Advertisment

CWG 2018: সোনা ছিনিয়ে নিলেন মেরি কম

কমনওয়েলথে সোনা জিতলেন প্রখ্য়াত বক্সার মেরি কম।কমনওয়েলথ এটিই তাঁর প্রথম সোনা। মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনাল রাউন্ডে প্রতিদ্বন্দি উত্তর আয়ারল্যান্ডের ক্রিস্টিনা ও’হারারকে হারান তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মেরি কম

কমনওয়েলথে সোনা জিতলেন প্রখ্য়াত বক্সার মেরি কম।কমনওয়েলথ এটিই তাঁর প্রথম সোনা। মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনাল রাউন্ডে প্রতিদ্বন্দ্বী উত্তর আয়ারল্যান্ডের ক্রিস্টিনা ও’হারারকে ৫-০ পয়েন্টে হারান তিনি। ইতিমধ্য়েই ট্যুইটারে  তাঁকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন মহল থেকে, 

Advertisment

এর আগে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়নের খাতায় নাম উঠেছে শুধু তাই নয় একাধিক বার এশিয়া চ্যাম্পিয়নও হয়েছেন মেরিকম । ২০১২-এর লন্ডনে অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। 

একই দিনে কুস্তিতে জোড়া সোনা এল ভারতের। আফ্রিকান কুস্তিগীরকে হারিয়ে সোনা জিতলেন সুশীল। ৭৪ কেজি বিভাগে ফ্রি স্টাইলে দক্ষিণ আফ্রিকার জোহানস বোথাকে হারিয়ে কমনওয়েলথ গেমসে সোনা জয়ে হ্যাটট্রিক করলেন তিনি। অন্যদিকে কুস্তিতে আরও একটি সোনা নিয়ে এলেন রাহুল আওরে। ৫৭ কেজি বিভাগে কানাডার প্রতিপক্ষকে ১৫-৭ হারিয়ে সোনা পান রাহুল। তাসলিকায় রয়েছেন সঞ্জীব রাজপুত এবং গৌরব সোলাঙ্কি। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৮টি সোনা সহ ৪৩ টি পদক রয়েছে ভারতের ঝুলিতে। 

CWG 2018 Gold Medal mary kom
Advertisment