CSK vs RR IPL 2025 Highlights: অসাধারণ একটি ম্য়াচের সাক্ষী থাকল গোটা আইপিএল (IPL) টুর্নামেন্ট। একেবারে শেষ বল পর্যন্ত দেখতে পাওয়া গেল হাড্ডাহাড্ডি লড়াই। শেষপর্যন্ত রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ৬ রানে হেরে গেল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। একদিকে এই টুর্নামেন্টে জয়ের খাতা খুলল রাজস্থান রয়্যালস। অন্যদিকে, টানা ২ ম্য়াচ হেরে বেশ চাপে পড়ে গেল চেন্নাই ব্রিগেড। ইতিপূর্বে, রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও তারা হেরে গিয়েছিল।
এই ম্য়াচ জেতার জন্য চেন্নাইয়ের সামনে শেষ ৬ বলে ২০ রান দরকার ছিল। আর এই ওভারের প্রথম বলে বড় শট মারতে গিয়ে আউট হয়ে যান মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আর এখানেই ম্য়াচটা হেরে গিয়েছিল চেন্নাই ব্রিগেড। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অসাধারণ একটি ক্যাচ ধরলেন হেটমায়ার। ওভারের বাকি বলগুলো কাজে লাগাতে পারলেন না রবীন্দ্র জাদেজা। ওভারের চতুর্থ বলে ওভারটনের ব্যাট থেকে একটা বিশাল ছক্কা দেখতে পাওয়া গেলেও, শেষটা করতে পারলেন না তিনি। শেষপর্যন্ত আটকে গেল চেন্নাই।
ইতিমধ্যে, অনেকেই বলতে শুরু করছেন যে মিডল ওভারে চেন্নাই ব্যাটাররা অনেকটাই ধীরগতিতে রান তুলছিলেন চেন্নাই ব্যাটাররা। আর সেটাই দলের টার্নিং পয়েন্ট হয়ে যায়। ১৬ কিংবা ১৭ ওভারে একটা বড় রানের ওভার দরকার ছিল। কিন্তু, সেই সুযোগ তারা হাতছাড়া করে।
গায়কোয়াড়ের হাফসেঞ্চুরি
তবে চেন্নাই দূর্গ কিছুটা হলেও আটকে রেখেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর ব্য়াট থেকে বেরিয়ে আসে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি। শিবম, বিজয় এবং রাহুল বেশ কয়েকটা শট হাঁকালেও, দলের জয়ের জন্য তা পর্যাপ্ত ছিল না। এই ম্য়াচে চেন্নাইয়ের জয়ের জন্য একটা বড় রানের পার্টনারশিপ দরকার ছিল। সেটাই কেউ করতে পারলেন না।
দুর্দান্ত পারফরম্য়ান্স রয়্যালস বোলারদের
তবে রাজস্থান বোলারদের আলাদা করে প্রশংসা অবশ্যই প্রাপ্য। এই ম্য়াচে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। এই ম্য়াচে তিনি ৪ গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। শুরুটা বেশ ভাল করেছিলেন জোফ্রা আর্চার। আর শেষটা করলেন সন্দীপ শর্মা। শেষবেলায় ইয়র্কারের উপর তিনি ভরসা রাখেন। একেবারে পরিকল্পনামাফিক গোটা দল পারফরম্য়ান্স করে। সবমিলিয়ে একেবারে ক্লিনিকাল পারফরম্য়ান্স বলা যেতেই পারে।
-
Mar 30, 2025 23:33 IST
হেরে গেল চেন্নাই সুপার কিংস
চেন্নাইকে ৬ রানে হারাল রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে ৪ উইকেট নেন ওয়ানিন্দু হাসারঙ্গা। একটি করে উইকেট শিকার করলেন জোফ্রা আর্চার এবং সন্দীপ শর্মা।
-
Mar 30, 2025 23:24 IST
আউট হয়ে গেলেন ধোনি
শেষ ওভারের প্রথম বলে আউট হয়ে গেলেন ধোনি। সন্দীপ শর্মার বলে ক্যাচ নিলেন শিমরন হেটমায়ার। অফস্টাম্পের বাইরের বল লেগ সাইডে টেনে খেলতে গিয়েছিলেন ধোনি। কিন্তু, শেষপর্যন্ত বাউন্ডারি লাইনে ক্যাচ দিলেন।
-
Mar 30, 2025 23:21 IST
১৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর
১৮ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান করেছে। চেন্নাইয়ের জয়ের জন্য় আপাতত ১২ বলে ৩৯ রান দরকার। ক্রিজে রয়েছেন ধোনি এবং জাদেজা।
-
Mar 30, 2025 23:20 IST
আউট হয়ে গেলেন রুতুরাজ গায়কোয়াড়
আউট হয়ে গেলেন রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাইয়ের পঞ্চম উইকেটের পতন হল। গায়কোয়াড় ৪৪ বলে ৬৩ রান করে ওয়ানিন্দু হাসারঙ্গার বলে আউট হয়ে গেলেন। চেন্নাইয়ের জিততে ৫৪ রান দরকার।
-
Mar 30, 2025 23:18 IST
১৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর
১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে চেন্নাই ১২২ রান করেছে। জয়ের জন্য ৩০ বলে ৬১ রান দরকার। ক্রিজে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড় (৫৭) এবং রবীন্দ্র জাদেজা (১২)।
-
Mar 30, 2025 23:16 IST
হাফসেঞ্চুরি করলেন রুতুরাজ গায়কোয়াড়
চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আয়োজিত ম্য়াচে ১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় হাফসেঞ্চুরি করলেন।
-
Mar 30, 2025 22:44 IST
দ্বিতীয় সাফল্য পেলেন ওয়ানিন্দু হাসারঙ্গা
আউট হয়ে গেলেন বিজয় শংকর। চেন্নাই সুপার কিংসের চতুর্থ উইকেটের পতন হল। শংকর ৯ রান করে আউট হয়ে যান। ওয়ানিন্দু হাসারঙ্গা দ্বিতীয় সাফল্য পেলেন। এবার ব্যাট করতে নামলেন রবীন্দ্র জাদেজা।
-
Mar 30, 2025 22:43 IST
আউট হলেন শিবম দুবে
তৃতীয় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। শিবম দুবে ১০ বলে ১৮ রান করলেন। ওয়ানিন্দু হাসারঙ্গা প্রথম উইকেট শিকার করলেন। ব্যাট করতে নামলেন বিজয় শংকর।
-
Mar 30, 2025 22:20 IST
চেন্নাইয়ের দ্বিতীয় উইকেটের পতন
ওয়ানিন্দু হাসারঙ্গা শিকার করলেন রাহুল ত্রিপাঠীর উইকেট। ১৯ বলে ২৩ রান করে তিনি আউট হন। চেন্নাইয়ের দ্বিতীয় উইকেটের পতন হল। এবার ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামলেন শিবম দুবে।
-
Mar 30, 2025 22:18 IST
পাওয়ারপ্লে চলাকালীন চেন্নাইয়ের স্কোর
রাজস্থান রয়্যালস এবং চেন্নাইয়ের মধ্যে আয়োজিত ম্য়াচে টার্গেট তাড়া করতে নেমে সিএসকে ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৪২ রান করেছে। রুতুরাজ গায়কোয়াড় এবং রাহুল ত্রিপাঠী দুজনেই ২১ রানে ব্যাট করছেন।
-
Mar 30, 2025 22:01 IST
৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর
টার্গেট তাড়া করতে নেমে ইতিমধ্যে প্রথম উইকেট হারিয়েছে চেন্নাই। ৪ ওভার শেষে তারা ১৬ রান করেছে। রাহুল ত্রিপাঠী ৯ এবং রুতুরাজ গায়কোয়াড় ৭ রানে ব্য়াট করছেন।
-
Mar 30, 2025 21:47 IST
শূন্য রানে চেন্নাইয়ের প্রথম উইকেট
১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস শূন্য রানে প্রথম উইকেট হারাল। রানের খাতা খুলতে পারলেন না রাচিন রবীন্দ্র। জোফ্রা আর্চার তাঁর উইকেট শিকার করলেন। ব্যাট করতে নামলেন রুতুরাজ গায়কোয়াড়।
-
Mar 30, 2025 21:45 IST
শুরু হল দ্বিতীয় ইনিংস
১৮৩ রানের টার্গেট তাড়া করতে নামল চেন্নাই সুপার কিংস। ওপেন করতে নামলেন রাচিন রবীন্দ্র এবং রাহুল ত্রিপাঠী। রাজস্থানের হয়ে বল করতে প্রস্তুত জোফ্রা আর্চার।
