কমনওয়েলথ গেমসে ভারতীয়দের সোনার শনিবার। স্বর্ণপদকের তালিকায় নবতম সংযোজন মণিকা বাত্রা। গোল্ড কোস্টে এদিন ইতিহাস লিখলেন দিল্লির বছর বাইশের কন্যা। প্রথম ভারতীয় মহিলা হিসেবে টেবিল টেনিস সিঙ্গলসে দেশকে সোনা এনে দিলেন মণিকা। সিঙ্গাপুরের মেনগিউ ইউ-কে ৪-০ তে হারিয়ে মাইলফলক গড়লেন মণিকা। তাঁর পক্ষে ফল ১১-৭, ১১-৬, ১১-২, ১১-৭। এবছর গোল্ড কোস্টে একের পর এক দুরন্ত পারফরম্যান্সে মণিকা চমকে দিতে থেকেছেন। দেশকে টেবিল টেনিসের মিক্সড টেবিল টেনিসে ইভেন্টে সোনা এনে দিয়েই থামেননি মণিকা, গত শুক্রবার বাংলার মৌমা দাসকে নিয়ে ডাবলসে রুপো জিতেছেন টিটি-তে।
গোল্ড কোস্টের দশম দিনে পদক বন্যায় ভেসেছে ভারত। বক্সিংয়ে মেরি কম (৪৮ কেজি) ও গৌরব সোলাঙ্কি (৫২ কেজি), শ্য়ুটিংয়ে সঞ্জীব রাজপুত (৫০ মিটার রাইফেল), কুস্তিতে সুমিত মালিক (১২৫ কেজি ফ্রি-স্টাইল) ও বিনেশ ফোগাত (৫০ কেজি ফ্রি-স্টাইল) সোনা জিতেছেন। অ্যাথলেটিক্সে জ্যাভলিন থ্রো বিভাগে সোনা এসেছে নীরজ চোপড়ার। অন্যদিকে রুপো ও ব্রোঞ্জের খাতাতেও এদিন নাম উঠেছে ভারতের। বক্সিংয়ে ৪৯ কেজি বিভাগে অমিত পঙ্গল রুপো পেয়েছেন। এছাড়াও মণীশ কৌশিক বক্সিংয়ের ৬০ কেজিতে রুপো জিতেছেন। কুস্তির ৬২ কেজি নর্ডিকে সাক্ষী মালিক পেয়েছেন ব্রোঞ্জ। কুস্তির ৮৬ কেজি ফ্রি-স্টাইলে তিন নম্বরে শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন সোমবীর।