কমনওয়েলথের সপ্তম দিনে দেশকে সোনা এনে দিলেন শ্রেয়সী সিং। বুধবার গোল্ড কোস্টে মহিলাদের ডাবল ট্র্যাপ শ্যুটিংয়ে স্বর্ণ পদক পেলেন বছর ছাব্বিশের কন্যা। গতবছর গ্লাসগোতে রুপো পেয়েছিলেন শ্রেয়সী। এবার অস্ট্রেলিয়ার এমা কক্সকে হারিয়ে সোনা পেলেন তিনি। ফাইনাল রাউন্ডে ৯৬ পেয়ে বাজিমাত করেন নয়াদিল্লির বাসিন্দা। যদিও এই ইভেন্টে অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয়েছে বর্ষা বর্মনের।
অন্যদিকে ছেলেদের মধ্যে ডাবল ট্র্যাপে ব্রোঞ্জ পেয়েছেন অঙ্কুর মিত্তল। চারে শেষ করেছেন আশাব মহম্মদ। এবারের কমনওয়েলথে জীতু রাই ১০ মিটার এয়ার পিস্তলে আগেই দেশকে সোনা এনে দিয়েছিলেন, কিন্তু এদিন দেশকে আরও একটি পদক এনে দিতে ব্যর্থ হন তিনি। আট নম্বরে শেষ করেছেন তিনি। অন্যদিকে এই ইভেন্টে এবার ব্রোঞ্জ পেয়েছিলেন ওম মিথারওয়াল। ফের একটা ব্রোঞ্জ পেলেন তিনি। শ্যুটিং থেকে ভারতের এদিন একটি সোনা ও দুটি ব্রোঞ্জ আসল।