Advertisment

খাবার নেই, খিদে পেটেই যেতে হল বাংলাদেশ! ঢাকায় নেমেই বিষ্ফোরক অভিযোগ চাহারের

ভারত-বাংলাদেশ সিরিজ শুরুর আগেই তুঙ্গে বিতর্ক

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

নিউজিল্যান্ড সফর সেরে সরাসরি ঢাকার প্লেনে চেপেছিলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার দীপক চাহার। সামনেই বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণ শক্তির ভারতীয় দল খেলতে নামছে। এমন অবস্থায় ঢাকাগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের।বিরুদ্ধে অভিযোগের বন্যা বইয়ে দিলেন দীপক চাহার। বলে দিলেন, তাঁর লাগেজ ওলট পালট করে দেওয়া হয়েছে। ফ্লাইটে বিজনেস ক্লাসের টিকিট হওয়া সত্ত্বেও ঠিকমত খাবার সার্ভ করা হয়নি।

Advertisment

রবিবার থেকে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। তার আগে চাহার জাতীয় দলের সঙ্গে যোগ দিলেন ঢাকায়। শনিবার দলের সঙ্গে অনুশীলনে নামার আগে ক্ষোভ উগরে দিয়ে টুইট করেন, "মালয়েশিয়ান এয়ারলাইনসে ভয়াবহ অভিজ্ঞতা হল। হঠাৎ করেই আগাম না জানিয়ে ফ্লাইট পরিবর্তন করা হল। তারপরে বিজনেস ক্লাস হওয়া সত্ত্বেও খাবারই দেওয়া হল না। এখন গত ২৪ ঘন্টা ধরে লাগেজের অপেক্ষায় রয়েছি। ভাবা যায়, কালকেই খেলতে মাঠে নামতে হবে।"

চাহারের আরও অভিযোগ মালয়েশিয়ান এয়ারলাইন্স থেকে একটি লিঙ্ক পাঠানো হয়। যেটি নাকি ওপেনই হচ্ছে না। টুইটারে ফ্লাইট পরিবর্তনের কথা জানিয়ে তার আগে মালয়েশিয়ান এয়ারলাইন্স জানিয়েছিল, "টেকনিক্যাল, আবহাওয়া গত সমস্যার কারণে ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে। অসুবিধার জন্য আমরা আন্তরিক দুঃখিত।"

আরও পড়ুন: অন্ডকোষ আঁকড়ে কুৎসিত অঙ্গভঙ্গি বিশ্বকাপে! কদর্য রাজনীতিতে ভয়াবহ বিতর্ক কাতারের মাঠে

নিউজিল্যান্ড সফর শেষে চাহার, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, শিখর ধাওয়ান, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর ক্রাইস্টচার্চ থেকে কুয়ালালামপুর হয়ে ঢাকায় পৌঁছলেন।

সূর্যকুমার যাদবকে বাংলাদেশ সফরে বিশ্রাম দেওয়া হয়েছে। উমরান মালিক মহম্মদ শামির পরিবর্ত হিসাবে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

Bangladesh Cricket Indian Cricket Team Bangladesh
Advertisment