/indian-express-bangla/media/media_files/2025/05/14/GrpQ5KDn32Mq11ZIaTFI.jpg)
Virat-Anushka in Vrindavan: টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েই আধ্যাত্মিক পথে বিরাট কোহলি
Virat Kohli Anushka Sharma meets Premanandji Maharaj in Vrindavan: সদ্যই টেস্ট ক্রিকেট থেকে নিয়েছেন অবসর। আর টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েই আধ্যাত্মিক পথে বিরাট কোহলি। মঙ্গলবারই তিনি স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে পৌঁছে যান বৃন্দাবনে। সেখানে প্রেমানন্দজি মহারাজের আশ্রমে চলে যান বিরাট কোহলি। প্রেমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন বিরাট। বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের আশ্রম শ্রী হিত রাধা কেলি কুঞ্জ বরাহ ঘাটে বেশ কিছুক্ষণ সময় কাটান বিরাট-অনুষ্কা। এই নিয়ে দ্বিতীয়বার প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরুষ্কা। এই বছরের শুরুতে বিরাট এবং অনুষ্কা তাঁদের সন্তানদের নিয়ে প্রেমানন্দ মহারাজারে আশ্রমে গিয়েছিলেন।
আশ্রমে গিয়ে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করে তাঁকে প্রণাম করেন বিরাট-অনুষ্কা। মহারাজ তাঁকে জিজ্ঞেস করেন, 'তুমি কি প্রসন্ন হয়েছ?' জবাবে বিরাট বলেন, 'এখন ঠিক আছে।' মহারাজজিও বলেন, ঠিকই থাকা উচিত। এর মধ্যে প্রেমানন্দ মহারাজ বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে হিতোপদেশও দেন। মহারাজজির কথা শুনে অনুষ্কা ভাবুক হয়ে ওঠেন।
আরও পড়ুন অভিমান, পরিস্থিতির চাপ নাকি...! এই ৫ কারণেই তড়িঘড়ি অবসর বিরাট কোহলির
প্রেমানন্দ মহারাজের কথায় ডুবলেন বিরাট
বিরাট এবং অনুষ্কা প্রেমানন্দ মহারাজের কথায় আবেগঘন হয়ে যান। মহারাজজি বিরাট এবং অনুষ্কাকে বলেন, 'এই যে বৈভব মিলেছে তা শুধু ভগবানের কৃপায় নয়। এটা আপনাদের পুণ্যকর্মের ফল। আসল কথা হল আপনার মনে ভগবানের জন্য প্রেম থাকা চাই। আপনি যেরকম সেভাবেই বাঁচুন, কিন্তু মনে ভগবানের জন্য প্রেম থাকা উচিত। আপনার ভাবা উচিত, যে আপনি অনেক জন্ম নিয়েছেন কিন্তু আপনার শুধু ভগবানকে চাই।' মহারাজজির কথা শুনে কিছু সময়ের জন্য বিরাট-অনুষ্কা ভাবুক হয়ে যান।
Virat Kohli & Anushka Sharma से पूज्य महाराज जी की क्या वार्तालाप हुई ? Bhajan Marg pic.twitter.com/7IWWjIfJHB
— Bhajan Marg (@RadhaKeliKunj) May 13, 2025
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটের তো বটেই বিশ্বের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র বিরাট কোহলি। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বিরাট গত সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। বিরাট কোহলি নিজের টেস্ট কেরিয়ারে ১২৩টি ম্যাচে ২১০ ইনিংসে ৯২৩০ রান করেছেন। সর্বোচ্চ এক ইনিংসে ২৫৪ রানের রেকর্ড আছে বিরাটের ঝুলিতে। মোট ৩০টি শতরান এবং ৩১টি হাফসেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে। লক্ষ লক্ষ তরুণ ক্রিকেটারের কাছে বিরাট কোহলি একজন অনুপ্রেরণা।
আরও পড়ুন কেন দ্বাদশ শ্রেণির পর পড়াশোনা ছেড়ে দেন বিরাট? নেপথ্যের কারণ চোখে জল আনবে