CSK vs MI Highlights, IPL 2025: কপাল খারাপ মুম্বইয়ের, ধোনির উপস্থিতিতে ম্যাচ জিতল চেন্নাই

CSK vs MI Live Score Streaming, Chennai Super Kings vs Mumbai Indians IPL 2025: আইপিএল টুর্নামেন্টে ধামাকা হতে চলেছে। মুখোমুখি খেলতে নামছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। একদিকে মহেন্দ্র সিং ধোনি এবং অন্যদিকে রোহিত শর্মা।

CSK vs MI Live Score Streaming, Chennai Super Kings vs Mumbai Indians IPL 2025: আইপিএল টুর্নামেন্টে ধামাকা হতে চলেছে। মুখোমুখি খেলতে নামছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। একদিকে মহেন্দ্র সিং ধোনি এবং অন্যদিকে রোহিত শর্মা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
CSK vs MI Live 2

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স

CSK vs MI IPL 2025 Live Updates: ইতিমধ্যেই জমে উঠেছে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট। রবিবার (২৩ মার্চ) এই টুর্নামেন্টে জোড়া ম্য়াচের আয়োজন করা হয়েছে। দিনের প্রথম ম্য়াচে খেলতে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস। ওই ম্য়াচে ঈশান কিষান শতরান করে পারদ চড়িয়ে দিয়েছেন। 

Advertisment

লড়াই সেয়ানে-সেয়ানে

এবার দ্বিতীয় ম্য়াচে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings ) এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians )। একদিকে ধোনি (MS DHONI ), অন্যদিকে রোহিত (Rohit Sharma )। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে। নির্বাসনের কারণে এই ম্য়াচে খেলতে পারবেন না মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর বদলে সূর্যকুমার যাদব মুম্বইকে নেতৃত্ব দেবেন। 

দেখে নিন ম্য়াচের লাইভ আপডেটস:

  • Mar 23, 2025 23:11 IST

    মুম্বইকে হারাল চেন্নাই

    মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪ উইকেটে জিতল চেন্নাই সুপার কিংস। ১৫৬ রান তাড়া করতে নেমে তারা ৬ উইকেটে টার্গেট হাসিল করে নেয়। চেন্নাইয়ের হয়ে রাচিন ৬৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ৫৩ রান করেন। মুম্বইয়ের হয়ে ভিগনেশ পুথুর ৩ উইকেট শিকার করেন।



  • Mar 23, 2025 22:47 IST

    চেন্নাইয়ের পঞ্চম উইকেটের পতন

    পঞ্চম উইকেট হারাল চেন্নাই সুপার কিংস। স্যাম ৪ রান করে আউট হয়ে গেলেন। উইল জ্যাকস তাঁকে আউট করলেন।



  • Advertisment
  • Mar 23, 2025 22:46 IST

    চেন্নাইয়ের চতুর্থ উইকেট পড়ল

    চেন্নাইয়ের চতুর্থ উইকেটের পতন হল। দীপক হুডা ৩ রান করে আউট হয়ে গেলেন। তাঁর উইকেটও ভিগনেশ শিকার করলেন।



  • Mar 23, 2025 22:45 IST

    চেন্নাইয়ের তৃতীয় উইকেটের পতন

    চেন্নাইয়ের তৃতীয় উইকেটের পতন হল। শিবম দুবে ৮ রান করে ফিরে গেলেন। ভিগনেশ পুথুর দ্বিতীয় উইকেট নিলেন। চেন্নাইয়ের স্কোর - ৯৫/৩।



  • Mar 23, 2025 22:13 IST

    চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় উইকেটের পতন

    চেন্নাই সুপার কিংসের দ্বিচীয় উইকেটের পতন হল। রুতুরাজ গায়কোয়াড় ২৬ বলে ৫৩ রান করেছেন। ভিগ্নেশ তাঁকে আউট করলেন।



  • Mar 23, 2025 22:11 IST

    হাফসেঞ্চুরি রুতুরাজের

    রুতুরাজ গায়কোয়াড় ২২ বলে ফিফটি করলেন। তিনি এখনও পর্যন্ত ৬ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন।



  • Mar 23, 2025 22:09 IST

    দুরন্ত শুরুয়াত চেন্নাই সুপার কিংসের

    চেন্নাই সুপার কিংস ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬২ রান করেছে। রুতুরাজ ১৯ বলে ৪২ রান করেছেন। অন্যদিকে ১৮ রানে ব্যাট করছেন রাচিন রবীন্দ্র। ২ রান করে আউট হয়ে গিয়েছেন রাচিন রবীন্দ্র।



