CSK vs RCB Highlights, IPL 2025: ১৭ বছর পর শাপমোচন, চেন্নাইয়ের বিরুদ্ধে ৫০ রানে জয় আরসিবির

CSK vs RCB Live Score Streaming, Chennai Super Kings vs Royal Challengers Bengaluru IPL 2025: চলতি আইপিএল টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ম্য়াচ আয়োজন করা হচ্ছে। একদিকে রয়েছে চেন্নাই সুপার কিংস। আর অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

CSK vs RCB Live Score Streaming, Chennai Super Kings vs Royal Challengers Bengaluru IPL 2025: চলতি আইপিএল টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ম্য়াচ আয়োজন করা হচ্ছে। একদিকে রয়েছে চেন্নাই সুপার কিংস। আর অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
CSK vs RCB Live

চেন্নাই সুপার কিংস বনাম রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু লাইভ আপডেটস

CSK vs RCB IPL 2025 Live Updates: আইপিএল ইতিহাসে দুটো সবথেকে জনপ্রিয় দলের মধ্যে লড়াই শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টে দুটো দলই এখনও পর্যন্ত একটা করে ম্য়াচে জয়লাভ করেছে। একদিকে মুম্বইকে হারিয়ে সিএসকে (Chennai Super Kings )। অন্য়দিকে, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়লাভ করেছে আরসিবি (Royal Challengers Bengaluru)। আশা করা হচ্ছে, সিএসকে বনাম আরসিবি ম্য়াচে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ১৭ বছরের খরা কাটানোর সুবর্ণ সুযোগ রয়েছে।

Advertisment

১৭ বছরের খরা কাটাতে পারবে আরসিবি?

সিএসকে বনাম আরসিবি ম্য়াচের জন্য গোটা দেশের ক্রিকেট সমর্থকরা আপাতত অপেক্ষা করছেন। যদিও আরসিবি-র কাছে ১৭ বছরের খরা কাটানোর একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আসলে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে শেষবার আরসিবি ২০০৮ সালে জয়লাভ করেছিল। এরপর থেকে চেন্নাইয়ের হোম ম্য়াচে আরসিবি কখনও জয়লাভ করতে পারেনি। কিন্তু, ২৮ মার্চ সেই আরসিবি সমর্থকদের সেই জ্বালা মিটতে পারে। দেখে নিন ম্যাচের প্রতি মুহূর্তের লাইভ আপডেটস:

  • Mar 28, 2025 23:31 IST

    ৫০ রানে জয় আরসিবি-র

    শেষপর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই ম্য়াচে ৫০ রানে জয়লাভ করল। এটা আরসিবি-র সর্বাধিক ব্যবধানে জয়। পাশাপাশি, এই জয় বেঙ্গালুরুর নেট রানরেটও অনেকটা বাড়িয়ে দেবে। রজত পতিদারের নেতৃত্বে আরসিবি এই মরশুমে পরপর ২ ম্য়াচে জয়লাভ করে। পয়েন্টস টেবিলের শীর্ষে তারা দাঁড়িয়ে রয়েছে।



  • Mar 28, 2025 22:44 IST

    ফিরে গেলেন রাচিন রবীন্দ্র

    একে একে চেন্নাই সুপার কিংসের উইকেট পড়তে শুরু করেছে। এবার ফিরতে হল রাচিন রবীন্দ্রকে। এই কিউয়ি ব্যাটারকে ক্লিন বোল্ড করে দিলেন যশ দয়াল। ৩১ বলে ৪১ রান করেছেন রবীন্দ্র। এরপর যশ দয়াল তুলে নিলেন শিবম দুবে। তিনিও ক্লিন বোল্ড হয়ে গেলেন। ১৫ বলে ১৯ রান করেছেন তিনি। ১৩ ওভার শেষে চেন্নাই ৬ উইকেট হারিয়ে ৮১ রান করেছে।