-
Mar 30, 2025 21:28 IST
১৮২ রানে শেষ রাজস্থান রয়্য়ালসের ইনিংস
প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ৯ উইকেটে ১৮২ রান করেছে। এই ম্য়াচটা চেন্নাই সুপার কিংসকে জেতার জন্য ১৮৩ রান করতে হবে।
-
Mar 30, 2025 21:12 IST
রাজস্থানের ষষ্ঠ উইকেটের পতন
এবার আউট হলেন রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালসের ষষ্ঠ উইকেটের পতন হল। তিনি ২৮ বলে ৩৭ রান করে আউট হলেন। পাথিরানার বলে হয়ে যান ক্লিন বোল্ড। ১৮ ওভার শেষে রাজস্থানের স্কোর ৬ উইকেটে ১৬৬ রান।
-
Mar 30, 2025 20:49 IST
আউট হলেন ওয়ানিন্দু হাসারঙ্গা
রাজস্থান শিবিরে পঞ্চম ধাক্কা। ওয়ানিন্দু হাসারঙ্গা ৫ বলে ৪ রান করে আউট হয়ে গেলেন। রবীন্দ্র জাদেজা তাঁর উইকেট শিকার করলেন। প্রথম উইকেট পেলেন জাদেজা। ব্যাট করতে এলেন শিমরন হেটমায়ার।
-
Mar 30, 2025 20:45 IST
১৪ ওভার শেষে রাজস্থানের স্কোর
১৪ ওভার শেষে রাজস্থান রয়্যালস ৪ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে। রিয়ান পরাগ ১৮ বলে ২৩ রান এবং ওয়ানিন্দু হাসারঙ্গা ৪ বলে ৪ রান করে ব্যাট করছেন।
-
Mar 30, 2025 20:43 IST
চতুর্থ ধাক্কা খেল রাজস্থান রয়্যালস
দ্বিতীয় উইকেট পেলেন নূর আহমেদ। ধ্রুব জুরেল ৭ বলে ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। চতুর্থ উইকেট হারাল রাজস্থান রয়্যালস। ব্যাট করার জন্য এলেন ওয়ানিন্দু হাসারঙ্গা।
-
Mar 30, 2025 20:35 IST
আউট হয়ে গেলেন নীতীশ রানা
নীতীশ রানা ফিরতেই তৃতীয় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। রানা ৩৬ বলে ৮১ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে আউট হলেন। প্রথম উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট করতে নামলেন ধ্রুব জুরেল।
-
Mar 30, 2025 20:21 IST
৯ ওভার শেষে রাজস্থানের স্কোর
৯ ওভার শেষে রাজস্থান ৯২ রান করে ফেলেছে। নীতীশ রানা ৬৫ এবং রিয়ান পরাগ ২ রানে ব্যাট করছেন।
-
Mar 30, 2025 20:20 IST
রাজস্থানের দ্বিতীয় উইকেটের পতন
এই ম্যাচে সঞ্জু স্যামসন ১৮ বলে ২০ রান করে আউট হয়ে গেলেন। নূর আহমেদ তাঁর উইকেট শিকার করলেন। রাজস্থানের দ্বিতীয় উইকেটের পতন হল। এবার ব্যাট করতে এলেন রিয়ান পরাগ।
-
Mar 30, 2025 20:00 IST
দ্রুততম হাফসেঞ্চুরির নজির গড়লেন নীতীশ রানা
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জ্বলে উঠেছেন নীতীশ রানা। যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন এই প্রাক্তন নাইট। ২১ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। ইতিপূর্বে, ২৫ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। ৬ ওভার শেষে রাজস্থানের স্কোর ৭৯/১। উইকেটে রয়েছেন নীতিশ রানা (৫৮) এবং সঞ্জু স্যামসন (১৬)।
-
Mar 30, 2025 19:39 IST
আউট হয়ে গেলেন যশস্বী জয়সওয়াল
প্রথম ওভারে একের পর এক নাটক দেখতে পাওয়া গেল। ওভারের প্রথম বলেই খলিলকে চার মেরে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছিলেন যশস্বী। এবার তৃতীয় বলে জয়সওয়ালকে আউট করে বদলা নিলেন খলিল। প্রথম ওভারেই জোর ধাক্কা খেল আরআর।
