সাবাশ সুশীল কুমার! এমনটাই বলছে গোটা দেশ। বৃহস্পতিবার গোল্ড কোস্টে দেশের পতাকা ওড়ালেন দেশের স্টার কুস্তিগীর সুশীল । ৭৪ কেজি কুস্তিতে সোনা ছিনিয়ে নিলেন তিনি। এই নিয়ে কমনওয়েলথের আসরে পরপর তিনবার স্বর্ণপদক জিতলেন সুশীল।২০১০-এ দিল্লির পর ২০১৪-তে গ্লাসগোতেও সোনা পেয়েছিলেন সুশীল। এবার গোল্ড কোস্টে সোনা এল তাঁর। সুশীলের সৌজন্য়েই দেশের ১৪ তম স্বর্ণপদক চলে এল চলতি কমনওয়েলথ থেকে।
The gold rush for India continues!@WrestlerSushil is a perfect example of dedication, grit and determination.
So proud to bring to you our 74kg category ???? medalist at #CWG2018, Sushil Kumar! The zeal to make it big was very evident from the start! #ProudIndia #GC2018Wrestling pic.twitter.com/Ftwkd3SOnc
— SAIMedia (@Media_SAI) April 12, 2018
দুবারের অলিম্পিক স্বর্ণপদক জয়ী সুশীল এদিন কারারা স্পোর্টস এরিনা ওয়ানে ফাইনালে নামেন দক্ষিণ আফ্রিকার প্রতিদ্বন্দ্বী জোহানেস বোথার বিরুদ্ধে। বোথাকে মুখই তুলতে দেননি ভারতীয় কুস্তিগীর। টেকনিক্যালি অনেকটা এগিয়ে থাকা সুশীল এদিন মাত্র ২০ মিনিটের মধ্যে ম্যাটে ১০-০ পয়েন্টে ধরাশায়ী করেছেন বোথাকে। এবারের কমনওয়েলথে নামার আগেই সমস্যায় পড়েছিলেন সুশীল। টুর্নামেন্ট শুরুর দিন পাঁচেক আগেও গেমসের অফিসিয়াল ওয়েবসাইটের এন্ট্রি লিস্টে তাঁর নাম ছিল না। (কমনওয়েলথ গেমসে নাম নেই সুশীল কুমারের! পাঁচ দিন পর শুরু টুর্নামেন্ট)
A powerpacked win, indeed!
In a superb effort Rahul Aware bring home a???? in men’s 57kg category!
Many congratulations!????????????
You're a ⭐! #IndiaAtCWG #CWG2018 #GC2018Wrestling #SAI pic.twitter.com/tRGfAnFsbs— SAIMedia (@Media_SAI) April 12, 2018
এদিন সুশীল কুস্তিতে ভারতকে দ্বিতীয় সোনা এনে দেন। এর আগে ৫৭ কেজি বিভাগে স্বর্ণপদক জেতেন রাহুল আওয়ারে। কানাডিয়ান প্রতিদ্বন্দ্বী স্টিভেন তাকাহাশিকে ১৫-৭ হারান তিনি। এদিন কুঁচকিতে মারাত্মক যন্ত্রণা নিয়েই লড়াই চালিয়ে যান আওয়ারে।শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েই ম্যাট ছাড়েন তিনি।অন্যদিকে মেয়েদের ৫৩ কেজির কুস্তিতে নেমেছিলেন ববিতা। অল্পের জন্যই সোনা হাতছাড়া করেন হরিয়ানার কন্যা। কানাডার ডায়না উইকারের কাছেই হেরে রুপোতে সন্তুষ্ট থাকেন গতবারের চ্যাম্পিয়ন ববিতা। গতবার গ্লাসগোতে সোনা পেয়েছিলেন ববিতা।
Babita has ???????? proud by winning a ????medal! What a phenomenal win, Babita! It was a great display of strength and grit. We all are proud of you. #IndiaAtCWG #Wrestling #gc2018wrestling #SAI pic.twitter.com/2eF1h7pnHy
— SAIMedia (@Media_SAI) April 12, 2018
এদিন গোল্ড কোস্টে ভারতকে মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে রুপো জিতিয়েছিলেন তেজস্বিনী সাওয়ান্ত