/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/HOCKEY-1.jpg)
CWG 2018: অ্যাথলেটিক্সে খাতা খুলল ভারত, হকিতে মেয়েদের হার
কমনওয়েলথে এবার অ্যাথলেটিক্সে পদকের খাতা খুলল ভারত। সীমা পুনিয়া ও নভজিত কাউরের সৌজন্যে জোড়া পদক এল গোল্ড কোস্ট থেকে। বৃহস্পতিবার ডিসকাস থ্রোয়ার নবনীত পেয়েছেন রুপো ও নভজিত জিতেছেন ব্রোঞ্জ।
Confident & Steady wins the Throw!
A bravo last attempt throw by #NavjeetDhillon won #TeamIndia 2 podium finishes at #GC2018#GC2018Athletics Women's Discus Throw Finals!#SeemaPunia ???? with a throw of 60.41#NavjeetDhillon ???? with a throw of 57.43#Congratulations ????????????✌???? pic.twitter.com/WwTCJyAxvl— IOA - Team India (@ioaindia) April 12, 2018
পুনিয়া এই নিয়ে কমনওয়েলথে চতুর্থ পদক পেলেন। সীমার হাত ধরেই অ্যাথলেটিক্সে ভারতের প্রথম পদক প্রাপ্তি হল। সীমা এদিন ৬০.৪১ মিটার ছুড়েছেন। এটাই তাঁর সেরা রেকর্ড। ৫৭.৪৩ মিটার ছুড়েছেন নবনীত। এদিন পুনিয়া প্রথম চেষ্টাতেই ৬০.৪১ মিটার পার করেন। কিন্তু এরপর থেকেই তাঁর স্কোর কমতে থাকে। দ্বিতীয়বার ৫৯.৫৭ মিটার ছোঁড়েন, তৃতীয়বার ব্যর্থ হন ও চতুর্থবার ৫৮.৫৪ মিটার ছোঁড়েন তিনি। শুরুটাই এত ভাল করেছিলেন পুনিয়া যে, পদক চলে আসে তাঁর ঝুলিতে।
নবনীতের শুরুটা ভাল হয়নি । তিনি প্রথম প্রচেষ্টায় ৫৫.৬১ মিটার ছুড়েছেন। তাঁর দ্বিতীয় ও তৃতীয় দফার ছোড়াটি ভুল হওয়ায় সেটাকে ধরা হয়নি। ছবারের প্রচেষ্টায় ৫৭.৪৩ মিটার ছুঁড়েছেন নবনীত। আর এতেই চলে আসে ব্রোঞ্জ। এদিন ডিসকাস ছুড়ে কমনওয়েলথে রেকর্ড গড়ে প্রথম হয়েছেন অস্ট্রেলিয়ার ড্যানি স্টিভেন্স। এই টুর্নামেন্টের ইতিহাসে তাঁর ডিসকাসই সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করল। ৬৮.২৬ মিটার ছুড়েছেন অজি খেলোয়াড়।
FT| Despite a close-fought encounter, the Indian Eves sustain a 0-1 defeat against the @Hockeyroos in the Semi-Final of the @GC2018 Commonwealth Games. The team will now play its 3/4th place play-off against England on 14th March. pic.twitter.com/fWZCWUcgHo
— Hockey India (@TheHockeyIndia) April 12, 2018
অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে হকির সেমিফাইনালে ১-০ হেরে গেল ভারতের মেয়েরা। ম্যাচের ৩৭ মিনিটে গ্রেস স্টুয়ার্টের গোলই ম্যাচের ভাগ্য লিখে দেয়। যদিও হাড্ডাহাড্ডি ম্যাচই হয়েছে গোল্ড কোস্টে। আগামী আগামী শনিবার ব্রোঞ্জ পদক ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ফাইনালে অস্ট্রেলিয়া খেলবে নিউজিল্য়ান্ডের সঙ্গে।