/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/wwwww.jpg)
CSK vs KKR Match Live, CSK vs KKR 2019,
IPL 2019, CSK vs KKR 2019 Highlights: চেন্নাইয়ের ঘরের মাঠে খেলতে নামছেন দীনেশ কার্তিক অ্যান্ড কোং। চিপকে টস হেরে রীতিমিত ভরাডুবির কেকেআরের। চেন্নাইয়ের বোলিংয়ের সামনে ১০৮ রানে শেষ হয়ে গেল কলকাতার ইনিংস।
আইপিএলের পয়েন্ট টেবিলে চোখ রাখলে দেখা যাবে মঙ্গলবার টুর্নামেন্টের ফার্স্ট বয়ের সঙ্গে সেকেন্ড বয়ের মহারণ। ধোনি-দীনেশরা পাঁচটি করে ম্যাচ খেলেছেন। দু'দলই চারটি করে জয়ের সুবাদে আট পয়েন্ট সংগ্রহ করেছেন। নেট রানেরেটের বিচারে কেকেআর এগিয়ে থাকায় তারা একে। চেন্নাই দু'নম্বরে। আজ ধোনিরা জিততে পারলেই হয়ে যাবেন টেবিলটপার।
IPL 2019 Live: CSK vs KKR Playing 11 Match Highlights
গতকাল মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। রুদ্ধশ্বাস ম্য়াচে ৬ উইকেটে জিতল প্রীতি জিন্টার পাঞ্জাব। ম্য়াচের শেষ ওভার বদলে দিয়েছিল খেলার রঙ।