রবিবার ভারতের মেয়েরা টেবিল টেনিসের টিম ইভেন্টে প্রথমবারের মতো কমনওয়েলথ থেকে সোনা ছিনিয়ে এনেছিল। সোমবার দেশের ছেলেরাও সোনা ছিনিয়ে নিল গোল্ড কোস্ট থেকে। ভারত ৩-০ হারিয়ে দিয়েছে নাইজেরিয়াকে। অন্যদিকে মিক্সড ব্যাডমিন্টন টিমেও ভারতের মুখ উজ্জ্বল করলেন সাইনারা। শেষ তিনবারের চ্যাম্পিয়ন মালেয়শিয়াকে এদিন উড়িয়ে দিল গোপীচাঁদের ছাত্র-ছাত্রীরা।
দেশের অভিজ্ঞ প্যাডলার আচান্ত শরৎ কমল হারিয়ে দেন বোদে আবিওদানকে। ৪-১১, ১১-৫, ১১-৪, ১১-৯ ব্যবধানে ম্যাচ জিতে নেন শরৎ কমল। এরপর ভারতকে ২-০ এগিয়ে দেন সাথিয়া গনসেকারন। সেগুন তোরিওলাকে হারান তিনি। সাথিয়ার পক্ষে ফল ১০-১২, ১১-৩, ১১-৩, ১১-৪। অন্যদিকে হরমীত দেশাইয়ের সঙ্গে পুরুষদের ডাবলসে নেমেছিলেন সাথিয়া। আবিওদিন ও ওলাজাইদ ওমোতায়োর জুটিকে হারিয়ে দেন তাঁরা। হরমীতরা ১১-৮, ১১-৫ ও ১১-৩ ম্যাচ জিতে নেন। জেতার পয়েন্ট আসতেই একে অপরকে জড়িয়ে ধরেন। এরপরেই দলের বাকি সদস্যরা ছুটে আসেন। টেবিল টেনিসে কখনই ভারত সোনা পায়নি। সেখানে ২৪ ঘন্টার ব্যবধানে জোড়া সোনার ঘটনা অভাবনীয়।
ব্যাডমিন্টনেও এদিন ভারতের পতাকা উড়ল গোল্ড কোস্ট। সাত্ত্বিক রানকিরেড্ডি ও অশ্বিনী পোনাপ্পার মিক্সড ডাবলস জুটি হারিয়েছেন পেং সুন চ্য়ান ও লিউ ইয়ং গোহকে। অশ্বিনীরা জিতলেন ২১-১৪, ১৫-২১, ২১-১৫ ব্যবধানে। এরপর কিদাম্বি শ্রীকান্ত তিনবারের অলিম্পিক রুপো জয়ী লি-কে হারিয়েদেন। শ্রীকান্তের পক্ষে ফল ২১-১৭ ২১-১৪। পুরুষদের ডাবলসে জুটি বেঁধেছিলেন রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। কিন্তু তাঁদের হারিয়ে দেন গোহ ও উই কিয়ং ট্যান। বিপক্ষ ম্যাচ জিতে নেয় ১৫-২১, ২০-২২ ব্যবধানে। রানকিরেড্ডিরা হারতে সাইনা নেহওয়ালের উপরেই দেশকে জেতানোর গুরুভার চলে আসে। সাইনা অসাধারণ খেলে ভারতকে ঐতিহাসিক জয় এনে দেন। সিঙ্গলসে সাইনা ২১-১১ ১৯-২১ ২১-৯ ব্যবধানে হারান সোনিয়া চিয়াকে।
সোমবারের শুরুটাই ভারত পদক দিয়ে করেছিল। ১০৫ কেজি ভারোত্তোলনে দেশকে রুপো এনে দিয়েছেন প্রদীপ সিং। মোট ৩৫২ কেজি ওজন তুলেছেন প্রদীপ। স্ন্যাচে ১৫২ কেজি ও ক্লিন-অ্যান্ড-জার্কে ২০০ কেজি ভারোত্তোলন করেন তিনি। এরপর ১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে জিতু রাই সোনা ছিনিয়ে এনেছেন। অন্যদিকে ওম প্রকাশ মিথারভাল পেলেন ব্রোঞ্জ। মেহুলি ঘোষ ও অপূর্বী চাণ্ডেলার সৌজন্যে শ্যুটিং থেকেও ফের ভারতের পদক এসেছে। ১০ মিটার এয়ার রাইফেলে মেহুলি পেলেন রুপো ও চাণ্ডেলা পেলেন ব্রোঞ্জ।