CWG 2018: সোনার হ্যাটট্রিক সুশীলের

বৃহস্পতিবার গোল্ড কোস্টে দেশের পতাকা ওড়ালেন দেশের স্টার কুস্তিগীর সুশীল । ৭৪ কেজি কুস্তিতে সোনা ছিনিয়ে নিলেন তিনি। সুশীলের সৌজন্য়েই দেশের ১৪ তম স্বর্ণপদক চলে এল চলতি কমনওয়েলথ থেকে।

বৃহস্পতিবার গোল্ড কোস্টে দেশের পতাকা ওড়ালেন দেশের স্টার কুস্তিগীর সুশীল । ৭৪ কেজি কুস্তিতে সোনা ছিনিয়ে নিলেন তিনি। সুশীলের সৌজন্য়েই দেশের ১৪ তম স্বর্ণপদক চলে এল চলতি কমনওয়েলথ থেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
CWC 2018: সোনার হ্যাটট্রিক সুশীলের,

CWC 2018: সোনার হ্যাটট্রিক সুশীলের,

সাবাশ সুশীল কুমার! এমনটাই বলছে গোটা দেশ। বৃহস্পতিবার গোল্ড কোস্টে দেশের পতাকা ওড়ালেন দেশের স্টার কুস্তিগীর সুশীল । ৭৪ কেজি কুস্তিতে সোনা ছিনিয়ে নিলেন তিনি। এই নিয়ে কমনওয়েলথের আসরে পরপর তিনবার স্বর্ণপদক জিতলেন সুশীল।২০১০-এ দিল্লির পর ২০১৪-তে গ্লাসগোতেও সোনা পেয়েছিলেন সুশীল। এবার গোল্ড কোস্টে সোনা এল তাঁর। সুশীলের সৌজন্য়েই দেশের ১৪ তম স্বর্ণপদক চলে এল চলতি কমনওয়েলথ থেকে।

Advertisment

Advertisment

দুবারের অলিম্পিক স্বর্ণপদক জয়ী সুশীল এদিন কারারা স্পোর্টস এরিনা ওয়ানে  ফাইনালে নামেন দক্ষিণ আফ্রিকার প্রতিদ্বন্দ্বী জোহানেস বোথার বিরুদ্ধে। বোথাকে মুখই তুলতে দেননি ভারতীয় কুস্তিগীর। টেকনিক্যালি অনেকটা এগিয়ে থাকা সুশীল এদিন মাত্র ২০ মিনিটের মধ্যে ম্যাটে ১০-০ পয়েন্টে  ধরাশায়ী করেছেন বোথাকে। এবারের কমনওয়েলথে নামার আগেই সমস্যায় পড়েছিলেন সুশীল। টুর্নামেন্ট শুরুর দিন পাঁচেক আগেও গেমসের অফিসিয়াল ওয়েবসাইটের এন্ট্রি লিস্টে তাঁর নাম ছিল না। (কমনওয়েলথ গেমসে নাম নেই সুশীল কুমারের! পাঁচ দিন পর শুরু টুর্নামেন্ট)

এদিন সুশীল কুস্তিতে ভারতকে দ্বিতীয় সোনা এনে দেন। এর আগে  ৫৭ কেজি বিভাগে স্বর্ণপদক জেতেন রাহুল আওয়ারে। কানাডিয়ান প্রতিদ্বন্দ্বী স্টিভেন তাকাহাশিকে ১৫-৭ হারান তিনি। এদিন কুঁচকিতে মারাত্মক যন্ত্রণা নিয়েই লড়াই চালিয়ে যান আওয়ারে।শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েই ম্যাট ছাড়েন তিনি।অন্যদিকে মেয়েদের ৫৩ কেজির কুস্তিতে নেমেছিলেন ববিতা। অল্পের জন্যই সোনা হাতছাড়া করেন হরিয়ানার কন্যা। কানাডার ডায়না উইকারের কাছেই হেরে রুপোতে সন্তুষ্ট থাকেন গতবারের চ্যাম্পিয়ন ববিতা। গতবার গ্লাসগোতে সোনা পেয়েছিলেন ববিতা।

এদিন গোল্ড কোস্টে ভারতকে মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে রুপো জিতিয়েছিলেন তেজস্বিনী সাওয়ান্ত

CWG 2018: শ্যুটিংয়ে রুপো জিতলেন তেজস্বিনী সাওয়ান্ত

Gold Medal Wrestling