Apr 11, 2025 23:22 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: কী বললেন মহেন্দ্র সিং ধোনি?
চেন্নাই সুপার কিংস দলের বর্তমান অধিনায়কের কথায়, 'আমাদের সামনে বেশ কয়েকটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু, সেগুলো ঠিকঠাকভাবে ট্যাকল করা দরকার ছিল। এই ম্য়াচে আমরা খুব বেশি রান করতে পারিনি। কারণ বলটা একটু থেমে তারপর ব্য়াটে আসছিল। এমনকী, দ্বিতীয় ইনিংসেও একই ঘটনা ঘটেছে। কলকাতা নাইট রাইডার্স দলে বিশ্বমানের স্পিনার রয়েছে। তাদের বিরুদ্ধে আমরা এঁটে উঠতে পারিনি।'
Apr 11, 2025 22:35 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: ঘরের মাঠে দুরমুশ চেন্নাই সুপার কিংস
ঘরের মাঠে দুরমুশ হয়ে গেল চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তারা ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাস্ত হল। কেকেআর ব্রিগেডের হয়ে দুই ওপেনারই দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করলেন। ১৬ বলে ২৩ রান করলেন কুইন্টন ডি কক। মাত্র ১৮ বলে ৪৪ রান করেন সুনীল নারিন। ১০৪ রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই কেকেআর ৪৬ রান তুলে ফেলে। এরপর জয় ছিল সময়ের অপেক্ষা। বাকি কাজটা অধিনায়ক অজিঙ্কা রাহানে (২০*) এবং রিঙ্কু সিং (১৫*) করে দেন।
৫৯ বল বাকি থাকতেই কলকাতা নাইট রাইডার্স এই জয় ছিনিয়ে আনল।
Apr 11, 2025 22:23 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: ফিরে গেলেন সুনীল নারিন
১৮ বলে ৪৪ রান করে আউট হলেন সুনীল নারিন। নূর আহমেদ তাঁর উইকেট শিকার করেন।
ব্যাট করতে এসেছেন রিঙ্কু সিং।
লাইভ স্কোর: কলকাতা নাইট রাইডার্স (৮৭/২, ৮ ওভার) বনাম চেন্নাই সুপার কিংস, জয়ের জন্য দরকার ১০৪ রান। রিঙ্কু (১*) এবং রাহানে (১৬*)।
Apr 11, 2025 22:21 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: পাওয়ারপ্লে'তে রানের বন্যা
পাওয়ারপ্লে চলাকালীন ৭১ রান তুলল কলকাতা নাইট রাইডার্স! কলকাতা যে আপাতত জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, তা বলা যেতেই পারে। পাওয়ারপ্লে চলাকালীন এই ম্য়াচে ভাগ্য লেখা হয়ে গিয়েছে। আর ১৪ ওভারে দরকার ৩৩ রান।
লাইভ স্কোর: কলকাতা নাইট রাইডার্স (৭১/১, ৬ ওভার) বনাম চেন্নাই সুপার কিংস, জয়ের জন্য দরকার ১০৪ রান। নারিন (৩১*) এবং রাহানে (১৪*)।
Apr 11, 2025 22:02 IST
CSK vs KKR IPL 2025 Live Updates:ঝড় তুলেও ফিরে গেলেন ডি কক
চেন্নাই সুপার কিংসকে কিছুটা হলেও স্বস্তি দিলেন অংশুল কম্বোজ। তিনি কেকেআর ব্রিগেডের বিধ্বংসী ওপেনিং পার্টনারশিপ ভাঙলেন। বড় শট হাঁকাতে গিয়েছিলেন কুইন্টন ডি কক। কিন্তু, কম্বোজের বলে পরাস্ত হলেন তিনি।
১৬ বলে ২৩ রান করে ফিরলেন ডি কক।
এবার ব্যাট করতে নামলেন অজিঙ্কা রাহানে।
লাইভ স্কোর: কলকাতা নাইট রাইডার্স (৫৩/১, ৫ ওভার) বনাম চেন্নাই সুপার কিংস, জয়ের জন্য দরকার ১০৪ রান। নারিন (২১*) এবং রাহানে (৬*)।
Apr 11, 2025 22:02 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: মারমুখী মেজাজে কলকাতার দুই ওপেনার
চেন্নাই সুপার কিংসের প্রথম ওভারে ১২ রান দিলেন অংশুল কম্বোজ। কুইন্টন ডি কক হাঁকালেন বিশাল ছক্কা।
প্রসঙ্গত, চেন্নাই ২০ ওভারে একটাই ছক্কা হাঁকাতে পেরেছে। আর কলকাতা প্রথম ২ ওভারে জোড়া ছক্কা হাঁকিয়েছে।
