Advertisment

সিএসকের পছন্দ ছিল না ধোনি, বিস্ফোরক কাহিনী জানালেন জাতীয় দলের তারকা

সিএসকের পছন্দের নেতা ছিল বীরেন্দ্র শেওয়াগ। তবে শেওয়াগ দিল্লি দলের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়ে নেন। ঘরোয়া ক্রিকেটে শেওয়াগ খেলতেন দিল্লির হয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ধোনিকে মোটেই ক্যাপ্টেন চায়নি সিএসকে। আইপিএলের প্রথম মরশুমে ধোনি নয় বরং বীরেন্দ্র শেওয়াগের উপরেই বেশি আস্থা ছিল ফ্র্যাঞ্চাইজির। এমনই চাঞ্চল্য ফেলে দেওয়ার মত তথ্য জানালেন সিএসকের প্রাক্তনী বদ্রিনাথ।

Advertisment

নিজের ইউটিউব চ্যানেলে বদ্রীনাথ জানান, সিএসকের পছন্দের নেতা ছিল বীরেন্দ্র শেওয়াগ। তবে শেওয়াগ দিল্লি দলের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়ে নেন। ঘরোয়া ক্রিকেটে শেওয়াগ খেলতেন দিল্লির হয়ে। সেই কারণেই দিল্লির হয়ে খেলতে চেয়েছিলেন তিনি।

আরো পড়ুন: আইপিএল ছাড়ার পরেই সর্বনাশ! ৪ কোটি টাকার প্রতারণার শিকার হরভজন

"আইপিএল ২০০৮ সালে শুরু হয়। সিএসকের প্রথম পছন্দের ক্যাপ্টেন ছিলেন বীরেন্দ্র শেওয়াগ। ম্যানেজমেন্ট শেওয়াগকে নিতে তৈরি ছিল। তবে শেওয়াগ জানান তিনি দিল্লিতে বেড়ে উঠেছেন। তাই দিল্লি দলের সঙ্গেই নিজেকে বেশি কানেক্ট করতে পারবেন।"

এমনটা জানিয়ে বদ্রীনাথ আরো বলেন, "সিএসকের ম্যানেজমেন্ট শেওয়াগের যুক্তিতে সহমত হয়েছিল। তারপর নিলামের টেবিলে তারা ভেবে এসেছিল কে ভালো ক্রিকেটার হতে পারেন। তার আগের বছরেই ইন্ডিয়া টি২০ বিশ্বকাপ জিতেছিল। তারপরেই ভাবনা চিন্তা করে ওরা ধোনিকে সই করাতে প্রস্তুত হয়।"

"২০০৮ সালের নিলামে ধোনি সবথেকে দামি ক্রিকেটার ছিলেন। সিএসকে ৬ কোটি টাকা খরচ করে ধোনিকে কেনে। শেওয়াগের বদলে সিএসকের ধোনিকে কেনার গল্প অনেকেই জানেন না।"

"সিএসকেতে এসে ধোনি এক ঢিলে তিনটে পাখি মেরেছিল। প্রথমত, ধোনি বিশ্বের অন্যতম সেরা ক্যাপ্টেন। এমন কোনো ক্রিকেট ট্রফি নেই যা ওঁর ওঁর ভাঁড়ারে নেই। দ্বিতীয়ত, ও হল সেরা ফিনিশার। বিশ্বের সেরা সেরা টি২০ দলে ফিনিশারদের আলাদা গুরুত্ব রয়েছে। এখনো যদি দেখা যায় মুম্বই ইন্ডিয়ান্সের পোলার্ড, কেকেআরের আন্দ্রে রাসেল আর সিএসকের রয়েছে ধোনি। তৃতীয়ত, আমি যত দেখেছি, ধোনি হল বিশ্বের অন্যতম সেরা এবং নিরাপদ কিপার।" এমনটাই বলেছেন জাতীয় দলে খেলা বদ্রীনাথ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CSK MS DHONI
Advertisment