেন লিন।

17:04 (IST)14 Apr 19










































শ্লথ কেকেআর

শুরুতে ব্যাটিং ঝড় তোলার ইঙ্গিত দিলেও কেকেআর ক্রমশ চেন্নাইয়ের ত্রয়ী স্পিনারের জালে আটকা পড়ছে। স্যান্টনার, জাদেজা এবং তাহিরের স্পিন কেকেআরের ফ্রি-ফ্লোয়িং ব্যাটিং আটকে দিয়েছে।

16:53 (IST)14 Apr 19










































দুরন্ত ক্যাচ ডুপ্লেসিসের

দু'বল আগেই ক্যাচ নিয়ে ফিরিয়েছিলেন রানাকে। এবার বাজপাখির মতো ঝাঁপিয়ে দুর্ধর্ষ ক্যাচে ডুপ্লেসিস ফেরালেন রবিন উত্থাপ্পাকে। প্রথম বলেই আউট দক্ষিণী তারকা। দক্ষিণ আফ্রিকান জুটি তাহির-ডুপ্লেসিসের দাপটে একই ওভারে জোড়া উইকেট হারাতে হল কেকেআরকে। KKR (Caught by Fafulous) - The tale so far! #WhistlePodu #KKRvCSK #Yellove 🦁💛— Chennai Super Kings (@ChennaiIPL) 14 April 2019

16:50 (IST)14 Apr 19










































শুধু ধোনিকেই চাই

16:48 (IST)14 Apr 19










































তাহিরের ঝটকা

ক্রিজে জমে গিয়েছিলেন নীতিশ রানা। তবে তাহিরের বল ওড়াতে গিয়ে ডুপ্লেসিসের হাতে ক্যাচ দিয়ে বিদায় তাঁর। কেকেআরের দ্বিতীয় উইকেটের পতন।

16:40 (IST)14 Apr 19










































অর্ধশতরান লিনের

হাফসেঞ্চুরি করে ফেললেন লিন। সিএসকে বোলারদের সামনে কার্যত তাঁকে আজ অপ্রতিরোধ্য লাগছে। নীতিশ রানার (১১ বলে ১৪) সঙ্গে লিন (৫০) ব্যাট করছেন। ৯ ওভারে কেকেআরের স্কোর ১ উইকেট হারিয়ে ৭১।

16:26 (IST)14 Apr 19










































আউট নারিন

অবশেষে আউট নারিন। লিন অন্যপ্রান্তে স্বচ্ছন্দ থাকলেও শুরু থেকেই সপ্রতিভ ছিলেন না ক্যারিবিয়ান তারকা। স্যান্টনারের বলে লং অনে ক্যাচ তুলে বিদায় তাঁর। ৫ ওভারে কেকেআর ৩৮-১।

16:15 (IST)14 Apr 19










































শুরুতেই লিন-ঝড়

বেশ কিছুদিন নিষ্প্রভ ছিলেন লিন। আগের ম্যাচে দিল্লির বিরুদ্ধে খেলেননি অস্ট্রেলীয় তারকা। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে ফিরেই স্বমহিমায় ১৫ বলে ২৩ রানে ব্যাট করছেন তিনি। 

nছবি-যাজ্ঞসেনী চক্রবর্তী" id="lbcontentbody">
16:14 (IST)14 Apr 19










































স্ট্যান্ডে কিং খান, ইডেনকে তাতাচ্ছেন বলিউড বাদশা

publive-image

ছবি-যাজ্ঞসেনী চক্রবর্তী

16:07 (IST)14 Apr 19










































ধোনি ম্যাজিকের অপেক্ষায় ইডেন

The DHONI...DHONI... roar to start off the chant proceedings at the e-Den! #WhistlePodu #KKRvCSK #Yellove 🦁💛— Chennai Super Kings (@ChennaiIPL) 14 April 2019

16:05 (IST)14 Apr 19










































নজির লিনের

কেকেআরের হয়ে ওপেন করতে মাঠে লিন-নারিন। দীপক চাহারকে বাউন্ডারি মেরে আইপিএলে নিজের ১০০০ রান পূর্ণ করে ফেললেন লিন।

15:59 (IST)14 Apr 19










































চেন্নাইয়ের প্রচুর সমর্থন মাঠে

মাঠে নামছে চেন্নাই। দাঁড়িয়ে গোটা মাঠ। ধোনি...ধোনি...ধোনি..

15:57 (IST)14 Apr 19










































দেখে নিন কেকেআরের প্রথম একাদশ

nছবি-যাজ্ঞসেনী চক্রবর্তী" id="lbcontentbody">
15:51 (IST)14 Apr 19










































মহারণের জন্য প্রস্তুত ক্রিকেটের স্বর্গোদ্য়ান

এখনই গ্যালারি উপচে পড়ছে। হাউসফুল হবে আজ একথা বলাই বাহুল্যpublive-image

ছবি-যাজ্ঞসেনী চক্রবর্তী

শুক্রবার ওয়াংখেড়েতে বাটলারের দুরন্ত ব্যাটে ভর করে মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। মাঝে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল রাজস্থান। তবে কষ্ট করে শেষমেষ জেতে রয়্যালস।
IPL KKR Eden Gardens Kolkata Knight Riders CSK MS DHONI Chennai Super Kings
Advertisment