লাইভ স্কোর: কলকাতা নাইট রাইডার্স (১৮/০, ২ ওভার) বনাম চেন্নাই সুপার কিংস, জয়ের জন্য দরকার ১০৪ রান।
Apr 11, 2025 21:30 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: কোনওমতে ১০০ পার, চিপকে লজ্জার রেকর্ড চেন্নাই সুপার কিংসের
চিপক স্টেডিয়ামে সর্বনিম্ন রানের রেকর্ড কায়েম করল চেন্নাই সুপার কিংস। আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন। নির্ধারিত ২০ ওভারে তিনি ৯ উইকেট হারিয়ে ১০৩ রান করে। এই ম্য়াচে কেকেআর বোলাররা শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করেছিল। বিজয় একাধিক জীবনদান পেলেও তা কাজে লাগাতে পারলেন না। রাহুলের সঙ্গে তিনি ৪৩ রানের পার্টনারশিপ গড়েন। চেন্নাইয়ের হয়ে সর্বাধিক স্কোর করলেন শিবম দুবে। তিনি ২৯ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। এই ম্য়াচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দীপক হুডাকে ব্যাট করতে নামিয়েছিল সিএসকে। অর্থাৎ পাথিরানা এই ম্য়াচে বল করতে পারবেন না। চেন্নাইয়ের কাজটা যে আরও কঠিন হয়ে গেল, তা বলাই বাহুল্য।
Apr 11, 2025 21:12 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: দুর্দান্ত স্পেল করলেন বরুণ চক্রবর্তী
শেষ হল বরুণ চক্রবর্তীর বোলিং। ৪ ওভারে তিনি মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন। চতুর্থ ওভারে তিনি মাত্র ১ রান দিলেন। চেন্নাই ব্যাটাররা ইতিমধ্যে হাল ছেড়ে দিয়েছে।
লাইভ স্কোর: চেন্নাই সুপার কিংস (৭৮/৮, ১৭ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্স নূর আহমেদ (১*), শিবম দুবে (১২*)।
Apr 11, 2025 20:53 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: পারলেন না ধোনিও!
সুনীলের নারিনের বিরুদ্ধে খুব বেশি মাহি ম্য়াজিক দেখাতে পারলেন না ধোনি। চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নিলেন এই ক্যারিবিয়ান তারকা। ১০০ রানের মধ্যে কি চেন্নাই অলআউট হয়ে যাবে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
শেষ ১৮ বলে ৭ রান এবং ৩ উইকেট এসেছে। শেষ ৪৯ বলে কোনও উইকেট আসেনি।
অন-ফিল্ড আম্পায়ার ধোনিকে LBW দিয়েছিলেন। ধোনি ফ্রন্টফুটে বলটা ডিফেন্স করতে যান। মাহি রিভিউ নেন। কিন্তু, শেষপর্যন্ত দেখা যায় বলটা তাঁর ব্যাটের ভিতরের কানা লাগেনি।
লাইভ স্কোর: চেন্নাই সুপার কিংস (৭৬/৮, ১৪ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্স নূর আহমেদ (১*), শিবম দুবে (১১*)।
Apr 11, 2025 20:45 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: এবার ফিরলেন রবীন্দ্র জাদেজা
এবার জাদেজার ফেরার পালা। সুনীল নারিন তাঁকে ফেরালেন।
অফসাইডের বাইরে ব্যাক অফ লেংথ ডেলিভারি ছিল। বলটা মারাত্মক ঘোরে। বলটা জাদেজার ব্যাটের কানা লাগে। দুর্দান্ত ক্যাচ নেন কুইন্টন ডি কক দুর্দান্ত ক্যাচ ধরলেন। কেকেআর ব্রিগেডে উদযাপনের পালা।
লাইভ স্কোর: চেন্নাই সুপার কিংস (৭১/৬, ১৪ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্স দীপকক হুডা (০*), শিবম দুবে (৭*)।
Apr 11, 2025 20:31 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: এবার রাহুল ত্রিপাঠীর ফেরার পালা
ফিরে গেলেন চেন্নাই সুপার কিংসের দুই সেট ব্যাটার। বিজয় শংকরের পর এবার ফিরে গেলেন রাহুল ত্রিপাঠী।
