IPL 2024 Match no 1, chennai super kings vs royal challengers bengaluru Playing XI: আইপিএলের প্ৰথম ম্যাচেই মুখোমুখি আরসিবি এবং সিএসকে। এম চিদাম্বরম স্টেডিয়ামে দুই দল মোকাবিলা করবে। ডেভন কনওয়ে না থাকায় সিএসকের ওপেনিং জুটি ঠিক করতে হবে। আবার ফাফ দু প্লেসিসের নেতৃত্বে আরিসিবি নিজেদের স্পিন কম্বিনেশন নিয়ে ভাবনা চিন্তা করছে।
দুই দলের ব্যাটিং লাইনআপ বিধ্বংসী। নিজেদের দিনে যেকোনও বোলিং আক্রমণকে ধ্বংস করে দিতে পারে এক লহমায়। সিএসকের ব্যাটিংয়ের মূল শক্তি রুতুরাজ গায়কোয়াড, মঈন আলি, শিবম দুবে এবং পুনরুজ্জীবন পাওয়া অজিঙ্কা রাহানে। আরসিবি ব্যাটিং আবার অনেকটাই বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল এবং দু প্লেসিস নির্ভর। তবে নিলাম থেকে রজত পাতিদার এবং ক্যামেরন গ্রিনের মত তারকার অন্তর্ভুক্তি আরসিবি টপ অর্ডারকে আরও মজবুত করেছে।
যেভাবে দল সাজাতে পারে দুই দল:
সিএসকে মিস করবে পাথিরানাকে
গত সিজনে সিএসকের সাফল্যের অন্যতম কারণ-ই ছিল পাথিরানার ডেথ বোলিং। তবে হ্যামস্ট্রিংয়ে চোট থাকা পাথিরানা শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। পরিবর্ত হিসাবে সিএসকে স্কোয়াডে রয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলাকালীন হালকা চোট পেয়েছেন তিনিও। তাই প্ৰথম ম্যাচে মুস্তাফিজুরের খেলা নিয়ে অনেকটাই সংশয় রয়েছে।
আরও পড়ুন: থমথমে মুম্বই ড্রেসিংরুম, হার্দিক-রোহিতের প্ৰথম সাক্ষাৎ হল আচমকাই! কী করলেন দুজনে, ভিডিও ভাইরাল
আইপিএলে অভিষেক ঘটছে রচিন রবীন্দ্রের
কিউই টপ অর্ডার ব্যাটার ভারতে অনুষ্ঠিত গত বিশ্বকাপ দারুণভাবে মাতিয়ে দিয়েছিলেন। ৬৪.২২ গড়ে ৫৭৮ রান করেছিলেন। স্বদেশীয় ডেভন কনওয়ের অনুপস্থিতিতে রচিন রবীন্দ্র সিএসকের পারফেক্ট পরিবর্ত হতে পারেন। স্রেফ পেস বোলিংয়ের বিপক্ষেই স্বচ্ছন্দ নন, স্পিনের সামনে আগ্রাসী হতে পারেন, যা চিপকের পিচে রান পাওয়ার অন্যতম শর্ত।
রজত পাতিদার ফিরলেন আরসিবিতে
২০২২-এর এলিমিনেটরে ইডেন গার্ডেন্সে লখনৌয়ের বিপক্ষে শতরান হাঁকিয়েছিলেন। ভাবা হয়েছিল আরসিবি স্কোয়াডে তিনি নির্ভরযোগ্য ভূমিকা নিতে পারবেন। তবে গত সিজনে চোটের কারণে খেলতে পারেননি। যা অনেকটাই দুর্বল করে দেয় আরসিবিকে। আরসিবির গত সিজনে খারাপ ফর্মের যা অন্যতম কারণ।
সিএসকে সম্ভাব্য প্ৰথম একাদশ:
রুতুরাজ গায়কোয়াড, রচিন রবীন্দ্র, মঈন আলি, শিবম দুবে, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, শার্দূল ঠাকুর, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, মহেশ থিকসানা
পরিবর্ত- অজিঙ্কা রাহানে
আরসিবি সম্ভাব্য প্ৰথম একাদশ: ফাফ দু প্লেসিস, বিরাট কোহলি, ক্যামেরন গ্রিন, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরোর, দীনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেশাই, লকি ফার্গুসন, মহম্মদ সিরাজ, করণ শর্মা
পরিবর্ত: আকাশ দীপ