Advertisment

IPL 2019, CSK vs SRH Highlights: ওয়াটসন ঝড়ে উড়ে গেল হায়দরাবাদ

Chennai Super Kings vs Sunrisers Hyderabad Highlights: ওয়াটসনের ব্য়াটে চেন্নাই ৬ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদকে। চিপতে জিতে ফের লিগ টেবিলে শীর্ষে চলে এল ধোনি অ্যান্ড কোং।

author-image
IE Bangla Web Desk
New Update
IPL 2019 CSK vs SRH Live Score, CSK vs SRH Live Cricket Score

IPL 2019 CSK vs SRH Live Score, CSK vs SRH Live Cricket Score

IPL 2019, CSK vs SRH Highlights: চলতি আইপিএলে ফের একবার মুখোমুখি হল চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। টস হেরে হায়দরাবাদ ব্যাট করে ১৭৫ রান তোলে। ওয়াটসনের ব্য়াটে চেন্নাই ৬ উইকেটে জিতে ফের লিগ টেবিলে শীর্ষে চলে এল।

Advertisment

গত ১৭ এপ্রিল রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমবার এই মরসুমে দেখা হয়েছিল এই দুই দলের। চোটের জন্য সেই ম্যাচ খেলা হয়নি স্বয়ং মহেন্দ্র সিং ধোনির। প্রথমে ব্যাট করে রশিদের ঘূর্ণিতে রায়নারা ১৩১ রানে অলআউট হয়ে গিয়েছিল। ৬ উইকেট হাতে নিয়ে ৩ ওভার বাকি থাকতেই জিতে যায় সানরাইজার্স।

আজ ধোনি খেলছেন। তিনি চাইবেন দলকে জয়ের রাস্তায় ফেরাতে। শেষ দু'ম্যাচে সিএসকে-কে হারতে হয়েছে। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে ধোনি জীবনের সেরা টি-২০ ইনিংস খেলেও দলের বৈতরণী পার করাতে পারেননি। ধোনির দলের চিন্তা তাদের টপ অর্ডার নিয়ে। শেন ওয়াটসন একেবারেই ফর্মে নেই। মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডারের ওপর এসে চাপটা পড়ছে। আজ ধোনিরা জিততে পারলেই আবারও লিগ টেবিলের শীর্ষে চলে যাবে।

IPL 2019, CSK vs SRH Highlights

Live Blog

IPL 2019, CSK vs SRH Live Cricket Score Updates














23:35 (IST)23 Apr 19





















খেলা শেষ

ওয়াটসনের ব্য়াটে চেন্নাই ৬ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদকে। চিপতে জিতে ফের লিগ টেবিলে শীর্ষে চলে এল ধোনি অ্যান্ড কোং।

23:22 (IST)23 Apr 19





















ওয়াটসন আউট হলেন অসাধারণ ইনিংস খেলে

৫৩ বলে ৯৬ রান করে আউট হয়ে গেলেন ওয়াটসন। ভুবনেশ্বরের শট বলে পুল করত গিয়েছিলেন তিনি। এক হাতে অসাধারণ ক্য়াচ নিলেন বেয়ারস্টো। গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে অভিবান জানাল ওয়াটসনকে। কেদার যাদব এলেন ব্য়াট করতে।  ১২ বলে ১৩ রান প্রয়োজন চেন্নাইয়ের

23:12 (IST)23 Apr 19





















অনন্য মাইলস্টোন ওয়াটসনের

টি-২০ ক্রিকেটে ওয়াটসন ৮০০০ রান পূর্ণ  করে ফেলেলেন। ১৬ ওভারে ১৫০  রান তুলল চেন্নাই। ২৪ বলে আর ২৬ রান দরকার ইয়েলো আর্মির। যেভাবে ওয়াটসন ব্যাট করছেন তাতে তিনি একাই চেন্নাইকে জিতিয়ে দিতে পারেন আজ। ধোনিদের জয় এখন সময়ের অপেক্ষা। একথা বলাই যায়। অন্যদিকে ম্যাচের মাঝে ওয়াটো আর রশিদ খানের শরীরি ভাষায় ছিল যুদ্ধের ইঙ্গিত। রায়ডু-ওয়াটসন মিলে ৫০ রানের পার্টনারশিপও করে ফেললেন।

23:01 (IST)23 Apr 19





















ওয়াটো নক!