অফ ব্রেক বোলারের বিরুদ্ধে রুম তৈরি করে ড্রাইভ করতে গিয়েছিলেন ত্রিপাঠী। কিন্তু, রাহুল সম্পূর্ণ পরাস্ত হলেন। বলটা সোজা উইকেটে আঘাত করে। ছিটকে যায় অফ স্টাম্প।
২২ বলে ১৬ রান করে ফিরে গেলেন রাহুল ত্রিপাঠী।
নতুন ব্যাটার আর অশ্বিন।
স্কোর: চেন্নাই সুপার কিংস (৬৫/৪, ১১ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্স আর অশ্বিন (০*), শিবম দুবে (৩*)।
Apr 11, 2025 20:29 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: অবশেষে ফিরলেন বিজয় শংকর
জোড়া সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না বিজয় শংকর। তৃতীয়বার ভাগ্য কিন্তু তাঁকে আর সঙ্গ দিল না। বরুণ চক্রবর্তী তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন।
বরুণের শর্ট অফ লেংথ ডেলিভারিতে বড় শট খেলতে যান বিজয়। কিন্তু, বলটা তাঁর ব্যাটে ঠিকঠাকভাবে কানেক্ট হয়নি। ব্যাকওয়ার্ড স্কোয়ারে দাঁড়িয়ে সহজ ক্যাচ নিলেন মঈন আলি।
আর বিজয় ফেরার পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সুনীল নারিন এবং ভেঙ্কটেশ আইয়ার।
২১ বলে ২৯ রান করে ফিরলেন বিজয় শংকর।
লাইভ স্কোর: চেন্নাই সুপার কিংস (৬০/৩, ১০ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্স রাহুল ত্রিপাঠী (১৫*), শিবম দুবে (১*)।
Apr 11, 2025 20:09 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: আরও একটি জীবনদান পেলেন বিজয় শংকর
সুনীল নারিনের পর এবং ক্যাচ মিস করলেন ভেঙ্কটেশ আইয়ার। বিজয় শংকরকে আরও একটা লাইফলাইন দিলেন। বলটা সঠিকভাবে বুঝতে না পারার জন্য একটা সহজ ক্যাচ মিস করলেন। হর্ষিত রানার ভাগ্যটাই খারাপ। দুর্দান্ত বল করেও উইকেট শিকার করতে পারছেন না।
লাইভ স্কোর: চেন্নাই সুপার কিংস (৫০/২, ৮ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্স রাহুল ত্রিপাঠী (১১*), বিজয় শংকর (২৩*)।
Apr 11, 2025 20:02 IST
CSK vs KKR IPL 2025 Live Updates:হর্ষিত রানার বলে আউট রাচিন রবীন্দ্র
ডেভন কনওয়ে আউট হওয়ার পর তাঁর কিউয়ি সতীর্থ রাচিন রবীন্দ্রও ফিরে গেলেন। প্রথম বলেই রাচিনের উইকেট শিকার করলেন হর্ষিত।
হর্ষিত ব্যাক অফ লেংথ ডেলিভারি করেছিলেন। রাচিন অ্যাক্রস দ্য লাইন খেলতে যান। বলটা তাঁর ব্যাটের কানা লেগে সোজা উপরের দিকে উঠে যায়। এক্সট্রা কভারে দাঁড়িয়ে সহজ ক্যাচ নিলেন রাহানে।
লাইভ স্কোর: চেন্নাই সুপার কিংস (১৬/২, ৪.১ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্সয রাচিন রবীন্দ্র (৪*), বিজয় শংকর (০)।
Apr 11, 2025 19:57 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: ফিরলেন ডেভন কনওয়ে
ডেভন কনওয়ের গুরুত্বপূর্ণ উইকেট শিকার করলেন মঈন আলি। শুরুটা ভাল করতে পারলেন না ডেভন। মঈনকে রিভার্স সুইপ করতে যান কনওয়ে। কিন্তু, বলের লাইন মিস করলেন তিনি। বলটা তাঁর ফ্রন্ট প্যাডে আঘাত করল।
অন-ফিল্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলেও, সিএসকে রিভিউ নেয়। কিন্তু, সেই আবেদন নাকচ করে দেন তৃতীয় আম্পায়ার।
ব্যাট করতে নামলেন রাহুল ত্রিপাঠী
লাইভ স্কোর: চেন্নাই সুপার কিংস (১৬/১, ৩.১ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্সয রাচিন রবীন্দ্র (৪*), ডেভন কনওয়ে (১২)।
Apr 11, 2025 19:42 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: কেমন হল দুই দলের প্রথম একাদশ?