  • Advertisment
  • Mar 28, 2025 22:39 IST

    আউট দীপক হুডা

    দুর্দান্ত একটা রিভিউ নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অধিনায়ক রজত পতিদার। প্রথমে ভুবি একটা হালকা আবেদন করেছিলেন। একটা শব্দ অবশ্যই পাওয়া গিয়েছিল। আর সেটাই অবশেষে কাল হল চেন্নাইয়ের! দীপক হুডার ব্যাটের কানা কার্যত চুমু খেয়ে বেরিয়ে যায় বলটা। অবশেষে হুডা দুঃস্বপ্ন কাটল বেঙ্গালুরুর। ৯ বলে ৪ রান করে জীতেশ শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরতে হল দীপককে।



  • Mar 28, 2025 21:55 IST

    ফের আঘাত হানলেন হ্যাজেলউড, এবার বড় উইকেট

    অসাধারণ একটি ওভার করলেন জস হ্যাজেলউড। চেন্নাই সুপার কিংসের এই প্রাক্তন ক্রিকেটার বর্তমান অধিনায়কের উইকেট শিকার করলেন। আউট হয়ে গেলেন রুতুরাজ গায়কোয়াড়! আবারও অতিরিক্ত বাউন্স পেলেন হ্যাজেলউড। গায়কোয়াড় পুল শট মারতে চাইলেও, ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ হয়নি। সেকারণে বলটা অনেকটা উপরে উঠে গেলেও দুরে যায়নি। ডিপ স্কোয়ার লেগে ফিল্ডারের হাতে তা জমা পড়ে। আরসিবি শিবিরে আপাতত উৎসব চলছে। ২ ওভার শেষে সিএসকে জোড়া উইকেট হারিয়ে ৮ রান করেছে।



  • Mar 28, 2025 21:50 IST

    ফিরলেন ত্রিপাঠী

    অনবদ্য বল করলেন জস হ্যাজেলউড। আবারও শুরুতেই উইকেট তুলে নিলেন তিনি। রাহুল ত্রিপাঠী ভুল শট খেলে আউট হয়ে যান। তিনি পুল শট হাঁকাতে চাইলেও বলটা মিড উইকেট অঞ্চলে ফিল সল্টের হাতে জমা পড়ে। ৩ বলে ৫ রান করলেন রাহুল।



  • Mar 28, 2025 21:47 IST

    শুরুটা ভাল করলেন ভুবনেশ্বর, পালটা হামলা রাহুলের

    প্রথম ওভারটা বেশ ভাল করেছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু, শেষ বলে বাউন্ডারি হাঁকালেন রাহুল ত্রিপাঠী। বলটা তাঁর ব্যাটের কানা লেগে স্লিপ অঞ্চল দিয়ে বাউন্ডারির বাইরে চলে গেল।



  • Mar 28, 2025 21:28 IST

    শেষ হল আরসিবি ইনিংস

    বিরাট কোহলি ৩১ রান করে আউট হয়ে যান। সেইসময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১১৭ রান করেছিল। এরপর রজত পতিদারের ঝোড়ো হাফসেঞ্চুরির দৌলতে আরবিসি ২০০-র কাছাকাছি পৌঁছতে পারে। ম্যাচের শুরুটা ফিল সল্ট বেশ ভাল করলেও, ধোনি তাঁকে একটি অবিশ্বাস্য স্টাম্প আউট করেন। চিপক স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে নূর আহমেদ তিন উইকেট শিকার করেছেন। তবে শেষবেলায় আরসিবি ইনিংসকে এক ধাক্কায় ফিফথ গিয়ারে তুলে নিয়ে গেলেন টিম ডেভিড। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে চেন্নাই কি ঘরের মাঠে পরপর দুটো ম্যাচে জয়লাভ করতে পারবে? সেটা আপাতত সময়ই বলবে।



  • Mar 28, 2025 20:50 IST

    লিভিংস্টোনকে ফেরালেন নূর আহমেদ

    লিয়াম লিভিংস্টোন গত বলেই ছক্কা হাঁকিয়ে এবার ফিরে গেলেন। শেষপর্যন্ত তিনি ৯ বলে ১০ রান করলেন। এই ম্যাচে তৃতীয় উইকেট শিকার করলেন নূর আহমেদ।