-
Mar 30, 2025 19:37 IST
শুরু হল রাজস্থানের ইনিংস
রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে খেলা শুরু হয়েস গেল। রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নামলেন সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়াল। চেন্নাইয়ের হয়ে বল করতে প্রস্তুত খলিল আহমেদ।
-
Mar 30, 2025 19:14 IST
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ:
যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মাহেশ থিক্ষণা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা।
-
Mar 30, 2025 19:08 IST
চেন্নাই সুপার কিংসে একাধিক পরিবর্তন
রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, জেমি ওভারটন, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা।
স্যাম কারেনের জায়গায় এসেছেন জেমি ওভারটন। অন্য়দিকে, দীপক হুডার জায়গায় এসেছেন বিজয় শঙ্কর।
-
Mar 30, 2025 19:04 IST
টস আপডেট
টসে জিতল চেন্নাই সুপার কিংস। এই ম্য়াচে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রুতুরাজ গায়কোয়াড়। শিশির এই ম্য়াচে একটা ফ্যাক্টর হবে পারে। সেকারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
-
Mar 30, 2025 18:56 IST
চেন্নাই বনাম রাজস্থান: হেড-টু-হেড রেকর্ড
রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস হেড-টু-হেড রেকর্ডের কথা যদি বলতে হয়, তাহলে সিএসকে মোট ১৬ ম্য়াচে জয়লাভ করেছে। আর রাজস্থান জিতেছে ১৩ ম্য়াচে। যদিও ২০২০ সাল থেকে রাজস্থান ৬-২ ব্যবধানে এগিয়ে রয়েছে।
-
Mar 30, 2025 18:51 IST
ধোনি কি উপরের দিকে ব্যাট করতে নামবেন?
চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আট কিংবা নয় নম্বরে ব্যাট করতে নামছেন। গত ম্য়াচে আরসিবি-র বিরুদ্ধে তিনি ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। কিন্তু, দলকে শেষপর্যন্ত জেতাতে পারেননি। তাঁর আগে অশ্বিন ব্যাট করতে নামেন এবং ৮ বলে মাত্র ১১ রান করে তিনি আউট হয়ে যান। ধোনির ব্যাটিং সমর্থকদের মনোরঞ্জন করলেও ৯ নম্বরে তাঁর ব্যাটিং কেউ দেখতে চাইবেন না।
-
Mar 30, 2025 18:48 IST
যশস্বী জয়সওয়ালের থেকে ভালো শুরুর প্রত্যাশা
রয়্যালসের কাছে এখন আর জস বাটলারের মতো ধামাকাদার ব্যাটার নেই। মেগা নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজি তাঁকে রিলিজ করে দিয়েেছিল। এই পরিস্থিতিতে যশস্বী জয়সওয়ালকে আরও বেশি করে দায়িত্ব গ্রহণ করতে হবে। ওপেনার হিসেবে বড় রানের ইনিংস খেলতে হবে। তুষার দেশপাণ্ডে এবং সন্দীপ শর্মার মতো ভারতীয় বোলারদের মধ্যে আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব দেখতে পাওয়া গিয়েছে। পাশাপাশি এই দলের কাছে কোনও ভালো বোলারও নেই। এই পরিস্থিতিতে চেন্নাইয়ের পাল্লা যে ভারী, তা বলা যেতেই পারে।
-
Mar 30, 2025 18:44 IST
রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস
নমস্কার, ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ১১ নম্বর ম্য়াচের লাইভ আপডেটসে আপনাদের স্বাগত। এই ম্য়াচে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস খেলতে নামছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে এই ম্য়াচ।
