Debasish Dutta on Mohun Bagan: বদলা নেবে মোহনবাগান, জামশেদপুরকে চরম হুঁশিয়ারি দেবাশিসের

Debasish Dutta Mohun Bagan: মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি ম্য়াচের আগে উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে। আগামী সোমবার (৭ এপ্রিল) এই ম্য়াচের আয়োজন করা হবে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ খেলা হচ্ছে।

Debasish Dutta Mohun Bagan: মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি ম্য়াচের আগে উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে। আগামী সোমবার (৭ এপ্রিল) এই ম্য়াচের আয়োজন করা হবে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ খেলা হচ্ছে।

author-image
Koushik Biswas
New Update
Debasish Dutta: এই ম্য়াচে মেরিনার্সদের লড়াই যে একেবারে সহজ হবে না, তেমনটাই জানালেন বাগান সচিব দেবাশিস দত্ত। তবে শেষপর্যন্ত সবুজ-মেরুন ব্রিগেডই যে ফাইনালে উঠবে, সেই ব্যাপারে যথেষ্ট নিশ্চিত তিনি।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত Photograph: (Facebook - Mohun Bagan)

Debasish Dutta Mohun Bagan: রাত পোহালেই মহাযুদ্ধ। চলতি ইন্ডিয়ান সুপার লিগে দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্য়াচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ সেই জামশেদপুর এফসি (Jamshedpur FC)। তবে এই ম্য়াচের আগে জামশেদপুরকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন বাগান সচিব দেবাশিস দত্ত। জানিয়ে রাখলেন, মোহনবাগান বদলা নেবেই।

Advertisment

কী বললেন দেবাশিস দত্ত?

বাগান সচিব বললেন, 'মোহনবাগানের কাছে একটাই অস্ত্র রয়েছে। আর সেই অস্ত্রটা হল পায়ে ফুটবল। ওদের গোলে বল মেরে বদলা নিতে হবে। আমরা তো ওদের লেভেলে নেমে মারপিঠ করতে পারব না। সেটা আমাদের শোভা পায় না। কারণ আমরা মোহনবাগান। ওরা কী করেছে, সেটা আমাদের দেখার দরকার নেই।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'ওরা কী করেছে, সেটা আমাদের দেখার দরকার নেই। ওদের বিরুদ্ধে যদি আমাদের বদলা নিতেই হয়, সেই বদলা আমরা মাঠে নেব। এই ম্য়াচটা জেতার ব্যাপারে আমাদের দলের প্রত্যেকটা খেলোয়াড় দৃঢ়প্রতিজ্ঞ। সেটা নিয়েই আমরা আপাতত চিন্তাভাবনা করছি। ওইদিন যথেষ্ট ভাল ফুটবল খেলতে হবে। ওদের জালে যতগুলো গোল জড়াতে পারব, সেটাই ওদের উচিত শিক্ষা দেওয়া হবে।'

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচে জামশেদপুরের বিরুদ্ধে ২-১ গোলে পিছিয়ে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। তবে দলের এই পারফরম্য়ান্স নিয়ে একেবারে হতাশ নন বাগানের হেডস্যার হোসে মলিনা। তিনি এখনও বিশ্বাস করেন, আগামী সোমবার দ্বিতীয় লেগের সেমিফাইনালে (ISL 2024-25) মেরিনার্সরা দুর্দান্ত কামব্যাক করবে। আর সেই ম্য়াচের জন্য সমর্থকদের পাশাপাশি বাগান কোচও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আগামী সোমবার (৭ এপ্রিল) কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। এই ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্ট কামব্যাক করতে পারবে বলে আশা করছেন সমর্থকরা। ইতিমধ্যে কোচ হোসে মলিনা বললেন, 'ঘরের মাঠে ম্যাচ থাকলে আমরা বরাবরই অ্যাডভান্টেজ পাই। মনের আনন্দে খেলতে পারি। ৫০-৬০ হাজার সমর্থকদের সামনে খেলতে নামলে আমরা আলাদা অনুপ্রেরণা পাই। আশা করছি, পরের ম্য়াচে আমরা আরও ভাল পারফরম্য়ান্স করতে পারব।'

ISL 2024-25 Jamshedpur FC Mohun Bagan Super Giants Debasish Dutta