/indian-express-bangla/media/media_files/2025/04/20/aytebn5hMBZlrKpOfYpN.jpg)
মহেন্দ্র সিং ধোনি এবং দীপক চাহার
CSK vs MI: ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টের ৩৮ নম্বর ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মধ্যে লড়াই দেখতে পাওয়া যাবে। এই ম্য়াচটি রবিবার অর্থাৎ ২০ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই মরশুমে চেন্নাই সুপার কিংস প্রত্যাশা অনুসারে পারফরম্য়ান্স করতে পারেনি। যদিও রবিবাসরীয় ম্য়াচে দুটো দলই জয়ের লক্ষ্যে মাঠে নামবে। এই ম্য়াচ খেলার জন্য সিএসকে ইতিমধ্যে মুম্বইয়ে পা রেখেছে। আর ম্যাচ শুরুর আগে করছে কঠোর অনুশীলন। গত শনিবার (১৯ এপ্রিল) ম্যাচ শুরু হওয়ার ঠিক একদিন আগে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং দীপক চাহারের (Deepak Chahar) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দীপকের দিকে ব্যাট হাতে তেড়ে গেলেন ক্যাপ্টেন কুল।
ব্যাট হাতে তেড়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি
মুম্বই বনাম চেন্নাই ম্য়াচের আগে মহেন্দ্র সিং ধোনি ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন করছিলেন। ঠিক সেইসময় দীপক চাহার আসেন মাহির কাছে। চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ককে কিছু একটা বলেন তিনি। এরপর ধোনি মজার ছলে তাঁর দিকে ব্যাট হাতে তেড়ে যান। ব্যাপারটা ওখানেই থেমে যায়। এরপর দীপক এবং ধোনি একে অপরের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে আলোচনা করতে থাকেন। গোটা ঘটনাটির ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
MS Dhoni Net Worth: ক্রিকেটের মতো ব্যবসাও ভাল বোঝেন ধোনি! কীভাবে বানালেন ১০০০ কোটির সাম্রাজ্য?
দেখে নিন সেই মজার ভিডিও:
The Bond between MS Dhoni and Deepak Chahar is be♥️.. Brothers..#TATAIPL2025#TATAIPL#IPL#IPLUpdate#RCBvsPBKS#DCvGT#DCvsGT#GTvDC#DCvGT#LSGvRR#LSGvRR#RRvsLSG#RRvLSG#CSKvsMIpic.twitter.com/AYqeQ02mDS
— Kiran Vaniya (@kiranvaniya) April 19, 2025
সিএসকে-র অবস্থা যথেষ্ট খারাপ
চলতি আইপিএল টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত যথেষ্ট খারাপ পারফরম্য়ান্স করেছে। এই মরশুমে তারা ৭ ম্য়াচ এখনও পর্যন্ত খেলেছে। কিন্তু, এরমধ্যে ৫ ম্য়াচেই তারা হেরে গিয়েছে। মাত্র ২ ম্য়াচ জিততে পেরেছে হলুদবাহিনী। বর্তমানে সিএসকে লিগ টেবিলে মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করে ১০ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। প্লে-অফে উঠতে গেলে তাদের বাকি সাতটার মধ্যে অন্তত ৬ ম্য়াচে জিততেই হবে।
ধোনির থেকে সমর্থকদের আকাশছোঁয়া প্রত্যাশা
রুতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ার পর চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব মহেন্দ্র সিং ধোনির হাতে তুলে দেওয়া হয়েছে। গত ম্য়াচে ক্যাপ্টেন কুল দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছিল অপরাজিত ২৬ রান। পাশাপাশি দলকে জেতানোর পিছনেও তাঁর অবদান ছিল অনস্বীকার্য। এই পরিস্থিতিতে রবিবাসরীয় ম্য়াচে মুম্বইকে যে হারাতে চাইবে চেন্নাই সুপার কিংস, সেটা আলাদা করে বলার দরকার নেই। গত ৮ ম্য়াচে মহেন্দ্র সিং ধোনি যথাক্রমে ২৬, ১, ২৭*, ৩০*, ১৬, ৩০* এবং ০* রান করেছেন।