CSK vs RR Highlights, IPL 2025: মরশুমের প্রথম জয় রাজস্থানের, টানা ২ ম্যাচ হেরে চাপে চেন্নাই
CSK vs RR Highlights, Chennai Super Kings vs Rajasthan Royals IPL 2025: এই ম্য়াচ জেতার জন্য চেন্নাইয়ের সামনে শেষ ৬ বলে ২০ রান দরকার ছিল। আর এই ওভারের প্রথম বলে বড় শট মারতে গিয়ে আউট হয়ে যান মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
CSK vs RR Highlights, Chennai Super Kings vs Rajasthan Royals IPL 2025: এই ম্য়াচ জেতার জন্য চেন্নাইয়ের সামনে শেষ ৬ বলে ২০ রান দরকার ছিল। আর এই ওভারের প্রথম বলে বড় শট মারতে গিয়ে আউট হয়ে যান মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস লাইভ
CSK vs RR IPL 2025 Highlights: অসাধারণ একটি ম্য়াচের সাক্ষী থাকল গোটা আইপিএল (IPL) টুর্নামেন্ট। একেবারে শেষ বল পর্যন্ত দেখতে পাওয়া গেল হাড্ডাহাড্ডি লড়াই। শেষপর্যন্ত রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ৬ রানে হেরে গেল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। একদিকে এই টুর্নামেন্টে জয়ের খাতা খুলল রাজস্থান রয়্যালস। অন্যদিকে, টানা ২ ম্য়াচ হেরে বেশ চাপে পড়ে গেল চেন্নাই ব্রিগেড। ইতিপূর্বে, রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও তারা হেরে গিয়েছিল।
এই ম্য়াচ জেতার জন্য চেন্নাইয়ের সামনে শেষ ৬ বলে ২০ রান দরকার ছিল। আর এই ওভারের প্রথম বলে বড় শট মারতে গিয়ে আউট হয়ে যান মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আর এখানেই ম্য়াচটা হেরে গিয়েছিল চেন্নাই ব্রিগেড। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অসাধারণ একটি ক্যাচ ধরলেন হেটমায়ার। ওভারের বাকি বলগুলো কাজে লাগাতে পারলেন না রবীন্দ্র জাদেজা। ওভারের চতুর্থ বলে ওভারটনের ব্যাট থেকে একটা বিশাল ছক্কা দেখতে পাওয়া গেলেও, শেষটা করতে পারলেন না তিনি। শেষপর্যন্ত আটকে গেল চেন্নাই।
ইতিমধ্যে, অনেকেই বলতে শুরু করছেন যে মিডল ওভারে চেন্নাই ব্যাটাররা অনেকটাই ধীরগতিতে রান তুলছিলেন চেন্নাই ব্যাটাররা। আর সেটাই দলের টার্নিং পয়েন্ট হয়ে যায়। ১৬ কিংবা ১৭ ওভারে একটা বড় রানের ওভার দরকার ছিল। কিন্তু, সেই সুযোগ তারা হাতছাড়া করে।
গায়কোয়াড়ের হাফসেঞ্চুরি
তবে চেন্নাই দূর্গ কিছুটা হলেও আটকে রেখেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর ব্য়াট থেকে বেরিয়ে আসে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি। শিবম, বিজয় এবং রাহুল বেশ কয়েকটা শট হাঁকালেও, দলের জয়ের জন্য তা পর্যাপ্ত ছিল না। এই ম্য়াচে চেন্নাইয়ের জয়ের জন্য একটা বড় রানের পার্টনারশিপ দরকার ছিল। সেটাই কেউ করতে পারলেন না।
দুর্দান্ত পারফরম্য়ান্স রয়্যালস বোলারদের
তবে রাজস্থান বোলারদের আলাদা করে প্রশংসা অবশ্যই প্রাপ্য। এই ম্য়াচে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। এই ম্য়াচে তিনি ৪ গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। শুরুটা বেশ ভাল করেছিলেন জোফ্রা আর্চার। আর শেষটা করলেন সন্দীপ শর্মা। শেষবেলায় ইয়র্কারের উপর তিনি ভরসা রাখেন। একেবারে পরিকল্পনামাফিক গোটা দল পারফরম্য়ান্স করে। সবমিলিয়ে একেবারে ক্লিনিকাল পারফরম্য়ান্স বলা যেতেই পারে।
