/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/page.jpg)
ঠিকানা মানে অবশ্য এখানে নাম। প্রয়াণের পর এই প্রথম তাঁর স্মৃতির উদ্দেশে নামাঙ্কিত হল ভারতের কোনো ক্রিকেট স্টেডিয়াম। সোমবার ভারত- ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক টি-২০ ম্যাচের আগেই লখনউ-এর একানা স্টেডিয়ামের নামকরণ হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে।
উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্বপ্নের প্রকল্প ছিল রাজধানীর এই একানা স্টেডিয়াম। সোমবার পূর্ত এবং নগর পরিকল্পনা বিভাগের মুখ্য সচিব নিতিন রমেশ গোকার্নের নির্দেশে স্টেডিয়ামের নতুন নাম হল 'ভারত-রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী অন্তর রাষ্ট্রীয় ক্রিকেট স্টেডিয়াম'। নতুন নামকরণের পর সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বোধন করলেন স্টেডিয়াম।
???? Ekana International Cricket Stadium ????️ at Lucknow #INDvWIpic.twitter.com/mPjkGdyZcL
— UPCA (@UPCACricket) November 5, 2018
আরও পড়ুন, শুধু কবিতার জন্যেও মনে রাখা যায় তাঁকে
Lucknow: UP CM Yogi Adityanath inaugurates 'Bharat Ratna Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium'. Ekana Cricket Stadium was yesterday renamed as 'Bharat Ratna Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium' pic.twitter.com/dh3fsL3hYR
— ANI UP (@ANINewsUP) November 6, 2018
উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক বাজপেয়ী-স্মরণে স্টেডিয়ামের নামকরণে আগেই আগেই সবুজ সংকেত দিয়েছিলেন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে লখনউ পৌরসভা এবং একানা স্টেডিয়াম কর্তৃপক্ষের মধ্যে ১৭৫১ ধারা অনুযায়ী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী গোমতী নগর এক্সটেনশনে অবস্থিত ক্রিকেট স্টেডিয়ামের নাম পাল্টানো হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ রোগ ভোগের পর গত ১৬ আগস্ট মৃত্যু হয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর।
Read the full story in English