  • Mar 23, 2025 21:57 IST

    চেন্নাইয়ের প্রথম উইকেটের পতন

    রাহুল ত্রিপাঠী ফিরে গেলেন। আর সেইসঙ্গে চেন্নাইয়ের প্রথম উইকেটের পতন হল। দীপক চাহার তাঁকে প্যাভিলিয়নে ফেরালেন। রাহুল ৩ বলে ২ রান করে আউট হলেন। চেন্নাইয়ের হয়ে শুরুটা ভাল হল না। ১.৪ ওভারে তারা ১ উইকেট হারিয়ে ১১ রান করেছে। উইকেটে রয়েছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তাঁর থেকে যথেষ্ট প্রত্যাশা রয়েছে।



  • Mar 23, 2025 21:16 IST

    শেষ হল মুম্বইয়ের ইনিংস

    মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করেছে। শেষবেলায় ঝোড়ো ব্যাটিং করেন দীপক চাহার। ১৫ বলে তিনি ২৮ রানে অপরাজিত থাকেন। তবে মুম্বইয়ের হয়ে সর্বাধিক রান করলেন তিলক বর্মা। তিনি ৩১ রান করে আউট হন। চেন্নাইয়ের হয়ে ৪ উইকেট শিকার করেন নুর আহমেদ। এছাড়া তিনটে উইকেট তুলে নেন খলিল।



  • Mar 23, 2025 21:14 IST

    মুম্বই ইন্ডিয়ান্সের নবম উইকেটের পতন

    মুম্বই ইন্ডিয়ান্সের নবম উইকেটের পতন হল। ফিরলেন ট্রেন্ট বোল্ট। খলিল আহমেদ তাঁর উইকেট শিকার করেন।



  • Mar 23, 2025 21:08 IST

    গুরুত্বপূর্ণ রান সংগ্রহ করলেন দীপক চাহার

    দীপক চাহার জোরে ব্যাটটা ঘোরালেন। একটা বাউন্ডারি এবং একটি ছক্কা খলিল আহমেদকে হাঁকালেন।



  • Mar 23, 2025 21:04 IST

    মিচেল স্যান্টনারকে ফেরালেন নাথান এলিস

    মিচেল স্যান্টনারের উইকেট শিকার করলেন নাথান এলিস। স্যান্টনার ১৩ বলে ১১ রান করে ফিরলেন। মুম্বই ইন্ডিয়ান্স আপাতত ৮ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়েছে।



  • Mar 23, 2025 21:02 IST

    চতুর্থ উইকেট নুর আহমেদের

    অসাধারণ বোলিংয়ের ধারাবাহিকতা বজায় রাখলেন নুর আহমেদ। এই ম্য়াচে এটা তাঁর চতুর্থ উইকেট। নমন ধীরকে ক্লিন বোল্ড করে দিলেন তিনি। বাঁ-হাতি এই আর্ম স্পিনারকে মুম্বই ব্যাটাররা একেবারে খেলতে পারলেন না। বিশেষ করে তাঁর বোলিং বৈচিত্র্য বুঝতে পারলেন না মুম্বই ব্যাটাররা। এবার মুম্বইয়ের হয়ে ব্যাট করতে নামলেন দীপক চাহার। শেষপর্যন্ত নুর ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেলন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের স্পিনারদের মধ্যে এটাই সবথেকে ভাল পরিসংখ্যান।



  • Mar 23, 2025 20:39 IST

    একই ওভারে জোড়া উইকেট নুর আহমেদের

    ১৩ ওভারে বল করতে এসেছিলেন নুর আহমেদ। একই ওভারে জোড়া উইকেট শিকার করলেন তিনি। ওভারের চতুর্থ বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রবিন মিনজ (৩)। আর শেষ বলে ফিরলেন তিলক বর্মা (২৫ বলে ৩১ রান) LBW হলে ফিরে যান। আপাতত যথেষ্ট চাপে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। দলের স্কোর - ৯৬/৬।



  • Mar 23, 2025 20:33 IST

    অসাধারণ স্টাম্পিং ধোনির

    কে বলবে, বয়স মাত্র ৪৩ বছর! কিন্তু, রিফ্লেক্স একেবারে ২৩ বছরের। অসাধারণ ক্ষিপ্রতায় উইকেটের পিছনে দাঁড়িয়ে স্টাম্প আউট করলেন। নুরের ডেলিভারি স্কাইয়ের থেকে অনেকটাই দুরে যাচ্ছিল। ক্রিজের বাইরে বেরিয়ে এসে সূর্য বলটা মারতে গিয়েছিলেন। কিন্তু, ব্যাটে বলে সংযোগ হল না। আর সেই সুযোগেই বিদ্যুৎগতিতে বলটা তালুবন্দি করে উইকেটে আঘাত করলেন ধোনি। তৃতীয় আম্পায়ারের পক্ষে সিদ্ধান্ত দিতে অবশ্য খুব বেশি সময় লাগেনি। ২৬ বলে ২৯ রান করে ফিরতে হল সূর্যকুমার যাদবকে। তিনি জোড়া বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকান।