হেরে গেল চেন্নাই সুপার কিংস
চেন্নাইকে ৬ রানে হারাল রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে ৪ উইকেট নেন ওয়ানিন্দু হাসারঙ্গা। একটি করে উইকেট শিকার করলেন জোফ্রা আর্চার এবং সন্দীপ শর্মা।
আউট হয়ে গেলেন ধোনি
শেষ ওভারের প্রথম বলে আউট হয়ে গেলেন ধোনি। সন্দীপ শর্মার বলে ক্যাচ নিলেন শিমরন হেটমায়ার। অফস্টাম্পের বাইরের বল লেগ সাইডে টেনে খেলতে গিয়েছিলেন ধোনি। কিন্তু, শেষপর্যন্ত বাউন্ডারি লাইনে ক্যাচ দিলেন।
১৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর
১৮ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান করেছে। চেন্নাইয়ের জয়ের জন্য় আপাতত ১২ বলে ৩৯ রান দরকার। ক্রিজে রয়েছেন ধোনি এবং জাদেজা।
আউট হয়ে গেলেন রুতুরাজ গায়কোয়াড়
আউট হয়ে গেলেন রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাইয়ের পঞ্চম উইকেটের পতন হল। গায়কোয়াড় ৪৪ বলে ৬৩ রান করে ওয়ানিন্দু হাসারঙ্গার বলে আউট হয়ে গেলেন। চেন্নাইয়ের জিততে ৫৪ রান দরকার।
১৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর
১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে চেন্নাই ১২২ রান করেছে। জয়ের জন্য ৩০ বলে ৬১ রান দরকার। ক্রিজে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড় (৫৭) এবং রবীন্দ্র জাদেজা (১২)।
হাফসেঞ্চুরি করলেন রুতুরাজ গায়কোয়াড়
চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আয়োজিত ম্য়াচে ১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় হাফসেঞ্চুরি করলেন।
দ্বিতীয় সাফল্য পেলেন ওয়ানিন্দু হাসারঙ্গা
আউট হয়ে গেলেন বিজয় শংকর। চেন্নাই সুপার কিংসের চতুর্থ উইকেটের পতন হল। শংকর ৯ রান করে আউট হয়ে যান। ওয়ানিন্দু হাসারঙ্গা দ্বিতীয় সাফল্য পেলেন। এবার ব্যাট করতে নামলেন রবীন্দ্র জাদেজা।
আউট হলেন শিবম দুবে
তৃতীয় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। শিবম দুবে ১০ বলে ১৮ রান করলেন। ওয়ানিন্দু হাসারঙ্গা প্রথম উইকেট শিকার করলেন। ব্যাট করতে নামলেন বিজয় শংকর।
চেন্নাইয়ের দ্বিতীয় উইকেটের পতন
ওয়ানিন্দু হাসারঙ্গা শিকার করলেন রাহুল ত্রিপাঠীর উইকেট। ১৯ বলে ২৩ রান করে তিনি আউট হন। চেন্নাইয়ের দ্বিতীয় উইকেটের পতন হল। এবার ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামলেন শিবম দুবে।
পাওয়ারপ্লে চলাকালীন চেন্নাইয়ের স্কোর
রাজস্থান রয়্যালস এবং চেন্নাইয়ের মধ্যে আয়োজিত ম্য়াচে টার্গেট তাড়া করতে নেমে সিএসকে ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৪২ রান করেছে। রুতুরাজ গায়কোয়াড় এবং রাহুল ত্রিপাঠী দুজনেই ২১ রানে ব্যাট করছেন।
৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর
টার্গেট তাড়া করতে নেমে ইতিমধ্যে প্রথম উইকেট হারিয়েছে চেন্নাই। ৪ ওভার শেষে তারা ১৬ রান করেছে। রাহুল ত্রিপাঠী ৯ এবং রুতুরাজ গায়কোয়াড় ৭ রানে ব্য়াট করছেন।
