Advertisment

IPL 2019: বিদায়লগ্নে আবেগপ্রবণ ওয়ার্নার, নিজামের শহরকে জানিয়ে গেলেন কৃতজ্ঞতা

'এভাবেও ফিরে আসা যায়'! সম্ভবত কথাটা ডেভিড ওয়ার্নারের জন্যই প্রযোজ্য। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর নির্বাসিত থাকার পরেও কী দুর্দান্ত ক্রিকেটটাই তিনি আইপিএলে খেললেন।

author-image
IE Bangla Web Desk
New Update
IPL 2019, Full list of award winners: গাড়ি নিয়ে গেলেন রাসেল, বাকিরা কে কী পেলেন?

বিদায়লগ্নে আবেগপ্রবণ ওয়ার্নার, নিজামের শহরকে জানিয়ে গেলেন কৃতজ্ঞতা

'এভাবেও ফিরে আসা যায়'! সম্ভবত কথাটা ডেভিড ওয়ার্নারের জন্যই প্রযোজ্য। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর নির্বাসিত থাকার পরেও কী দুর্দান্ত ক্রিকেটটাই তিনি আইপিএলে খেললেন। ওয়ার্নারে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার স্টার প্রমাণ করে দিলেন তিনি সত্যিই আলাদা।

Advertisment

একটি সেঞ্চুরি ও আটটি হাফ-সেঞ্চুরির সুবাদে ওয়ার্নার এবারের মতো আইপিএল শেষ করেছেন ৬৯২ রানে। ডজন ম্যাচে ব্যাট করেছেন ৬৯.২০-এর গড়ে। সম্ভবত এই মরসুমে তাঁর মাথা থেকে কেউ আর অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিতে পারবেন না। কমলা টুপি মাথায় দিয়েই ফিরে গেলেন অস্ট্রেলিয়ায়।

আরও পড়ুন: ওয়ার্নারের স্ত্রী’র বার্তায় মন গলল সোশালের

এমনকি গত সোমবার হায়দরাবাদের হয়ে এই মরসুমের শেষ ম্যাচেও ব্যাটে আগুন জ্বালিয়েছেন। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৫৬ বলে ৮১ রানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। ওয়ার্নারের ব্যাটে ভর করেই হায়দরাবাদ ৪৫ রানে পাঞ্জাবকে হারিয়ে প্লে-অফের রাস্তায় নিজেদের রেখেছে।

বিদায়বেলায় আবেগপ্রবণ ওয়ার্নার। মঙ্গলবার ইনস্টাগ্রামে হায়দরাবাদের প্রতি তাঁর কৃতজ্ঞতা জানাতে ভুললেন না। তাঁর পোস্ট দেখার পর হায়দরাবাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্ট থেকে লেখা হল, "ওয়ান্স আ চ্যাম্প, অলওয়েজ আ চ্যাম্প।" ওয়ার্নার লিখলেন, "সানরাইজার্স হায়দরাবাদ পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারব না। শুধু এই মরসুমেই নয়, আগের মরসুমেও এভাবে সমর্থন পেয়েছি। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ফিরেছি এখানে। দলের মালিক থেকে শুরু করে, সাপোর্ট স্টাফ, প্লেয়ার, সোশাল মিডিয়া টিম এবং ফ্যানেদের অনেক অনেক ধন্যবাদ। তাঁরা আমাকে এভাবে আবার স্বাগত জানিয়েছে। দারুণ উপভোগ করেছি। টুর্নামেন্টের বাকি ম্যাচের জন্য সকলকে গুড লাক। ভাল ভাবে শেষ কর।"

David Warner Sunrisers Hyderabad IPL
Advertisment