আজ  ওয়াটসনের চিপক। কাউকে রেয়াত করছেন না তিনি। করে ফেললেন অর্ধ-শতরান।

চেন্নাই ১৪ ওভারে তুলে ফেলল ১২৫। ক্রিজে ওয়াটো-রায়ডু

22:43 (IST)23 Apr 19





















১০ ওভার শেষে চেন্নাই তুলল ৮০, ফিরলেন রায়না

রায়না আর ওয়াটসন জুটিকে অবশেষে বেগ দিতে পারল  সানরাইজার্স। দুজনেই আজ উইকেট না দিয়ে আসার মানসিকতা নিয়ে মাঠে নেমেছিলেন। স্মার্ট আর পাওয়ারফুল ক্রিকেট দুটোই একসঙ্গে পাওয়া যাচ্ছিল তাঁদের ব্যাটে। চেন্নাইয়ের গ্যালারিতে উড়ছিল শুধুই হলুদ পতাকা। কিন্তু রশিদ খান দশম ওভারে এসেই হিসেব বদলে দিলেন। তাঁর ফ্লাইট মিস করলেন রায়না। বেয়ারস্টো ছিটকে দিলেন উইকেট। ১০ ওভারে ৮০ তুলল সিএসকে। চলে গেল ২ উইকেট।

22:23 (IST)23 Apr 19





















চিপকে রায়না-ওয়াটো ঝড়

অনবদ্য ফর্মে সুরেশ রায়না ও ওয়াটসন। সাত ওভারের খেলা চলছে। তাঁদের ব্য়াটে ৫০ পেরিয়ে গেল চেন্নাই। এরকমটাই চেয়েছিল চেন্নাই। দীর্ঘদিন বাদে ওয়াটসনকে আজ চেনা মেজাজে পাওয়া যাচ্ছে। একদা টি-২০ ক্রিকেটের ব্র্যাডম্যান রায়নাও রয়েছেন রাজকীয় মেজাজে। চার-ছক্কায় কথা বলছেন তাঁরা। ভুবনেশ্বরের বোলাররা দিশাহীন।

22:05 (IST)23 Apr 19





















দীপক হুডার থ্রো ভেঙে দিল উইকেট

ফাফ মানতে পারছেন না তাঁকে এভাবে ফিরে যেতে হচ্ছে। ডাইভ দিয়েও এ যাত্রায় বাঁচতে পারলেন না তিনি।  ডিপ মিউ উইকেট থেকে  হুডার অব্য়র্থ লক্ষ্য ছিটকে দিল ফাফের উইকেট। তিন ওভার শেষে চেন্নাই এক উইকেট হারিয়ে আট রান তুলল। ওয়াটসন আর রায়না এখন ক্রিজে।

21:59 (IST)23 Apr 19





















২ ওভারে মাত্র ২ রান

প্রথম দুটি ওভার প্রায় ধরেই খেলল ওয়াটো-ফাফ। কোনওরকম ঝুঁকি নিলেন না তাঁরা। মাত্র ২ রান এল। পাওয়ার-প্লেতে আর চার ওভার বাকি রয়েছে তাঁদের কাছে। এবার নিশ্চই খেলার মোডটা বদলাবেন দুই অভিজ্ঞ ক্রিকেটার।

21:50 (IST)23 Apr 19





















ওয়াটো-ফাফে চেন্নাইয়ের রান তাড়া শুরু

আইপিএলে পাওয়ার-প্লেতে সাতবার আউট হয়েছেন শেন ওয়াটসন। এতবার আর কোনও ব্য়াটসম্যান আউট হননি। এই পরিসংখ্যান অবশ্যই মাথায় রয়েছে চেন্নাই টিম ম্যানেজমেন্টের। আজও ওপেনিংয়ে সেই চেনা জুটি ওয়াটসন আর ফাফ দুপ্লেসিস। আজ কিন্তু ওপেনিং জুটির উপরেই অনেক কিছু নির্ভর করছে। মূলত প্রথম ৬ ওবারে যতটা সম্ভব রান তুলে নিতে হবে  ওয়াটো-ফাফকে। টার্গেট কিন্তু মোটেই সহজ নয়।

21:34 (IST)23 Apr 19





















ইনিংস ব্রেক! চেন্নাইয়ের টার্গেট ১৭৬

অনবদ্য পাণ্ডে ৮৩ ,  সানরাইজার্স তুলল ১৭৫

21:31 (IST)23 Apr 19





















শঙ্কর আউট

১৯ নম্বর ওভারের শেষ বলে দীপক চাহার আউট করে দিলেন বিজয় শঙ্করকে (২০ বলে ২৬)। ডিপ মিড উইকেটে জাদেজার হাতে ধরা পড়ে গেলেন তিনি। শেষ ক ওভারের খেলা বাকি। সানরাইজার্স ১৬৭ রান তুলল ৩ উইকেটের বিনিময়। এবার ক্রিজে আসবেন ইউসুফ পাঠান।

21:24 (IST)23 Apr 19





















শেষ ২ ওভার হায়দরাবাদের হাতে

১৮ ওভারে উঠল ১৬০ রান। সানেদের হাতে আর তিন ওভার। বলাই বাহুল্য চেন্নাইয়ের জন্য তারা বড় রানের টার্গেটই ভেবে রেখেছে। মণীশ পাণ্ডে আর বিজয় শঙ্কর রীতিমত বুদ্ধি করে খেলেছেন। যাকে বলে স্মার্ট ক্রিকেট। প্রয়োজন বুঝে শট রান আর সুযোগ পেলে বড় শট নিচ্ছেন। এখন দেখার কত রানে থামেন তাঁরা!

21:07 (IST)23 Apr 19





















ফাস্টার দ্যান লাইটনিং

বিদ্যুতের থেকেও দ্রুত স্টাম্পিং। এমনটাই  বাইশ গজে সুনাম তাঁর। তিনি মহেন্দ্র সিং ধোনি। আবারও দেখালেন সেকেন্ডেরও ভগ্নাংশ সময়ে স্টাম্পিং করতে পারেন তিনি। হরভজনের ফ্লাইট মিস করেছিলেন ওয়ার্নার। তারপরই দেখলেন উইকেটে আলো জ্বলে গিয়েছে। খানিকক্ষণ ক্রিজে দাঁড়িয়ে ওয়ার্নার অপেক্ষা করেই হাঁটা মারলেন। বুঝেই গিয়েছিলেন এবারের মতো তাঁর যাত্রা থামল। ৪৫ বলের দুরন্ত ৫৭ রানের ইনিংস খেলে আউট হলেন ওয়ার্নার। হায়দরবাদ ১৪ ওভারে তুলল ১২৪। হাতে আর অন্তিম ৬ ওভার। পাণ্ডের সঙ্গে এখন বিজয় শঙ্কর।

20:58 (IST)23 Apr 19





















চিপকে জোড়া ফিফটি

প্রত্যাশিত হাফ-সেঞ্চুরি করে ফেললেন পাণ্ডে আর ওয়ার্নার। 

১২ ওভার শেষে ১০৮ রান চলে এল হায়দরাবাদের স্কোরবোর্ডে।

20:49 (IST)23 Apr 19





















ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছেন ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছেন। মণীশ পাণ্ডেও ত্রাসের সঞ্চার করছেন চিপকে। আজ কার্যত নির্বিষ দেখাচ্ছে চেন্নাইয়ের বোলিং।  ১০ ওভারে ৯১ রান উঠে গেল। সহজ হিসেব বলছে এই ভাবে চললে সানরাইজার্স কিন্তু আরামসে ২০০-র কাছাকাছি  রান করে দিতে পারবে। ধোনিও দিশাহীন তাঁর বোলারদের পারফরম্যান্সে। চেন্নাই কার্যত ব্য়াকফুটে।  এরপর হায়দরাবাদের ঝুলিতে শাকিব আল হাসান, বিজয় শঙ্কর এবং ইউসুফ পাঠানের মতো ব্য়াটসম্যানরা রয়েছেন। তাঁরাও কিন্তু ম্যাচের রঙ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন। অন্যদিকে রশিদ খানের হাতেও শট রয়েছে। এখন দেখার ধোনি কীভাবে এই জুটি ভাঙতে পারেন। অপেক্ষায় ইয়েলো আর্মির ফ্যানেরা।

20:35 (IST)23 Apr 19





















পাওয়ারফুল পাওয়ার-প্লে

বাধ্য়তামূলক পাওয়ার-প্লের পুরো ফায়দা তুললেন ওয়ার্নার-পাণ্ডে। ৯ এর গড়ে ৫৪ রান তুললেন  প্রথম ৬ ওভারে। বেয়ারস্টো ফেরার পর সেভাবে কোনও আঘাত আনতে পারল না চেন্নাই। আপাতত  উইকেটের জন্য মরিয়া ধোনি ব্রিগেড। টাইম আউটের আলোচনায় থাকবে কিভাবে এই জুটিকে ভাঙা সম্ভব হবে। ওয়ার্নার সেট হয়ে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি, তা ভালভাবেই জানা আছে ক্যাপ্টেন কুলের।