  • Mar 28, 2025 20:48 IST

    ফিরে গেলেন বিরাট কোহলি

    লং অফে রজত পতিদারের সহজ ক্যাচ মিস করলেন দীপক হুডা। আবারও নূর আহমেদের বলে জীবনদান পেলেন তিনি। ইতিমধ্যে বিরাট কোহলি ৩০ বলে ৩১ রান করে আউট হয়ে গেলেন। ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে বসলেন তিনি। ডানহাতি এই ব্যাটার সবেমাত্র হাত খুলতে শুরু করেছিলেন। কিন্তু, শেষপর্যন্ত আউট হয়ে ফিরলেন তিনি। তবে আরসিবি আপাতত বেশ ভালো জায়গায় রয়েছে। আশা করা হচ্ছে, ১৮০ উপরে রান করতে পারবে।



  • Mar 28, 2025 20:27 IST

    আউট হলেন দেবদত্ত পাডিক্কল

    ব্যাট হাতে এখনও স্ট্রাগল করছেন বিরাট কোহলি। মাত্র ৭০-র স্ট্রাইক রেটে ব্যাট করছেন তিনি। ইতিমধ্যে ১৪ বলে ২৭ রান করে ফিরে গেলেন দেবদত্ত পাডিক্কল। রুতুরাজ গায়কোয়াড় একটি নীচু হয়ে আসা ক্যাচ তালুবন্দি করলেন। অশ্বিন তাঁর দ্বিতীয় ওভারে ৬ রান দিয়ে এক উইকেট শিকার করলেন।



  • Mar 28, 2025 19:54 IST

    অসাধারণ ক্ষিপ্রতা, দুরন্ত স্টাম্পিং ধোনির! ফিরলেন সল্ট

    কী অসাধারণ ক্ষিপ্রতা। এই বয়সেও যে ধোনি যে স্টাম্পিং করতে পারেন, তা কোনও সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। একেবারে বিদ্যুৎগতিতে ধোনির গ্লাভস ভাঙল ফিল সল্টের উইকেট। আলোর গতির থেকেও বোধহয় দ্রুত ফেরত পাঠালেন আরসিবি ওপেনারকে। রিপ্লেতে দেখা গেল, নূর আহমেদের বলে কভার ড্রাইভ করতে গিয়েছিলেন সল্ট। তাঁর পিছনের পা সমান্য হাওয়ায় ভেসে ছিল। আর সেখানেই বাজিমাত করলেন ধোনি। ইতিমধ্যে ধোনির এই ক্ষিপ্রতা দেখে ক্রিকেট বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে। ১৬ বলে ৩২ রান করে ফিরলেন সল্ট। ৫ ওভার শেষে RCB-র স্কোর ৪৫-১।



  • Mar 28, 2025 19:14 IST

    বেঙ্গালুরুর প্রথম একাদশ

    বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কল, রজত পতিদার, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, যশ দয়াল।



  • Mar 28, 2025 19:13 IST

    কী বললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার?

    টসে জিতলে আমরাও প্রথমে বল করতাম। উইকেটের উপরিভাগ যথেষ্ট শক্ত। তবে এটা পার্থক্য গড়তে পারবে না। প্রতিদিন নিজের সেরাটা বের করে আনাই সবথেকে বড় চ্যালেঞ্জ। সেটাই আজ আমরা করব। গত ম্য়াচে আমাদের দলের বোলাররা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। দলের দুই ওপেনারও ভাল ব্যাটিং পারফরম্যান্স করেছে। আশা করছি, এই ম্য়াচে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দলে একটাই পরিবর্তন হয়েছে: রশিকের জায়গায় দলে ভুবি এসেছে।



  • Mar 28, 2025 19:09 IST

    চেন্নাইয়ের প্রথম একাদশ

    রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, রুতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা, স্যাম কারেন, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, মাথিসা পাথিরানা, খলিল আহমেদ।



  • Mar 28, 2025 19:07 IST

    কী বললেন চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়?

