আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর নির্বাসিত ছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু আইপিএলে তাঁর খেলা দেখে মনে হচ্ছে যেন কোনও ব্রেকই নেননি তিনি। এই মুহূর্তে ওরেঞ্জ ক্যাপের মালিক সানরাইজার্স হায়দরাবাদের এই অজি স্টার। ১০ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৭৪ রান। তাঁর ব্যাটিং গড় ৭১.৭৫।
ওয়ার্নার আজ নামবেন সাওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। হায়দরাবাদ চলতি লিগের ফিরতি ম্যাচ খেলবে রাজস্থানের বিরুদ্ধে। রয়্য়ালসদের বিরুদ্ধে নামার আগে এক অনন্য ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। বীরেন্দ্র শেহওয়াগ (২০১২) এবং জস বাটলারের (২০১৮) সঙ্গে আইপিএলের তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা পাঁচ ম্যাচে ফিফটি করেছেন।
আরও পড়ুন: ধোনির না থাকা মুম্বইকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে, মত রোহিতের
আজ যদি ওয়ার্নার ফের একটা হাফ-সেঞ্চুরি করতে পারেন তাহলে এই টুর্নামেন্টের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা হাফ-ডজন ম্যাচে অর্ধ-শতরানের অনন্য মাইলস্টোন স্পর্শ করবেন তিনি। জনি বেয়ারস্টো বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশে ফিরে গিয়েছেন। ফলে ওয়ার্নারের ওপর বাড়তি দায়িত্ব থাকবে এদিন।
আজ ওয়ার্নার মুখোমুখি হবেন স্টিভ স্মিথের। 'স্যান্ডপেপার গেট' কাণ্ডে মুখ পুড়িয়ে ওয়ার্নারের সঙ্গে স্মিথও একবছর নির্বাসিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। আইপিএলের হাত ধরেই বিশ্বকাপের নেট প্র্যাকটিসটা সেরে রাখতে চাইছেন তাঁরা। যদিও স্মিথের থেকে ওয়ার্নার অনেক ভাল ছন্দে রয়েছেন। স্মিথ সেঅর্থে ছন্দে ফেরেননি।