20:20 (IST)23 Apr 19





















ওয়ার্নার আছেন চেনা ফর্মে

মণীশ পাণ্ডেকে নিয়ে ধীরে ধীরেএগিয়ে চলেছেন ওয়ার্নার। চার ওভারে শেষে সানেরা ৩০ রান তুলল। হরভজন সিংকে দুটি ছয় হজম করতে হলো এক ওভারে। কিন্তু স্পিনাররাই আজ ধোনির ভরসা। তাঁর ঝুলিতে রয়েছেন ইমরান তাহিরও। 

20:09 (IST)23 Apr 19





















ওয়ার্নার-বেয়ারস্টো জুটিকে জমতেই দিলেন না ভাজ্জি

এই মরসুমে আইপিএলের সবচেয়ে বিধ্বংসী ওপেনিং জুটি ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো। ওয়ার্নারের মাথায় রয়েছে কমলা টুপি। সবেচেয়ে বেশি রান করেছেন তিনি। দুইয়ে আছেন বেয়ারস্টো। এই দুই ওপেনারকে ফেরানোই ছিল ধোনির প্রথম লক্ষ্য়। প্রথম ওভারে দীপক চাহার মাত্র চার রান দিয়েছিলেন। দ্বিতীয় ওভারে ভাজ্জি আসতেই তুলে নিলেন বেয়ারস্টোকে। পাঁচ রানে এক উইকেট চলে গেল সানেদের। বেয়ারস্টোর চলতি আইপিএলের শেষ ম্য়াচটা স্মরণীয় হয়ে থাকল না।  খালি হাতেই ফিরতে হল তাঁকে। ১০ ম্যাচের পর ৪৪৫ রানে শেষ করলেন আইপিএল টুয়েলভ।

19:55 (IST)23 Apr 19





















হেড-টু-হেড

আজকে হলুদ বনাম কমলার লড়াই। আজ পর্যন্ত আইপিএলে চেন্নাই-হায়দরাবাদ ১১ বার মুখোমুখি হয়েছে। চেন্নাই জিতেছে আটবার। হায়দরবাদ জিতেছে তিন বার। চিপকে ২-০ এগিয়ে আছেন ধোনিরা। আর মিনিট পাঁচেক পরেই শুরু ম্য়াচ। চিপক ফুটছে উন্মাদনায়। ধোনিদের জন্য গলা ফাটাতে ফ্যানেরা তৈরি

19:46 (IST)23 Apr 19





















ওয়াটোকে নিয়ে ভাবতেই হবে চেন্নাইকে

আইপিএলে প্রতি ইনিংসে বাধ্যতামূলক ভাবে প্রথম ৬ ওভার থাকে পাওয়ার-প্লে। আর এই সময়ের মধ্যে সাতবার আউট হয়েছেন শেন ওয়াটসন। এতবার আর কোনও ব্য়াটসম্যান আউট হননি। ওয়াটোর ফর্ম নিয়ে রীতিমত চিন্তায় সিএসকে টিম ম্যানেজমেন্ট। ভাল শুরু করেও ক্রিজে সেট হতে পারছেন না প্রাক্তন অজি অলরাউন্ডার।

19:33 (IST)23 Apr 19





















টস জিতলেন ধোনি, ভুবিদের ব্য়াট করতে পাঠালেন তিনি

টস জিতে প্রত্য়াশা মতোই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ধোনি। চিপকের পিচ হাতের তালুর মতো চেনেন তিনি। আর এখানে প্রথমে বল করেই তিনি সাফল্য পেয়েছেন। সেই চেনা ছকেই হাঁটলেন মাহি। চেন্নাইয়ে একটাই পরিবর্তন। প্রত্যাশা মতোই হরভজন ফিরলেন। বসলেন শার্দুল ঠাকুর। মণীশ পাণ্ডে ফিরলেন হায়দরাবাদে। শাহবাজ নদিম আজ খেলছেন না। উইলিয়ামসনের জায়গায় এলেন শাকিব আল হাসান।