    গত ম্যাচের তুলনায় আজকের উইকেটটা কিছুটা হলেও ভাল লাগছে। যতই স্কোর হোক না কেন, সেটা তাড়া করা যাবে। এখনও পর্যন্ত এখানে শিশির পড়েনি। কিন্তু, কখন শিশির পড়বে সেটা আগে থেকে অনুমান করা যাবে না। এটা আমাদের হাতে নেই। কিন্তু, আগে থেকে আমরা বিষয়টা নিয়ে পরিকল্পনা করতে পারি। ফিল্ডিংয়ে আমরা সামান্য পিছিয়ে রয়েছি। এই ডিপার্টমেন্টটা আমাদের উন্নত করতে হবে। দলে একটাই পরিবর্তন হয়েছে: এলিসের পরিবর্তে দলে পাথিরানা এসেছে।



  • Mar 28, 2025 19:02 IST

    টস আপডেট

    টসে জিতল চেন্নাই সুপার কিংস। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করলেন রুতুরাজ গায়কোয়াড়।



  • Mar 28, 2025 18:49 IST

    IPL 2025, CSK vs RCB LIVE Cricket Score: রাচিনের প্রশংসায় পঞ্চমুখ স্টিফেন ফ্লেমিং

    রাচিন রবীন্দ্রর হয়ে গলা ফাটালেন স্টিফেন ফ্লেমিং। তিনি বলেছেন, 'স্পিনের বিরুদ্ধে ও বরাবরই ভালো খেলে। আমার মনে হয় গত একবছরে ও আরও উন্নতি করেছে। RCB-র বিরুদ্ধে ওঁর শেষ খেলাটি ছিল সেরা ইনিংসগুলোর একটি। ও নিউজিল্যান্ডের হয়েও বেশ কিছু ভালো রান করেছে। আইপিএলের ম্যাচ তো রীতিমতো নিয়ন্ত্রণ করছিল। গতি আর শক্তি, দুটোর মিশ্রণে দুর্দান্ত খেলেছে।'



  • Mar 28, 2025 17:59 IST

    IPL 2025, CSK vs RCB LIVE Cricket Score: বিরাট কোহলি সম্পর্কে দীনেশ কার্তিক

    বিরাট কোহলি সম্পর্কে দীনেশ কার্তিক বলেছেন, 'আমি এখনও বিশ্বাস করি যে ও আগের মতই ব্যাটিং করছে। আপনি ওঁর সঙ্গে কথা বলুন, বুঝতে পারবেন। ওঁর মধ্যে প্রচণ্ড খেলার খিদে। ও শুধু নিজের উন্নতি করতে চায়। নিজের খেলার ক্ষমতা বাড়াতে চায়। এটাই বর্তমান সময়ে দরকার। আমি ওঁকে একজন খেলোয়াড় হিসেবে দেখেছি। ও আত্মবিশ্বাসের সঙ্গে আইপিএল খেলছে।'



  • Mar 28, 2025 17:54 IST

    IPL 2025, CSK vs RCB LIVE Cricket Score: CSK-র সম্ভাব্য একাদশ

    রাহুল ত্রিপাঠি, রচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), শিবম দুবে, দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, এমএস ধোনি (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, নাথান এলিস, নুর আহমেদ, খলিল আহমেদ



  • Mar 28, 2025 17:53 IST

    IPL 2025, CSK vs RCB LIVE Cricket Score: RCB-র সম্ভাব্য একাদশ

    বিরাট কোহলি, ফিল সল্ট (উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার (সি), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুনাল পান্ড্য, রসিক দার, যশ দয়াল, জোশ হ্যাজেলউড, সুয়শ শর্মা



  • Mar 28, 2025 17:25 IST

    দুই দলের পরিসংখ্যান

    আইপিএল ইতিহাসে সিএসকে এবং আরসিবি-র মধ্যে মোট ৩৩ ম্য়াচের আয়োজন করা হয়েছে। সিএসকে এরমধ্যে ২১ ম্য়াচে বাজিমাত করেছে। আর ১১ ম্যাচে জিতেছে আরসিবি। আর একটি ম্য়াচ অমীমাংসিত ছিল।



  • Mar 28, 2025 17:25 IST

    চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

    নমস্কার। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের আরও একটি ম্যাচের লাইভ আপডেটসে আপনাদের স্বাগত। আজ চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে।



Royal Challengers Bengaluru Chennai Super Kings IPL