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে মঈন আলি এসেছেন স্পেনসার জনসনের জায়গায়। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশে রুতুরাজ গায়কোয়াড় এবং মুকেশ চৌধুরির বদলে এসেছেন রাহুল ত্রিপাঠী এবং অংশুল কম্বোজ।
Apr 11, 2025 19:39 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: টস জিতে ফিল্ডিং কলকাতার
টসে জিতল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অজিঙ্কা রাহানে।
Apr 11, 2025 17:00 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: চেন্নাই সুপার কিংসের পূর্ণাঙ্গ স্কোয়াড
এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, শিভম দুবে, মাথিশা পাথিরানা, নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, সৈয়দ খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, বিজয় শঙ্কর, স্যাম কুরান, শেখ রাশিদ, অংশুল কম্বোজ, মুকেশ চৌধুরি, দীপক হুডা, গুরুজনপ্রীত সিং, নাথান এলিস, জেমি ওভার্টন, কমলেশ নাগরকোটি, রামকৃষ্ণন ঘোষ, শ্রেয়াস গোপাল, বংশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ।
Apr 11, 2025 17:00 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড
কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্ককৃষ রঘুবংশী, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, মণীশ পান্ডে, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেন্সার জনসন, বরুণ চক্রবর্তী, এনরিক নর্টজে, বৈভব অরোরা, অনুকূল রায়, লাভনীথ সিসোদিয়া, মইন আলি, রভম্যান পাওয়েল, ময়াঙ্ক মারকান্ডে, রহমানুল্লাহ গুরবাজ এবং চেতন সাকারিয়া।
Apr 11, 2025 16:56 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: চিপক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্য়ান্স
চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড যথেষ্ট লজ্জাজনক। চেন্নাই সুপার কিংসের ডেরায় কেকেআর এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলেছে। এরমধ্যে মাত্র ৩ ম্য়াচেই তারা জিততে পেরেছে। বাকি ৭ ম্য়াচে বাজিমাত করেছে চেন্নাই। অর্থাৎ কেকেআর ব্রিগেডকে এখানে জেতার জন্য যথেষ্ট লড়াই করতে হবে। ২০২৩ সালে চিপক স্টেডিয়ামে শেষবার কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করেছিল। গত বছর এই মাঠে যখন দুটো দল খেলতে নামে, তখন কেকেআর ৭ উইকেটে পরাজয় স্বীকার করে।
Apr 11, 2025 16:56 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: চলতি মরশুমে দুই দলের পারফরম্য়ান্স
এই মরশুমে দুটো দলই নিজেদের যোগ্যতা অনুসারে পারফরম্য়ান্স করতে পারেনি। গত ৫ ম্য়াচের মধ্যে চারটেতেই হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের গাড়িও ইতিমধ্য়ে ধাক্কা খেয়েছে। ব্যাটিং এবং বোলিং দুটো ডিপার্টমেন্টে চেন্নাই সুপার কিংস নিজেদের সম্মানরক্ষা করতে পারেনি।
Apr 11, 2025 16:55 IST
CSK vs KKR IPL 2025 Live Updates: চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স
নমস্কার! iebangla-র লাইভ ব্লগে আপনাকে স্বাগত। আজ IPL 2025-এর ২৫তম ম্যাচে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে খেলতে নামছে গত মরশুমের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
CSK vs KKR Highlights, IPL 2025: ঘরের মাঠে লজ্জার হার, চেন্নাইকে দুরমুশ করল কলকাতা নাইট রাইডার্স
CSK vs KKR Highlights, Chennai Super Kings vs Kolkata Knight Riders IPL 2025: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারল না চেন্নাই সুপার কিংস। ব্যাটিংয়ের পর বল হাতেও তারা ব্যর্থ হয়।
CSK vs KKR Highlights, Chennai Super Kings vs Kolkata Knight Riders IPL 2025: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারল না চেন্নাই সুপার কিংস। ব্যাটিংয়ের পর বল হাতেও তারা ব্যর্থ হয়।
মহেন্দ্র সিং ধোনি এবং অজিঙ্কা রাহানে
CSK vs KKR IPL 2025 Highlights: নমস্কার! iebangla-র লাইভ ব্লগে আপনাকে স্বাগত। আজ IPL 2025-এর ২৫তম ম্যাচে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে খেলতে নেমেছিল গত মরশুমের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই ম্য়াচে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠায় কেকেআর। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান করে। জবাবে কলকাতা ৫৯ বল বাকি থাকতে ৮ উইকেটে এই ম্য়াচটা জিতে নিল।
CSK vs KKR IPL 2025 Live Updates: কী বললেন মহেন্দ্র সিং ধোনি?
