BPL-David Miller: বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য বিয়েই পিছিয়ে দিলেন ডেভিড মিলার। তবে, শুধু খেলার প্রতি টান বললে ভুল হবে। আসলে তিন ম্যাচের জন্য মিলার নিচ্ছেন দেড় লক্ষ মার্কিন ডলার। আর, সেটাই খেলার প্রতি তাঁর আবেগ বৃদ্ধির আসল কারণ। মিলারের এই কাহিনি সামনে এনেছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রম।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পোস্ট ম্যাচ শোয়ে আক্রম জানিয়েছেন, বাংলাদেশে মিলারকে বিপুল অর্থ দেওয়া হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ মিলার মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। আর ফরচুন বড়িশালকে প্রথমবারের খেতাব জিতিয়েছেন। শোয়ে বিপিএল সম্পর্কে বলছিলেন পাকিস্তান ক্রিকেটের এই কিংবদন্তি। তখনই তিনি দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেভিড মিলারের প্রসঙ্গ টানেন।
ফ্র্যাঞ্চাইজি নির্ভর ক্রিকেটের প্রতি খেলোয়াড়দের আকর্ষণ ক্রমশ বাড়ছে। একথা বোঝাতে গিয়েই আক্রম টেনে আনেন মিলারের প্রসঙ্গ। তিনি জানান, বাংলাদেশ টি২০ লিগের জন্য মিলার তাঁর বিয়ে পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। ফরচুন বড়িশালের হয়ে মিলার যে তিনটি ম্যাচে খেলেছেন, দল তার সবগুলোতেই জিতেছে। আর, তাতেই ফরচুন বড়িশাল, বাংলাদেশ আইপিএলের ইতিহাসে জায়গা করে নিয়েছে।
তবে, বিয়ে পিছিয়ে দিলেও দক্ষিণ আফ্রিকান ব্যাটার কিন্তু বিয়ে ভাঙেননি। দীর্ঘদিন ধরেই বান্ধবী ক্যামিলা হ্যারিসের সঙ্গে তাঁর প্রেম। বাংলাদেশ লিগে নিজের দল বড়িশালকে জেতানোর পর অবশেষে ১০ মার্চ বিয়েটাও সেরেই ফেলবেন বলে ঠিক করে নিয়েছেন।
আক্রম অবশ্য তাঁর শোয়ে এসব বিষয়ে যাননি। পেশোয়ার জালমি আর করাচি কিংসের মধ্যে ম্যাচ শেষে তিনি শুধু বলেন, 'আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগের কী হল! তখনই জানতে পারলাম, মিলার লিগের জন্য ওঁর বিয়ে পিছিয়ে দিয়েছিল। তিন ম্যাচে দেড় লক্ষ মার্কিন ডলার নিয়ে গেছে। এখানে তো পাকিস্তান লিগের বাইরে কিছু আলোচনাই হয় না।'
তবে মিলারের দল জিতলেও তিনি যে খুব ভালো খেলেছেন, এমনটা কিন্তু নয়। তিন ম্যাচে মাত্র ৪৭ রান করেছেন। বিপিএলের আগে দক্ষিণ আফ্রিকা টি২০ লিগেও খেলে এসেছেন মিলার। সেখানে পার্ল রয়্যালসে ছিলেন। আইপিএলেও তাঁকে খেলতে দেখা যাবে। শুভমান গিলের গুজরাট টাইটাইসের হয়ে এবারের আইপিএলে মিলার খেলবেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের ধারণা, মিলারের জন্যই গত দু'বছর গুজরাট টাইটানস অসাধারণ খেলেছে।
আরও পড়ুন- তিনি হিন্দু, মনে করিয়ে মুম্বইয়ে ফিরেই বড় কর্তব্য হার্দিকের! ধর্ম-ক্রিকেট মিলেমিশে হল একাকার
এবছর গুজরাট টাইটানস তাদের আইপিএল অভিযান শুরু করবে ২৪ মার্চ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ানস। যেখানে টাইটানসদের প্রাক্তন অধিনায়ক তাদের প্রতিপক্ষ দলের নেতৃত্ব দেবেন। আইপিএলের পর ক্রিকেট দুনিয়ার বড় ইভেন্ট বলতে টি২০ বিশ্বকাপ। মিলার সেখানেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলবেন।