/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/tejaswini-759.jpg)
কমনওয়েলথ গেমসে রুপোর পদক জিতলেন তেজস্বিনী সাওয়ান্ত। ছবি এসএআই মিডিয়া
কমনওয়েলথ গেমসে এবার যেন অপ্রতিরোধ্য ভারতীয় অ্যাথলিটরা। গোল্ড কোস্ট থেকে ফের পদক এল ভারতের ঘরে। শুধু তাই নয়, ফের আরেক কন্যার হাত ধরে পদক এল এ দেশে। কমনওয়েলথ গেমসের অষ্টম দিনে দেশবাসীর জন্য রুপোর পদক আনলেন তেজস্বিনী সাওয়ান্ত। মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে রুপো জিতলেন তিনি। কমনওয়েলথ গেমসে ভারতের ফের পদক জয়ের খবরে সোশ্যাল সাইটে শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়ে। ট্যুইটারে তেজস্বিনীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
Hearty congratulations to Tejaswini Sawant for clinching SILVER in Women's 50m Rifle Prone event in #GC2018; you have made the nation proud #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) April 12, 2018
One more medal for India in #CommonwealthGames2018...!!
Congratulations to #TejaswiniSawant for winning #Silver in women's 50m Rifle Prone event... #GC2018#GC2018Shooting#IndiaAtCWG#IndiaAtGoldCoastpic.twitter.com/uj7BmtZSAn— Ashok Gehlot (@ashokgehlot51) April 12, 2018