চেন্নাই সুপার কিংস দলের বর্তমান অধিনায়কের কথায়, 'আমাদের সামনে বেশ কয়েকটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু, সেগুলো ঠিকঠাকভাবে ট্যাকল করা দরকার ছিল। এই ম্য়াচে আমরা খুব বেশি রান করতে পারিনি। কারণ বলটা একটু থেমে তারপর ব্য়াটে আসছিল। এমনকী, দ্বিতীয় ইনিংসেও একই ঘটনা ঘটেছে। কলকাতা নাইট রাইডার্স দলে বিশ্বমানের স্পিনার রয়েছে। তাদের বিরুদ্ধে আমরা এঁটে উঠতে পারিনি।'
CSK vs KKR IPL 2025 Live Updates: ঘরের মাঠে দুরমুশ চেন্নাই সুপার কিংস
ঘরের মাঠে দুরমুশ হয়ে গেল চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তারা ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাস্ত হল। কেকেআর ব্রিগেডের হয়ে দুই ওপেনারই দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করলেন। ১৬ বলে ২৩ রান করলেন কুইন্টন ডি কক। মাত্র ১৮ বলে ৪৪ রান করেন সুনীল নারিন। ১০৪ রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই কেকেআর ৪৬ রান তুলে ফেলে। এরপর জয় ছিল সময়ের অপেক্ষা। বাকি কাজটা অধিনায়ক অজিঙ্কা রাহানে (২০*) এবং রিঙ্কু সিং (১৫*) করে দেন।
৫৯ বল বাকি থাকতেই কলকাতা নাইট রাইডার্স এই জয় ছিনিয়ে আনল।
CSK vs KKR IPL 2025 Live Updates: ফিরে গেলেন সুনীল নারিন
১৮ বলে ৪৪ রান করে আউট হলেন সুনীল নারিন। নূর আহমেদ তাঁর উইকেট শিকার করেন।
ব্যাট করতে এসেছেন রিঙ্কু সিং।
লাইভ স্কোর: কলকাতা নাইট রাইডার্স (৮৭/২, ৮ ওভার) বনাম চেন্নাই সুপার কিংস, জয়ের জন্য দরকার ১০৪ রান। রিঙ্কু (১*) এবং রাহানে (১৬*)।
CSK vs KKR IPL 2025 Live Updates: পাওয়ারপ্লে'তে রানের বন্যা
পাওয়ারপ্লে চলাকালীন ৭১ রান তুলল কলকাতা নাইট রাইডার্স! কলকাতা যে আপাতত জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, তা বলা যেতেই পারে। পাওয়ারপ্লে চলাকালীন এই ম্য়াচে ভাগ্য লেখা হয়ে গিয়েছে। আর ১৪ ওভারে দরকার ৩৩ রান।
লাইভ স্কোর: কলকাতা নাইট রাইডার্স (৭১/১, ৬ ওভার) বনাম চেন্নাই সুপার কিংস, জয়ের জন্য দরকার ১০৪ রান। নারিন (৩১*) এবং রাহানে (১৪*)।
CSK vs KKR IPL 2025 Live Updates:ঝড় তুলেও ফিরে গেলেন ডি কক
চেন্নাই সুপার কিংসকে কিছুটা হলেও স্বস্তি দিলেন অংশুল কম্বোজ। তিনি কেকেআর ব্রিগেডের বিধ্বংসী ওপেনিং পার্টনারশিপ ভাঙলেন। বড় শট হাঁকাতে গিয়েছিলেন কুইন্টন ডি কক। কিন্তু, কম্বোজের বলে পরাস্ত হলেন তিনি।
১৬ বলে ২৩ রান করে ফিরলেন ডি কক।
এবার ব্যাট করতে নামলেন অজিঙ্কা রাহানে।
লাইভ স্কোর: কলকাতা নাইট রাইডার্স (৫৩/১, ৫ ওভার) বনাম চেন্নাই সুপার কিংস, জয়ের জন্য দরকার ১০৪ রান। নারিন (২১*) এবং রাহানে (৬*)।
CSK vs KKR IPL 2025 Live Updates: মারমুখী মেজাজে কলকাতার দুই ওপেনার
চেন্নাই সুপার কিংসের প্রথম ওভারে ১২ রান দিলেন অংশুল কম্বোজ। কুইন্টন ডি কক হাঁকালেন বিশাল ছক্কা।
প্রসঙ্গত, চেন্নাই ২০ ওভারে একটাই ছক্কা হাঁকাতে পেরেছে। আর কলকাতা প্রথম ২ ওভারে জোড়া ছক্কা হাঁকিয়েছে।
লাইভ স্কোর: কলকাতা নাইট রাইডার্স (১৮/০, ২ ওভার) বনাম চেন্নাই সুপার কিংস, জয়ের জন্য দরকার ১০৪ রান।
CSK vs KKR IPL 2025 Live Updates: কোনওমতে ১০০ পার, চিপকে লজ্জার রেকর্ড চেন্নাই সুপার কিংসের