শূন্য রানে চেন্নাইয়ের প্রথম উইকেট
১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস শূন্য রানে প্রথম উইকেট হারাল। রানের খাতা খুলতে পারলেন না রাচিন রবীন্দ্র। জোফ্রা আর্চার তাঁর উইকেট শিকার করলেন। ব্যাট করতে নামলেন রুতুরাজ গায়কোয়াড়।
শুরু হল দ্বিতীয় ইনিংস
১৮৩ রানের টার্গেট তাড়া করতে নামল চেন্নাই সুপার কিংস। ওপেন করতে নামলেন রাচিন রবীন্দ্র এবং রাহুল ত্রিপাঠী। রাজস্থানের হয়ে বল করতে প্রস্তুত জোফ্রা আর্চার।
১৮২ রানে শেষ রাজস্থান রয়্য়ালসের ইনিংস
প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ৯ উইকেটে ১৮২ রান করেছে। এই ম্য়াচটা চেন্নাই সুপার কিংসকে জেতার জন্য ১৮৩ রান করতে হবে।
রাজস্থানের ষষ্ঠ উইকেটের পতন
এবার আউট হলেন রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালসের ষষ্ঠ উইকেটের পতন হল। তিনি ২৮ বলে ৩৭ রান করে আউট হলেন। পাথিরানার বলে হয়ে যান ক্লিন বোল্ড। ১৮ ওভার শেষে রাজস্থানের স্কোর ৬ উইকেটে ১৬৬ রান।
আউট হলেন ওয়ানিন্দু হাসারঙ্গা
রাজস্থান শিবিরে পঞ্চম ধাক্কা। ওয়ানিন্দু হাসারঙ্গা ৫ বলে ৪ রান করে আউট হয়ে গেলেন। রবীন্দ্র জাদেজা তাঁর উইকেট শিকার করলেন। প্রথম উইকেট পেলেন জাদেজা। ব্যাট করতে এলেন শিমরন হেটমায়ার।
১৪ ওভার শেষে রাজস্থানের স্কোর
১৪ ওভার শেষে রাজস্থান রয়্যালস ৪ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে। রিয়ান পরাগ ১৮ বলে ২৩ রান এবং ওয়ানিন্দু হাসারঙ্গা ৪ বলে ৪ রান করে ব্যাট করছেন।
চতুর্থ ধাক্কা খেল রাজস্থান রয়্যালস
দ্বিতীয় উইকেট পেলেন নূর আহমেদ। ধ্রুব জুরেল ৭ বলে ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। চতুর্থ উইকেট হারাল রাজস্থান রয়্যালস। ব্যাট করার জন্য এলেন ওয়ানিন্দু হাসারঙ্গা।
আউট হয়ে গেলেন নীতীশ রানা
নীতীশ রানা ফিরতেই তৃতীয় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। রানা ৩৬ বলে ৮১ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে আউট হলেন। প্রথম উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট করতে নামলেন ধ্রুব জুরেল।
৯ ওভার শেষে রাজস্থানের স্কোর
৯ ওভার শেষে রাজস্থান ৯২ রান করে ফেলেছে। নীতীশ রানা ৬৫ এবং রিয়ান পরাগ ২ রানে ব্যাট করছেন।
রাজস্থানের দ্বিতীয় উইকেটের পতন
এই ম্যাচে সঞ্জু স্যামসন ১৮ বলে ২০ রান করে আউট হয়ে গেলেন। নূর আহমেদ তাঁর উইকেট শিকার করলেন। রাজস্থানের দ্বিতীয় উইকেটের পতন হল। এবার ব্যাট করতে এলেন রিয়ান পরাগ।
দ্রুততম হাফসেঞ্চুরির নজির গড়লেন নীতীশ রানা
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জ্বলে উঠেছেন নীতীশ রানা। যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন এই প্রাক্তন নাইট। ২১ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। ইতিপূর্বে, ২৫ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। ৬ ওভার শেষে রাজস্থানের স্কোর ৭৯/১। উইকেটে রয়েছেন নীতিশ রানা (৫৮) এবং সঞ্জু স্যামসন (১৬)।
আউট হয়ে গেলেন যশস্বী জয়সওয়াল
