Dasun Shanaka Out Controversy: নাটকের নাম সুপার ওভার! কেন আউট হলেন না শনাকা? জেনে নিন ICC-র নিয়ম

Dasun Shanaka Out Controversy: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ভারত বনাম শ্রীলঙ্কা ম্য়াচে একটি চাঞ্চল্যকর ঘটনা দেখতে পাওয়া যায়। আসলে, সুপার ওভারের চতুর্থ বলে শ্রীলঙ্কার ব্যাটার দাসুন শনাকাকে ক্যাচ আউট করান ভারতীয় পেস তারকা আর্শদীপ সিং।

Dasun Shanaka Out Controversy: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ভারত বনাম শ্রীলঙ্কা ম্য়াচে একটি চাঞ্চল্যকর ঘটনা দেখতে পাওয়া যায়। আসলে, সুপার ওভারের চতুর্থ বলে শ্রীলঙ্কার ব্যাটার দাসুন শনাকাকে ক্যাচ আউট করান ভারতীয় পেস তারকা আর্শদীপ সিং।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dasun Shanaka

দাসুন শনাকাকে আউট দিতে পারলেন না আম্পায়ার

Dasun Shanaka: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত এবং শ্রীলঙ্কা (India vs Sri Lanka) শুক্রবার (২৭ সেপ্টেম্বর) একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে যথেষ্ট নাটক দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া সুপার ওভারে (Super Over) বাজিমাত করে। এই ম্য়াচে দুটো দলই ২০০-র উপরে রান করেছে। কিন্তু, ৪০ ওভার খেলা হওয়ার পরও এই ম্য়াচের কোনও ফলাফল নির্ধারণ করা সম্ভব হয়নি। সেকারণেই ম্য়াচ সুপার ওভারে গড়ায়। এই পর্বে শ্রীলঙ্কা মাত্র ২ রান করতে পারে। কিন্তু, সুপার ওভারে শ্রীলঙ্কা ব্যাট করার সময় একটি আশ্চর্য্যজনক ঘটনার সাক্ষী হল গোটা ক্রিকেট বিশ্ব। মাঠে উপস্থিত দুই আম্পায়ার আউট দেওয়ার পরও প্যাভিলিয়ন ফিরলেন না ব্য়াটার! আইসিসি-র (ICC) একটি বিশেষ নিয়মই এই ক্রিকেটারকে বাঁচিয়ে দেয়।

Advertisment

India vs Sri Lanka Asia Cup 2025 Highlights: জলে গেল নিশঙ্কার শতরান, সুপার ওভারে দুরন্ত জয় টিম ইন্ডিয়ার

দুই আম্পায়ারই দিলেন আউট, তবুও প্যাভিলিয়নে ফিরলেন না ব্যাটার

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ভারত বনাম শ্রীলঙ্কা ম্য়াচে একটি চাঞ্চল্যকর ঘটনা দেখতে পাওয়া যায়। আসলে, সুপার ওভারের চতুর্থ বলে শ্রীলঙ্কার ব্যাটার দাসুন শনাকাকে ক্যাচ আউট করান ভারতীয় পেস তারকা আর্শদীপ সিং। ইতিমধ্যে, সঞ্জু স্যামসনের একটি ডিরেক্ট থ্রো স্টাম্পও ভেঙে দেয়। ঠিক তখনই দ্বিতীয় আম্পায়ার দাসুন শনাকাকে রান আউটের সিদ্ধান্ত জানান। কিন্তু, দাসুন শনাকা রিভিউ নিয়ে সবাইকে চমকে দেন। 

Advertisment

Sanju Samson Huge Six Video: এমন ছক্কা হাঁকালেন স্যামসন, মাথায় হাত শ্রীলঙ্কার কোচ জয়সূর্যর! দেখুন ভিডিও

দেখুন ভিডিও:

ICC-র এই নিয়মই বাঁচিয়ে দিল শনাকাকে

আসলে, দাসুন শনাকা এই রিভিউ ক্যাচ আউটের বিরুদ্ধে নিয়েছিলেন। আলট্রা-এজ প্রযুক্তিতে স্পষ্ট দেখা যায়, ব্যাট এবং বলের মধ্যে কোনও সম্পর্ক হয়নি। সেকারণে ক্যাচ আউটের সিদ্ধান্ত বদলাতে হয়। সেইসঙ্গে সঞ্জু স্যামসনের রান আউটের সিদ্ধান্তও অবৈধ বলে ঘোষণা করা হয়। কারণ, আম্পায়ার গাজী সোহেল রান আউটের আগেই শনাকাকে ক্যাচ আউট দিয়ে ফেলেছিলেন। একটি ক্রিকেট ম্য়াচে আম্পায়ার যখনই কোনও সিদ্ধান্ত দেন তৎক্ষণাৎ বলটা ডেড হয়ে যায়। আর ডেড বলে তো কোনও উইকেট শিকার করা সম্ভব নয়। আর না কোনও রান যুক্ত হয়।

Suryakumar Yadav: ক্যাপ্টেন্সি কোটায় রয়েছেন সূর্যকুমার! ব্যাট হাতে রান কই ভারত অধিনায়কের?

আইসিসি-র এই নিয়ম দাসুন শনাকার কাছে আশীর্বাদ হয়ে নেমে আসে। আম্পায়ার গাজী সোহেলও ভারতীয় ক্রিকেটারদের নিয়ম বোঝাতে শুরু করেন যে একবার আউটের সিদ্ধান্ত ঘোষণা করার পর বলটা ডেড হয়ে যায়। সেকারণে শনাকাকে আর রান আউট দেওয়া সম্ভব নয়। এই ঘটনায় সকলে যথেষ্ট হতবাক হয়ে যান। কারণ, আর্শদীপ যদি ক্যাচ আউটের আবেদন না করতেন, তাহলে শনাকা এবং তাঁর সতীর্থ উইকেটের মাঝপথে ফেঁসে যেতেন। আর ওখানেই সুপার ওভারে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যেত। কিন্তু, শ্রীলঙ্কা এর অ্যাডভান্টেজ অবশ্য গ্রহণ করতে পারেনি। কারণ পরের বলেই দাসুন শনাকা আউট হয়ে যান।

Dasun Shanaka Asia Cup 2025 India vs Sri Lanka Super Over ICC