চিপক স্টেডিয়ামে সর্বনিম্ন রানের রেকর্ড কায়েম করল চেন্নাই সুপার কিংস। আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন। নির্ধারিত ২০ ওভারে তিনি ৯ উইকেট হারিয়ে ১০৩ রান করে। এই ম্য়াচে কেকেআর বোলাররা শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করেছিল। বিজয় একাধিক জীবনদান পেলেও তা কাজে লাগাতে পারলেন না। রাহুলের সঙ্গে তিনি ৪৩ রানের পার্টনারশিপ গড়েন। চেন্নাইয়ের হয়ে সর্বাধিক স্কোর করলেন শিবম দুবে। তিনি ২৯ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। এই ম্য়াচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দীপক হুডাকে ব্যাট করতে নামিয়েছিল সিএসকে। অর্থাৎ পাথিরানা এই ম্য়াচে বল করতে পারবেন না। চেন্নাইয়ের কাজটা যে আরও কঠিন হয়ে গেল, তা বলাই বাহুল্য।
CSK vs KKR IPL 2025 Live Updates: দুর্দান্ত স্পেল করলেন বরুণ চক্রবর্তী
শেষ হল বরুণ চক্রবর্তীর বোলিং। ৪ ওভারে তিনি মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন। চতুর্থ ওভারে তিনি মাত্র ১ রান দিলেন। চেন্নাই ব্যাটাররা ইতিমধ্যে হাল ছেড়ে দিয়েছে।
লাইভ স্কোর: চেন্নাই সুপার কিংস (৭৮/৮, ১৭ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্স নূর আহমেদ (১*), শিবম দুবে (১২*)।
CSK vs KKR IPL 2025 Live Updates: পারলেন না ধোনিও!
সুনীলের নারিনের বিরুদ্ধে খুব বেশি মাহি ম্য়াজিক দেখাতে পারলেন না ধোনি। চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নিলেন এই ক্যারিবিয়ান তারকা। ১০০ রানের মধ্যে কি চেন্নাই অলআউট হয়ে যাবে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
শেষ ১৮ বলে ৭ রান এবং ৩ উইকেট এসেছে। শেষ ৪৯ বলে কোনও উইকেট আসেনি।
অন-ফিল্ড আম্পায়ার ধোনিকে LBW দিয়েছিলেন। ধোনি ফ্রন্টফুটে বলটা ডিফেন্স করতে যান। মাহি রিভিউ নেন। কিন্তু, শেষপর্যন্ত দেখা যায় বলটা তাঁর ব্যাটের ভিতরের কানা লাগেনি।
লাইভ স্কোর: চেন্নাই সুপার কিংস (৭৬/৮, ১৪ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্স নূর আহমেদ (১*), শিবম দুবে (১১*)।
CSK vs KKR IPL 2025 Live Updates: এবার ফিরলেন রবীন্দ্র জাদেজা
এবার জাদেজার ফেরার পালা। সুনীল নারিন তাঁকে ফেরালেন।
অফসাইডের বাইরে ব্যাক অফ লেংথ ডেলিভারি ছিল। বলটা মারাত্মক ঘোরে। বলটা জাদেজার ব্যাটের কানা লাগে। দুর্দান্ত ক্যাচ নেন কুইন্টন ডি কক দুর্দান্ত ক্যাচ ধরলেন। কেকেআর ব্রিগেডে উদযাপনের পালা।
লাইভ স্কোর: চেন্নাই সুপার কিংস (৭১/৬, ১৪ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্স দীপকক হুডা (০*), শিবম দুবে (৭*)।
CSK vs KKR IPL 2025 Live Updates:আশার আলো দেখাতে পারলেন না অশ্বিন
এই ম্য়াচে রবি অশ্বিনকে ব্যাটিং অর্ডারে প্রোমোট করা হয়েছিল। কিন্তু, হর্ষিত রানা তাঁর উইকেট শিকার করলেন।
হর্ষিতের শর্ট বলে অফসাইডের বাইরে থেকে পুল করতে যান অশ্বিন। কিন্তু, লং অন অঞ্চলটা টপকাতে পারলেন না তিনি। বৈভব অরোরা সহজ ক্যাচ তালুবন্দি করলেন।
এবারও নামলেন না ধোনি। নতুন ব্যাটার জাদেজা।
লাইভ স্কোর: চেন্নাই সুপার কিংস (৭০/৫, ১৩ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্স দীপক হুডা (০*), শিবম দুবে (৭*)।
CSK vs KKR IPL 2025 Live Updates: এবার রাহুল ত্রিপাঠীর ফেরার পালা
ফিরে গেলেন চেন্নাই সুপার কিংসের দুই সেট ব্যাটার। বিজয় শংকরের পর এবার ফিরে গেলেন রাহুল ত্রিপাঠী।
অফ ব্রেক বোলারের বিরুদ্ধে রুম তৈরি করে ড্রাইভ করতে গিয়েছিলেন ত্রিপাঠী। কিন্তু, রাহুল সম্পূর্ণ পরাস্ত হলেন। বলটা সোজা উইকেটে আঘাত করে। ছিটকে যায় অফ স্টাম্প।
