Paris Olympics 2024: দেউলপুরের নাম উজ্জ্বল করেছিলেন বিশ্বমঞ্চে। বার্মিংহ্যাম অলিম্পিক থেকে সোনা এনে দিয়েছিলেন দেশকে। সেই অচিন্ত্য শিউলিই (Achinta Sheuli) এবার নক্কারজনক কাণ্ড ঘটালেন। প্যারিস অলিম্পিকের প্রস্তুতি ক্যাম্প থেকে বহিষ্কার করা হল তারকা ভারত্তোলককে।
পাতিয়ালা ক্যাম্পে মহিলাদের হোস্টেলের সামনে উঁকিঝুঁকি দিচ্ছিলেন। সেই কারণেই এবার সরাসরি ক্যাম্প থেকে বের করা হল তাঁকে। বৃহস্পতিবার রাতের ঘটনা। সেই সময়েই অপকীর্তি করার সময়ে ধরা পড়ে যান। নিরাপত্তাকর্মীরা ভিডিও-ও করেন। সঙ্গেসঙ্গেই সাই এবং এনআইএস পাতিয়ালার কার্যনির্বাহী আধিকারিক বিনীত কুমারকে বিষয়টি জানানো হয়। ভিডিও-প্রমাণ থাকায় ব্যবস্থা নিতে দেরি করেনি কর্তৃপক্ষ।
সঙ্গেসঙ্গেই বহিষ্কার করা হয় অচিন্ত্যকে। শুক্রবার অচিন্ত্যের বহিষ্কারের সঙ্গেই তাঁকে যে প্যারিস অলিম্পিকে আর দেখা যাবে না, তা কার্যত নিশ্চিত হয়ে যায়।প্যারিস গেমসের কোয়ালিফিকেশন ইভেন্ট ছিল ফুকেতের IWF ওয়ার্ল্ড কাপ। সেই ইভেন্টে আর অংশ নিতে পারবেন না অচিন্ত্য শিউলি।
আরও পড়ুন: সোনার ছেলে অচিন্ত্য সেভাবে চিনতে পারছেন কই! অভিমানে ঘরবন্দি দেউলপুরের মহাগুরু অষ্টম দাস
সংবাদসংস্থাকে জাতীয় ভারোত্তোলন সংস্থার এক আধিকারিক বলেছেন, "এমন শৃঙ্খলাভঙ্গের বিষয় কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। ওঁকে সঙ্গেসঙ্গেই ক্যাম্প ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওঁর ভিডিও এনআইএস পাতিয়ালার ইডি বিনীত কুমার এবং নতুন দিল্লির সাই হেডকোয়ার্টার্সে পাঠিয়ে দেওয়া হয়েছে। দ্রুত ওঁকে বেরিয়ে যাওয়ার নির্দেশ মিলেছে।"
এর আগেও পাতিয়ালায় শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তির মুখে পড়েছেন কমনওয়েলথ গেমস এবং যুব অলিম্পিকের পদকজয়ী জেরেমি লালারিননুঙ্গা।