প্রথম ওভারে একের পর এক নাটক দেখতে পাওয়া গেল। ওভারের প্রথম বলেই খলিলকে চার মেরে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছিলেন যশস্বী। এবার তৃতীয় বলে জয়সওয়ালকে আউট করে বদলা নিলেন খলিল। প্রথম ওভারেই জোর ধাক্কা খেল আরআর।
শুরু হল রাজস্থানের ইনিংস
রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে খেলা শুরু হয়েস গেল। রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নামলেন সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়াল। চেন্নাইয়ের হয়ে বল করতে প্রস্তুত খলিল আহমেদ।
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ:
যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মাহেশ থিক্ষণা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা।
চেন্নাই সুপার কিংসে একাধিক পরিবর্তন
রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, জেমি ওভারটন, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা।
স্যাম কারেনের জায়গায় এসেছেন জেমি ওভারটন। অন্য়দিকে, দীপক হুডার জায়গায় এসেছেন বিজয় শঙ্কর।
টস আপডেট
টসে জিতল চেন্নাই সুপার কিংস। এই ম্য়াচে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রুতুরাজ গায়কোয়াড়। শিশির এই ম্য়াচে একটা ফ্যাক্টর হবে পারে। সেকারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
চেন্নাই বনাম রাজস্থান: হেড-টু-হেড রেকর্ড
রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস হেড-টু-হেড রেকর্ডের কথা যদি বলতে হয়, তাহলে সিএসকে মোট ১৬ ম্য়াচে জয়লাভ করেছে। আর রাজস্থান জিতেছে ১৩ ম্য়াচে। যদিও ২০২০ সাল থেকে রাজস্থান ৬-২ ব্যবধানে এগিয়ে রয়েছে।
ধোনি কি উপরের দিকে ব্যাট করতে নামবেন?
চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আট কিংবা নয় নম্বরে ব্যাট করতে নামছেন। গত ম্য়াচে আরসিবি-র বিরুদ্ধে তিনি ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। কিন্তু, দলকে শেষপর্যন্ত জেতাতে পারেননি। তাঁর আগে অশ্বিন ব্যাট করতে নামেন এবং ৮ বলে মাত্র ১১ রান করে তিনি আউট হয়ে যান। ধোনির ব্যাটিং সমর্থকদের মনোরঞ্জন করলেও ৯ নম্বরে তাঁর ব্যাটিং কেউ দেখতে চাইবেন না।
যশস্বী জয়সওয়ালের থেকে ভালো শুরুর প্রত্যাশা
রয়্যালসের কাছে এখন আর জস বাটলারের মতো ধামাকাদার ব্যাটার নেই। মেগা নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজি তাঁকে রিলিজ করে দিয়েেছিল। এই পরিস্থিতিতে যশস্বী জয়সওয়ালকে আরও বেশি করে দায়িত্ব গ্রহণ করতে হবে। ওপেনার হিসেবে বড় রানের ইনিংস খেলতে হবে। তুষার দেশপাণ্ডে এবং সন্দীপ শর্মার মতো ভারতীয় বোলারদের মধ্যে আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব দেখতে পাওয়া গিয়েছে। পাশাপাশি এই দলের কাছে কোনও ভালো বোলারও নেই। এই পরিস্থিতিতে চেন্নাইয়ের পাল্লা যে ভারী, তা বলা যেতেই পারে।
রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস
নমস্কার, ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ১১ নম্বর ম্য়াচের লাইভ আপডেটসে আপনাদের স্বাগত। এই ম্য়াচে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস খেলতে নামছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে এই ম্য়াচ।