19:22 (IST)23 Apr 19





















চোখ থাকবে ভাজ্জির দিকে

হরভজন সিং ঘাড়ের সমস্যায় জর্জরিত ছিলেন। পাশাপাশি তাঁর স্ত্রী এবং কন্যাও অসুস্থ ছিলেন। হরভজন শেষ চার ম্যাচ খেলেননি সিএসকে-র হয়ে। আজ পুরোপুরি ফিট তিনি। প্রথম একাদশে থাকবেন, একথা বলাই যায়। চেন্নাইয়ের জার্সিতে এই মরসুমে প্রথম ম্যাচেই তিন উইকেট তুলে নিয়েছিলেন তিনি। দুরন্ত ফর্মেই আছেন ভাজ্জি। ইমরান তাহিরের সঙ্গে তাঁর যুগলবন্দির দিকে তাকিয়ে চিপক।

" id="lbcontentbody">
19:16 (IST)23 Apr 19





















হায়দরাবাদ আর পাবে না বেয়ারস্টোর সার্ভিস

আজকের পর আর জনি বেয়ারস্টোর সার্ভিস পাবে না সানরাইজার্স হায়দরাবাদ। বিশ্বকাপের প্রস্তুতির জন্য় ইংল্যান্ডের সঙ্গে জাতীয় শিবিরে যোগ দেবেন এই ব্রিটিশ ব্য়াটসম্যান। এবারই প্রথম আইপিএল খেললেন ইংল্যান্ডের  বেয়ারস্টো। চলতি টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৯ ম্যাচে ৪৪৫ রান করা হয়ে গিয়েছে তাঁর। বেয়ারস্টোর ব্যাটিং গড় ৬৩.৫৭ ও স্ট্রাইক রেট ১৫৮.৩৬। সর্বোচ্চ ১১৪ রানের ইনিংসও রয়েছে তাঁর। বেয়ারস্টো অনন্য মাইলস্টোন স্পর্শ করেছেন এই টুর্নামেন্টে। আইপিএল অভিষেককারী ব্যাটসম্যান হিসেবে সবাইকে ছাপিয়ে বেয়ারস্টোই করে ফেললেন সবচেয়ে বেশি রান। পিছনে ফেলে দিলেন শ্রেয়াস আয়ার, ফাফ দু প্লেসিস, লেন্ডি সিমন্স, রাহুল ত্রিপাঠি ও এভিন লুইসদের।

publive-image

" id="lbcontentbody">
19:06 (IST)23 Apr 19





















আজ খেলছেন না কেন উইলিয়ামসন

আজ খেলছেন না কেন উইলিয়ামসন। ভারাক্রান্ত মনে নিউজিল্যান্ডে ফিরে গিয়েছেন সানেদের ক্যাপ্টেন। ব্যক্তিগত কারণ দেখিয়েই দেশ ছেড়েছেন উইলিয়ামসন। জানা যাচ্ছে, তাঁর ঠাকুমার প্রয়াণের জন্য়ই তিনি নিউজিল্যান্ডে ফিরেছেন। আগামী ২৭ এপ্রিল রাজস্থানের বিরুদ্ধে খেলবে হায়দরাবাদ। সেই ম্যাচে উইলিয়ামসনের প্রত্যাবর্তন প্রত্যাশিত। ডেভিড ওয়ার্নারদের ক্য়াপ্টেন হিসেবে আজ মাঠে দেখা যাবে ভুবনেশ্বর কুমারকে। অতীতেও তিনি উইলিয়ামসনের পরিবর্তে ক্যাপ্টেনসি করেছেন এই মরসুমে।

publive-image

গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে অজিঙ্ক রাহানের দুরন্ত শতরানের পালটা দিয়েছিলেন ঋষভ পন্থ। ৩৬ বলে ৭৮ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংসে একাই দিল্লিকে জিতিয়ে দেন তিনি। ছক্কা মেরেই দিল্লিকে নিয়ে গেলেন লিগ টেবিলের শীর্ষে। প্রথমে ব্যাট করে রাজস্থান তুলেছিল ১৯১ রান। সেই রান তাড়া করতে নেমে শিখর ধাওয়ান ও পৃথ্বী শ শুরুটা ভাল করে দিয়েছিলেন। তারপর এসএমএস স্টেডিয়ামে কেবল ঋ-ষ-ভ ধ্বনি। ছক্কায় ছক্কায় একাই মাতিয়ে দিলেন তিনি। ৪ বল বাকি থাকতেই হাতে ৬ উইকেট নিয়ে দলকে জিতিয়ে দিলেন তিনি।
Chennai Super Kings Sunrisers Hyderabad IPL
Advertisment