২২ বলে ১৬ রান করে ফিরে গেলেন রাহুল ত্রিপাঠী।
নতুন ব্যাটার আর অশ্বিন।
স্কোর: চেন্নাই সুপার কিংস (৬৫/৪, ১১ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্স আর অশ্বিন (০*), শিবম দুবে (৩*)।
CSK vs KKR IPL 2025 Live Updates: অবশেষে ফিরলেন বিজয় শংকর
জোড়া সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না বিজয় শংকর। তৃতীয়বার ভাগ্য কিন্তু তাঁকে আর সঙ্গ দিল না। বরুণ চক্রবর্তী তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন।
বরুণের শর্ট অফ লেংথ ডেলিভারিতে বড় শট খেলতে যান বিজয়। কিন্তু, বলটা তাঁর ব্যাটে ঠিকঠাকভাবে কানেক্ট হয়নি। ব্যাকওয়ার্ড স্কোয়ারে দাঁড়িয়ে সহজ ক্যাচ নিলেন মঈন আলি।
আর বিজয় ফেরার পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সুনীল নারিন এবং ভেঙ্কটেশ আইয়ার।
২১ বলে ২৯ রান করে ফিরলেন বিজয় শংকর।
লাইভ স্কোর: চেন্নাই সুপার কিংস (৬০/৩, ১০ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্স রাহুল ত্রিপাঠী (১৫*), শিবম দুবে (১*)।
CSK vs KKR IPL 2025 Live Updates: আরও একটি জীবনদান পেলেন বিজয় শংকর
সুনীল নারিনের পর এবং ক্যাচ মিস করলেন ভেঙ্কটেশ আইয়ার। বিজয় শংকরকে আরও একটা লাইফলাইন দিলেন। বলটা সঠিকভাবে বুঝতে না পারার জন্য একটা সহজ ক্যাচ মিস করলেন। হর্ষিত রানার ভাগ্যটাই খারাপ। দুর্দান্ত বল করেও উইকেট শিকার করতে পারছেন না।
লাইভ স্কোর: চেন্নাই সুপার কিংস (৫০/২, ৮ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্স রাহুল ত্রিপাঠী (১১*), বিজয় শংকর (২৩*)।
CSK vs KKR IPL 2025 Live Updates: বিজয় শংকরের ক্যাচ মিস করলেন সুনীল নারিন
আরও একটি উইকেট শিকার করতে পারতেন হর্ষিত রানা। কিন্তু, সুনীল নারিন মিড অফে দাঁড়িয়ে বিজয় শংকরের ক্যাচ মিস করলেন। বলটা সুনীলের দুই হাতের ফাঁক গলে বেরিয়ে গেল।
লাইভ স্কোর: চেন্নাই সুপার কিংস (১৮/২, ৫ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্স রাহুল ত্রিপাঠী (০*), বিজয় শংকর (২*)।
CSK vs KKR IPL 2025 Live Updates:হর্ষিত রানার বলে আউট রাচিন রবীন্দ্র
ডেভন কনওয়ে আউট হওয়ার পর তাঁর কিউয়ি সতীর্থ রাচিন রবীন্দ্রও ফিরে গেলেন। প্রথম বলেই রাচিনের উইকেট শিকার করলেন হর্ষিত।
হর্ষিত ব্যাক অফ লেংথ ডেলিভারি করেছিলেন। রাচিন অ্যাক্রস দ্য লাইন খেলতে যান। বলটা তাঁর ব্যাটের কানা লেগে সোজা উপরের দিকে উঠে যায়। এক্সট্রা কভারে দাঁড়িয়ে সহজ ক্যাচ নিলেন রাহানে।
লাইভ স্কোর: চেন্নাই সুপার কিংস (১৬/২, ৪.১ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্সয রাচিন রবীন্দ্র (৪*), বিজয় শংকর (০)।
CSK vs KKR IPL 2025 Live Updates: ফিরলেন ডেভন কনওয়ে
ডেভন কনওয়ের গুরুত্বপূর্ণ উইকেট শিকার করলেন মঈন আলি। শুরুটা ভাল করতে পারলেন না ডেভন। মঈনকে রিভার্স সুইপ করতে যান কনওয়ে। কিন্তু, বলের লাইন মিস করলেন তিনি। বলটা তাঁর ফ্রন্ট প্যাডে আঘাত করল।
অন-ফিল্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলেও, সিএসকে রিভিউ নেয়। কিন্তু, সেই আবেদন নাকচ করে দেন তৃতীয় আম্পায়ার।
ব্যাট করতে নামলেন রাহুল ত্রিপাঠী
লাইভ স্কোর: চেন্নাই সুপার কিংস (১৬/১, ৩.১ ওভার) বনাম কলকাতা নাইট রাইডার্সয রাচিন রবীন্দ্র (৪*), ডেভন কনওয়ে (১২)।
CSK vs KKR IPL 2025 Live Updates: কেমন হল দুই দলের প্রথম একাদশ?
