CSK vs KKR Dream 11 Prediction: রাহানে, কুইন্টন না নারাইন, কাকে ক্যাপ্টেন করবেন? এই ফর্মুলায় আজ Dream11 সাজালেই লক্ষ্মীলাভ

CSK vs KKR Playing 11 Prediction, Chennai Super Kings vs Kolkata Knight Riders Dream 11 Prediction: আজ চেন্নাই সুপার কিংসের দলে বড় পরিবর্তন হয়েছে, কারণ অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে বাকি মরশুমের জন্য ছিটকে গিয়েছেন। এখন দলের নেতৃত্ব মহেন্দ্র সিং ধোনির হাতে থাকবে।

CSK vs KKR Playing 11 Prediction, Chennai Super Kings vs Kolkata Knight Riders Dream 11 Prediction: আজ চেন্নাই সুপার কিংসের দলে বড় পরিবর্তন হয়েছে, কারণ অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে বাকি মরশুমের জন্য ছিটকে গিয়েছেন। এখন দলের নেতৃত্ব মহেন্দ্র সিং ধোনির হাতে থাকবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
CSK vs KKR Dream 11 Prediction: আজ কোন ফর্মুলায় সাজাবেন Dream11, জেনে নিন

CSK vs KKR Dream 11 Prediction: আজ কোন ফর্মুলায় সাজাবেন Dream11, জেনে নিন

CSK vs KKR Dream 11 Prediction, IPL 2025: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) ২৫তম ম্যাচে চেন্নাই সুপার কিংস (CSK) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR) মুখোমুখি হবে। ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কেকেআর তাদের আগের ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে ৪ রানে হেরে গেছে। ইডেন গার্ডেন্সে অত্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচে নাইটরা এলএসজি-এর (LSG) করা ২৩৮ রানের লক্ষ্য তাড়া করে ২৩৪ রান থামে। কেকেআর ৫ ম্যাচে ২টি ম্যাচ জিতেছে এবং ৩টি হেরে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে।

Advertisment

আজ চেন্নাই সুপার কিংসের দলে বড় পরিবর্তন হয়েছে, কারণ অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে বাকি মরশুমের জন্য ছিটকে গিয়েছেন। এখন দলের নেতৃত্ব মহেন্দ্র সিং ধোনির হাতে থাকবে।

অন্যদিকে, চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে এখনও পর্যন্ত বাস্তবিক অর্থে লড়াই করছে টিকে থাকার জন্য। তাদের গত ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছে। তারা ৫ ম্যাচে ১টি জয় এবং ৪টি পরাজয়ের সঙ্গে পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে। এটি দুই দলের মধ্যে আজ হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। দুই দলের কাছেই আজকের ম্যাচ মাস্ট উইন।

আরও পড়ুন কোহলি না রাহুল, কাকে বানাবেন ক্যাপ্টেন? এই ফর্মুলায় আজ Dream11 সাজালেই লাখপতি!

Advertisment

CSK-এর প্লেয়ারদের পারফরম্যান্স

চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা এখন পর্যন্ত উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। তবে রুতুরাজ গায়কোয়াড়ের অনুপস্থিতির পরে ওপেনার রাচিন রবীন্দ্র এবং ডেভন কনওয়ের কাছ থেকে দলের প্রত্যাশা থাকবে। এছাড়াও, বল হাতে নূর আহমেদ এবং মাথিশা পাথিরানা উইকেট নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নূর IPL 2025-এর সেরা উইকেট টেকার।

KKR-এর খেলোয়াড়দের পারফরম্যান্স

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে ছাড়াও ব্যাটিংয়ে বেঙ্কটেশ আয়ার এবং অলরাউন্ডার সুনীল নারিন দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। পাশাপাশি বোলিংয়ে বৈভব অরোরা এবং হর্ষিত রানার কাছ থেকে সেরা পারফরম্যান্স আশা করা হবে।

KKR vs CSK: Dream11 Team Prediction
 

ম্যাচের সেরা Dream11 টিম কী হতে পারে তার জন্য এগুলো মাথায় রাখুন

এটি দুই দলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ!

উইকেটকিপার

কুইন্টন ডি কক, ডেভন কনওয়ে, ধোনি

ব্যাটার

আজিঙ্কা রাহানে, রাচিন রবীন্দ্র, বেঙ্কটেশ আইয়ার, শিবম দুবে

অলরাউন্ডার

সুনীল নারাইন, রবীন্দ্র জাডেজা, আন্দ্রে রাসেল

বোলার

নূর আহমেদ

ক্যাপ্টেন

আজিঙ্কা রাহানে

ভাইস-ক্যাপ্টেন

রাচিন রবীন্দ্র



উইকেটকিপার

কুইন্টন ডি কক, ডেভন কনওয়ে

ব্যাটার

আজিঙ্কা রাহানে, রাচিন রবীন্দ্র, বেঙ্কটেশ আইয়ার

অলরাউন্ডার

সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, রবীন্দ্র জাডেজা

বোলার

বরুণ চক্রবর্তী, নূর আহমেদ, খলিল আহমেদ

ক্যাপ্টেন

কুইন্টন ডি কক

ভাইস ক্যাপ্টেন

রবীন্দ্র জাডেজা



উইকেটকিপার

কুইন্টন ডি কক, ডেভন কনওয়ে

ব্যাটার

আজিঙ্কা রাহানে, শিবম দুবে, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং

অলরাউন্ডার

সুনীল নারাইন, রবীন্দ্র জাডেজা, আন্দ্রে রাসেল

বোলার

বরণ চক্রবর্তী, নূর আহমেদ

ক্যাপ্টেন

সুনীল নারাইন

ভাইস ক্যাপ্টেন

রিঙ্কু সিং

কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের স্কোয়াড (CSK vs KKR Squad)

কলকাতা নাইট রাইডার্স:

কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্ককৃষ রঘুবংশী, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, মণীশ পান্ডে, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেন্সার জনসন, বরুণ চক্রবর্তী, এনরিক নর্টজে, বৈভব অরোরা, অনুকূল রায়, লাভনীথ সিসোদিয়া, মইন আলি, রভম্যান পাওয়েল, ময়াঙ্ক মারকান্ডে, রহমানুল্লাহ গুরবাজ এবং চেতন সাকারিয়া।

চেন্নাই সুপার কিংস:

এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, শিভম দুবে, মাথিশা পাথিরানা, নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, সৈয়দ খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, বিজয় শঙ্কর, স্যাম কুরান, শেখ রাশিদ, অংশুল কম্বোজ, মুকেশ চৌধুরি, দীপক হুডা, গুরুজনপ্রীত সিং, নাথান এলিস, জেমি ওভার্টন, কমলেশ নাগরকোটি, রামকৃষ্ণন ঘোষ, শ্রেয়াস গোপাল, বংশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ।

dream 11 prediction Dream 11 IPL 2025 CSK KKR