গোল্ড কোস্টের দশম দিনে পদক বন্যায় ভাসল ভারত। শনিবার ভারত সোনার ডাবল হ্যাটট্রিক করে ফেলেছে। বক্সিংয়ে মেরি কম (৪৮ কেজি) ও গৌরব সোলাঙ্কি (৫২ কেজি), শ্য়ুটিংয়ে সঞ্জীব রাজপুত (৫০ মিটার রাইফেল), কুস্তিতে সুমিত মালিক (১২৫ কেজি ফ্রি-স্টাইল) ও বিনেশ ফোগাত (৫০ কেজি ফ্রি-স্টাইল) সোনা জিতেছেন। অ্যাথলেটিক্সে জ্যাভলিন ছুড়ে সোনা এসেছে নীরজ চোপড়ার।
অন্যদিকে রুপো ও ব্রোঞ্জের খাতাতেও এদিন নাম উঠেছে ভারতের। বক্সিংয়ে ৪৯ কেজি বিভাগে অমিত পঙ্গল রুপো পেয়েছেন। এছাড়াও মণীশ কৌশিক বক্সিংয়ের ৬০ কেজিতে রুপো জিতেছেন। কুস্তির ৬২ কেজি নর্ডিকে সাক্ষী মালিক পেয়েছেন ব্রোঞ্জ। কুস্তির ৮৬ কেজি ফ্রি-স্টাইলে তিন নম্বরে শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন সোমবীর।