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে মঈন আলি এসেছেন স্পেনসার জনসনের জায়গায়। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশে রুতুরাজ গায়কোয়াড় এবং মুকেশ চৌধুরির বদলে এসেছেন রাহুল ত্রিপাঠী এবং অংশুল কম্বোজ।
CSK vs KKR IPL 2025 Live Updates: টস জিতে ফিল্ডিং কলকাতার
টসে জিতল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অজিঙ্কা রাহানে।
CSK vs KKR IPL 2025 Live Updates: চেন্নাই সুপার কিংসের পূর্ণাঙ্গ স্কোয়াড
এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, শিভম দুবে, মাথিশা পাথিরানা, নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, সৈয়দ খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, বিজয় শঙ্কর, স্যাম কুরান, শেখ রাশিদ, অংশুল কম্বোজ, মুকেশ চৌধুরি, দীপক হুডা, গুরুজনপ্রীত সিং, নাথান এলিস, জেমি ওভার্টন, কমলেশ নাগরকোটি, রামকৃষ্ণন ঘোষ, শ্রেয়াস গোপাল, বংশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ।
CSK vs KKR IPL 2025 Live Updates: কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড
কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্ককৃষ রঘুবংশী, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, মণীশ পান্ডে, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেন্সার জনসন, বরুণ চক্রবর্তী, এনরিক নর্টজে, বৈভব অরোরা, অনুকূল রায়, লাভনীথ সিসোদিয়া, মইন আলি, রভম্যান পাওয়েল, ময়াঙ্ক মারকান্ডে, রহমানুল্লাহ গুরবাজ এবং চেতন সাকারিয়া।
CSK vs KKR IPL 2025 Live Updates: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামার আগে কী বললেন বরুণ?
CSK vs KKR IPL 2025 Live Updates: চিপক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্য়ান্স
চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড যথেষ্ট লজ্জাজনক। চেন্নাই সুপার কিংসের ডেরায় কেকেআর এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলেছে। এরমধ্যে মাত্র ৩ ম্য়াচেই তারা জিততে পেরেছে। বাকি ৭ ম্য়াচে বাজিমাত করেছে চেন্নাই। অর্থাৎ কেকেআর ব্রিগেডকে এখানে জেতার জন্য যথেষ্ট লড়াই করতে হবে। ২০২৩ সালে চিপক স্টেডিয়ামে শেষবার কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করেছিল। গত বছর এই মাঠে যখন দুটো দল খেলতে নামে, তখন কেকেআর ৭ উইকেটে পরাজয় স্বীকার করে।
CSK vs KKR IPL 2025 Live Updates: চলতি মরশুমে দুই দলের পারফরম্য়ান্স
এই মরশুমে দুটো দলই নিজেদের যোগ্যতা অনুসারে পারফরম্য়ান্স করতে পারেনি। গত ৫ ম্য়াচের মধ্যে চারটেতেই হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের গাড়িও ইতিমধ্য়ে ধাক্কা খেয়েছে। ব্যাটিং এবং বোলিং দুটো ডিপার্টমেন্টে চেন্নাই সুপার কিংস নিজেদের সম্মানরক্ষা করতে পারেনি।
CSK vs KKR IPL 2025 Live Updates: চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স
নমস্কার! iebangla-র লাইভ ব্লগে আপনাকে স্বাগত। আজ IPL 2025-এর ২৫তম ম্যাচে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে খেলতে নামছে গত মরশুমের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।