    দেখুন ভিডিও:



  • Mar 23, 2025 20:24 IST

    হাল ধরলেন সূর্যকুমার এবং তিলক

    সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা মুম্বই ইন্ডিয়ান্সের ইন্ডিয়ান্সের হাল ধরলেন। দুজনে ২১ বলে ৩০ রানের পার্টনারশিপ করেছেন। মুম্বইয়ের স্কোর ৮ ওভার শেষে ৬৬/৩।



  • Mar 23, 2025 20:21 IST

    ৬ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর

    ৬ ওভারের খেলা শেষ হওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্স ৩ উইকেট হারিয়ে ৫২ রান করেছে। সূর্যকুমার যাদব ১৪ বলে ১৯ রান করে খেলছেন। অন্যদিকে, সূর্যকুমার যাদব ৫ বলে করেছেন ৮ রান।



  • Mar 23, 2025 20:01 IST

    আউট উইল জ্যাকস

    মুম্বই ইন্ডিয়ান্সের তৃতীয় উইকেটের পতন হল। উইল জ্যাকস ৭ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন। তাঁর উইকেট শিকার করলেন রবিচন্দ্রন অশ্বিন। মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর - ৩৬/৩।



  • Mar 23, 2025 19:48 IST

    আউট রায়ান রিকলটন

    এবার দ্বিতীয় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স। আউট হলেন রায়ান রিকলটন। আবারও সেই ত্রাসের নাম খলিল আহমেদ। রায়ানকে ক্লিন বোল্ড করলেন তিনি। ৭ বলে ১৩ রান করলেন মুম্বইয়ের এই ওপেনার।



  • Mar 23, 2025 19:39 IST

    শুরুটা খারাপ করল মুম্বই ইন্ডিয়ান্স

    মুম্বই ইন্ডিয়ান্স ১ ওভারে ১ উইকেট হারিয়ে ৪ রান করেছেন। উইল জ্যাকস আসতে না আসতেই বাউন্ডারি হাঁকিয়ে খাতা খুললেন। অন্যদিকে, রোহিত শর্মা ইতিমধ্যে আউট হয়ে গিয়েছেন।



  • Mar 23, 2025 19:36 IST

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ধাক্কা

    আউট হয়ে গেলেন রোহিত শর্মা। তিনি রানের খাতাও খুলতে পারলেন না। খলিল আহমেদ তাঁর উইকেট শিকার করলেন।



  • Mar 23, 2025 19:35 IST

    ব্যাটিং শুরু মুম্বই ইন্ডিয়ান্সের

    ব্যাট করতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। ওপেন করছেন রোহিত শর্মা এবং রায়ান রিকলটন।



  • Mar 23, 2025 19:14 IST

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ

    রোহিত শর্মা, রায়ান রিকলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, নমন ধীর, রবিন মিনজ, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, সত্যনারায়ণ রাজু।



  • Mar 23, 2025 19:11 IST

    চেন্নাই সুপার কিংসর প্রথম একাদশ

    রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়া়ড় (অধিনায়ক), দীপক হুডা, শিবম দুবে. রবীন্দ্র জাদেজা, স্যাম কারেন, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, নাখান এলিস, খলিল আহমেদ।



  • Mar 23, 2025 19:09 IST

    টস আপডেট

    ঘরের মাঠে প্রথম ম্য়াচ খেলতে নামল চেন্নাই। টসের সঙ্গে গোটা স্টেডিয়াম রুতুরাজ গায়কোয়াড়ের জন্য গমগম করছিল। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। টস জিতে চেন্নাই সুপার কিংস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। তাঁর এই সিদ্ধান্ত কতটা সঠিক হল, তা ম্যাচ গড়ালেই বুঝতে পারা যাবে।



  • Mar 23, 2025 19:04 IST

    চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স

    ২০২৫ আইপিএল টুর্নামেন্টের তৃতীয় ম্য়াচ শুরু হতে চলেছে। এই ম্য়াচে টসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যে দল টসে জিতবে, তারা প্রথমে ব্যাট করতে চাইবে। কারণ, এই উইকেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা যথেষ্ট কঠিন হয়ে যাবে।

    বল ঠিক করে ব্যাটে আসে না। সেকারণে রান তাড়া করতে যথেষ্ট সমস্যা হয়। চেন্নাইয়ের কাছে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ স্পিনার রয়েছে। যদি CSK বড় স্কোর করতে পারে, তাহলে অশ্বিন-জাদেজা জুটি চেন্নাইয়ের কাছে বড় ফ্যাক্টর হতে পারে।



IPL MS DHONI Chennai Super Kings Mumbai Indians Rohit Sharma