ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে সাইক্লোন, ভেস্তে যেতে পারে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-২০

মাত্রাতিরিক্ত দূষণের জন্য় দিল্লিতে প্রায় ভেস্তে যেতে বসেছিল ভারত-বাংলাদেশ প্রথম টি-২০ ম্য়াচটি। এবার সাইক্লোন মহার জেরে বাতিল হতে পারে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্য়াচটি।

মাত্রাতিরিক্ত দূষণের জন্য় দিল্লিতে প্রায় ভেস্তে যেতে বসেছিল ভারত-বাংলাদেশ প্রথম টি-২০ ম্য়াচটি। এবার সাইক্লোন মহার জেরে বাতিল হতে পারে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্য়াচটি।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Maha could derail second India vs Bangladesh T20I

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে সাইক্লোন, ভেস্তে যেতে পারে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টি-২০

মাত্রাতিরিক্ত দূষণের জন্য় দিল্লিতে প্রায় ভেস্তে যেতে বসেছিল ভারত-বাংলাদেশ প্রথম টি-২০ ম্য়াচটি। এবার সাইক্লোন মহার জেরে বাতিল হতে পারে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্য়াচটি।

Advertisment

আগামী বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামেব হবে খেলা। চলতি তিন ম্য়াচের সিরিজের দ্বিতীয় ম্য়াচটি অনুষ্ঠিত হবে সেখানে। সৌরাষ্ট্র ও সমগ্র দক্ষিণ গুজরাতের আবহাওযার পূর্বাভাস বলছে রোহিত শর্মা বনাম মাহমুদুল্লাহদের দ্বৈরথ নাও দেখা যেতে পারে। কারণ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণীঝড়।

আরও পড়ুন-জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা? ২৫০০০ দর্শক এলেন কোটলায়

Advertisment

আরও পড়ুন-Deodhar Trophy 2019 Final: ধোনির মাঠে কার্তিকের অবিশ্বাস্য় ক্য়াচ, মুহূর্তে ভাইরাল ভিডিও

সংবাদসংস্থা পিটিআই কথা বলেছে আঞ্চলিক আবহাওয়া দফতরের অধিকর্তা জয়ন্ত সরকারের সঙ্গে। তিনি বলছেন, “আগামী বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্য়ে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঝড়। এই মুহূর্তে সাইক্লোন মহা দিউ থেকে ৫৮০ কিলোমিটার ও ভারাভালের উত্তর পশ্চিম থেকে ৫৫০ কিলোমিটার কেন্দ্রে অবস্থিত।” সাইক্লোন ভয়ঙ্কর আকার ধারণ করবে বলেই মত তাঁর।

Bangladesh BCCI India